বিভাগ 'ক' : সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (১ x ২০ = ২০)
১.১ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন-
ক) চলচ্চিত্রের সঙ্গে
খ) ক্রীড়াজগতের সঙ্গে
গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
ঘ) পরিবেশচর্চার সঙ্গে
উত্তর: ক) চলচ্চিত্রের সঙ্গে
১.২ নীলদর্পণ নাটকটি রচনা করেন-
ক) দীনবন্ধু মিত্র
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) সুবোধ ঘোষ
ঘ) জেমস লঙ্
উত্তর: ক) দীনবন্ধু মিত্র
১.৩ মহারানি ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান-
ক) ১৮৫৮ খ্রিঃ
খ) ১৮৬৫ খ্রিঃ
গ) ১৮৭৫ খ্রিঃ
ঘ) ১৮৭৭ খ্রিঃ
উত্তর: ঘ) ১৮৭৭ খ্রিঃ
১.৪ বাঙালী পরিচালিত প্রথম বাংলা সংবাদ পত্র হল-
ক) সমাচার দর্পণ
খ) সংবাদ প্রভাকর
গ) বাঙ্গাল গেজেট
ঘ) গ্রামবার্ত্তা প্রকাশিকা
উত্তর: গ) বাঙ্গাল গেজেট
১.৫ ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার জনক হলেন-
ক) জগদীশচন্দ্র বসু
খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
গ) আশুতোষ মুখোপাধ্যায়
ঘ) মহেন্দ্রলাল সরকার
উত্তর: ক) জগদীশচন্দ্র বসু
১.৬ নারী সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল-
ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়
খ) অসহযোগ আন্দোলনের সময়
গ) আইন অমান্য আন্দোলনের সময়
ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়
উত্তর: গ) আইন অমান্য আন্দোলনের সময়
১.৭ বাংলার নমঃশূদ্ররা ছিল মূলত-
ক) কৃষিজীবী
খ) শ্রমিক
গ) শিক্ষক
ঘ) কেরানি
উত্তর: ক) কৃষিজীবী
১.৮ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়-
ক) ১৯৫০ খ্রিঃ
খ) ১৯৫২ খ্রিঃ
গ) ১৯৫৬ খ্রিঃ
ঘ) ১৯৬০ খ্রিঃ
উত্তর: গ) ১৯৫৬ খ্রিঃ
১.৯ বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা-
ক) ১৪টি
খ) ২২টি
গ) ২৪টি
ঘ) ২৬টি
উত্তর: খ) ২২টি
১.১০ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন-
ক) ভারতে
খ) রোমে
গ) পারস্যে
ঘ) চীন দেশে
উত্তর: ঘ) চীন দেশে
১.১১ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হল-
ক) সরকারি নথিপথ
খ) শিলালিপি
গ) মুদ্রা
ঘ) পর্যটকদের বিবরণী
উত্তর: ক) সরকারি নথিপথ
১.১২ দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল-
ক) আদিবাসী সম্প্রদায়
খ) ব্রিটিশ সরকার
গ) ব্যবসায়ী শ্রেণি
ঘ) ব্রিটিশ ও আদিবাসী উভয় শ্রেণি
উত্তর: খ) ব্রিটিশ সরকার
১.১৩ মহাবিদ্রোহকে "জাতীয় বিদ্রোহ" বলেছেন-
ক) সুপ্রকাশ রায়
খ) প্রমোদ সেনগুপ্ত
গ) কার্ল মার্কস
ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: গ) কার্ল মার্কস
১.১৪ বাংলা পুস্তক ব্যবসার পথিকৃত হলেন-
ক) উইলিয়াম কেরি
খ) রামমোহন রায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর: গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Note: উত্তরপত্রে 'গ' দেওয়া আছে, তবে গঙ্গাকিশোর ভট্টাচার্যকেও পথিকৃৎ বলা হয়।)
১.১৫ তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত ছিল-
ক) নীল
খ) পাট
গ) আখ
ঘ) ধান
উত্তর: ক) নীল
১.১৬ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন-
ক) রামস্বামী নাইকার
খ) ত্যাগ রাজা চেট্টি
গ) নারায়ণ গুরু
ঘ) ভীমরাও আম্বেদকর
উত্তর: গ) নারায়ণ গুরু
১.১৭ অসমের কোন্ মহিলা ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন-
ক) রানি গিদালোরা গুইদালো
খ) অরুণা আসফ আলী
গ) কনকলতা বড়ুয়া
ঘ) ঊষা মেহতা
উত্তর: গ) কনকলতা বড়ুয়া
১.১৮ বীরাষ্টমী ব্রতের সূচনা করেন-
ক) স্বর্ণকুমারী দেবী
খ) অবলা বসু
গ) গিরিবালা দেবী
ঘ) সরলাদেবী চৌধুরাণী
