বিভাগ 'ক' : সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (১ x ২০ = ২০)
১.১ ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল-
ক) মহাভারত
খ) রামায়ণ
গ) রাজতরঙ্গিনী
ঘ) বেদ
উত্তর: গ) রাজতরঙ্গিনী
১.২ 'বিশ্ব পরিবেশ দিবস' প্রথম পালিত হয়েছিল-
ক) ১২ জানুয়ারি, ১৯৮৯ খ্রিঃ
খ) ৫ জুন ১৯৭৪ খ্রিঃ
গ) ১ মে ১৯২৩ খ্রিঃ
ঘ) ৫ সেপ্টেম্বর ১৯৮৭ খ্রিঃ
উত্তর: খ) ৫ জুন ১৯৭৪ খ্রিঃ
১.৩ নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
গ) কালীপ্রসন্ন সিংহ
ঘ) দীনবন্ধু মিত্র
উত্তর: ঘ) দীনবন্ধু মিত্র
১.৪ 'মেট্রোপলিটন ইনস্টিটিউশন' প্রতিষ্ঠা করেন-
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডেভিড হেয়ার
ঘ) ড্রিংক ওয়াটার বেথুন
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১.৫ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) উমেশচন্দ্র দত্ত
খ) শিশির কুমার ঘোষ
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর: ক) উমেশচন্দ্র দত্ত
১.৬ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-
ক) দুটি স্তরে
খ) তিনটি স্তরে
গ) চারটি স্তরে
ঘ) পাঁচটি স্তরে
উত্তর: খ) তিনটি স্তরে
১.৭ তিতুমিরের প্রকৃত নাম ছিল-
ক) চিরাগ আলি
খ) হায়দার আলি
গ) মির নিশার আলি
ঘ) তোরাপ আলি
উত্তর: গ) মির নিশার আলি
১.৮ 'সিপাহী বিদ্রোহ' কবিতাটি রচনা করেন-
ক) নরহরি কবিরাজ
খ) ভি.ডি. সাভারকর
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) রমেশচন্দ্র মজুমদার
উত্তর: গ) সুকান্ত ভট্টাচার্য
১.৯ মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারতের 'রাজপ্রতিনিধি' হিসাবে প্রথম নিযুক্ত হন-
ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড ক্যানিং
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: খ) লর্ড ক্যানিং
১.১০ 'বন্দেমাতরম্' সংগীতটি রচিত হয়-
ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
১.১১ বাংলায় উন্নত 'লাইনোটাইপ' তৈরি করেন-
ক) চার্লস উইলকিনস্
খ) পঞ্চানন কর্মকার
গ) সুরেশচন্দ্র মজুমদার
ঘ) ব্রাসি হ্যালহেড
উত্তর: গ) সুরেশচন্দ্র মজুমদার
১.১২ প্রথম সচিত্র বাংলা বই-এর নাম হল-
ক) অন্নদামঙ্গল
খ) বিল্বমঙ্গল
গ) হিতোপদেশ
ঘ) দ্রাঘিজ্যা
উত্তর: ক) অন্নদামঙ্গল
১.১৩ সারা ভারত কিষান সভার (১৯৩৬ খ্রিঃ) প্রথম সম্পাদক ছিলেন-
ক) যদুনন্দন শর্মা
খ) এন. জি. রঙ্গ
গ) মাদারি পাসি
ঘ) দেওনারায়ণ পান্ডে
উত্তর: খ) এন. জি. রঙ্গ
১.১৪ সি. মার্টিন ছদ্মনাম ছিল-
ক) বি. পি. ওয়াদিয়ার
খ) এম. এ. ডাঙ্গের
গ) মানবেন্দ্রনাথ রায়ের
ঘ) লালা লাজপত রায়ের
উত্তর: গ) মানবেন্দ্রনাথ রায়ের
১.১৫ 'ভারতী' পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) কল্পনা দত্ত
খ) বাসন্তী দেবী
গ) বীণা দাস
ঘ) সরলাদেবী চৌধুরাণী
উত্তর: ঘ) সরলাদেবী চৌধুরাণী
১.১৬ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন-
ক) গণেশ ঘোষ
খ) সতীশচন্দ্র সামন্ত
গ) দীনেশ গুপ্ত
ঘ) বাঘা যতীন
উত্তর: খ) সতীশচন্দ্র সামন্ত
১.১৭ 'বন্দেমাতরম্' মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয়-
ক) সূর্য সেনকে