উত্তর: ঘ) সরলাদেবী চৌধুরাণী
১.১৯ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) তৈরি হয়-
(ক) ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবী খতিয়ে দেখার জন্য
খ) হিন্দি ভাষাকে প্রাধান্য দেবার জন্য
গ) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সমস্যার সমাধানের জন্য
ঘ) উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য
উত্তর: ক) ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবী খতিয়ে দেখার জন্য
১.২০ ভারতের যে রাজ্যটি প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে তা হল-
ক) কাশ্মীর
খ) জুনাগড়
গ) হায়দ্রাবাদ
ঘ) মেবার
উত্তর: খ) জুনাগড় (Note: উত্তরপত্রে 'খ' দেওয়া আছে।)
বিভাগ 'খ' : প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও
উপবিভাগ ২.১: একটি বাক্যে উত্তর দাও
২.১.১ সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো।
উত্তর: সাঁওতাল বিদ্রোহের সময়কাল হল ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দ।
২.১.২ মহারাণীর ঘোষণাপত্র কে রচনা করেন?
উত্তর: লর্ড ডার্বির পুত্র তথা প্রথম ভারত সচিব লর্ড স্ট্যানলি (Lord Stanley)।
২.১.৩ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৯২১ খ্রিস্টাব্দে)।
২.১.৪ মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হরিচাঁদ ঠাকুর।
উপবিভাগ ২.২: ঠিক বা ভুল নির্ণয় করো
২.২.১ প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসুদন দত্ত।
উত্তর: ভুল (সঠিক উত্তর: মধুসূদন গুপ্ত)।
২.২.২ রায়তি প্রথা ছিল নীলচাষিদের পক্ষে বিপজ্জনক।
উত্তর: ঠিক।
২.২.৩ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে।
উত্তর: ভুল (এটি মূলত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল)।
২.২.৪ ১৯৪৬ খ্রিস্টাব্দে দিল্লীতে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়।
উত্তর: ভুল (বোম্বাইয়ের তলোয়ার জাহাজে প্রথম শুরু হয়)।
উপবিভাগ ২.৩: 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলানো সমাধান:
- ২.৩.১ জীবনস্মৃতি — (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ২.৩.২ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি — (গ) ১৮১৭ খ্রিঃ
- ২.৩.৩ হাফটোন পদ্ধতি — (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- ২.৩.৪ মিরাট ষড়যন্ত্র মামলা — (ক) মুজফ্ফর আহমেদ
উপবিভাগ ২.৪: মানচিত্র চিহ্নিতকরণ
২.৪.১ থেকে ২.৪.৪ মানচিত্র স্থান চিহ্নিতকরণ
মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে:
- ২.৪.১ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদীয়া।
- ২.৪.২ অযোধ্যা।
- ২.৪.৩ এলাহাবাদ।
- ২.৪.৪ পুনর্গঠিত রাজ্য নাগাল্যান্ড।
উপবিভাগ ২.৫: বিবৃতি ও ব্যাখ্যা
২.৫.১ বিবৃতি: এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি।
উত্তর: ব্যাখ্যা ১: ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষার ফলে ভারতীয়দের স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে।
২.৫.২ বিবৃতি: সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল।
উত্তর: ব্যাখ্যা ২: বাংলার সন্ন্যাসী ফকির সাম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল।
২.৫.৩ বিবৃতি: মাতঙ্গিনীকে 'গান্ধিবুড়ি' বলা হত।
উত্তর: ব্যাখ্যা ১: তিনি গান্ধিজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন।
২.৫.৪ বিবৃতি: ১৯৪৮ সালে 'দর কমিশন' ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধীতা করে।
উত্তর: ব্যাখ্যা ৩: জাতীয় ঐক্য বিনষ্ট হতো।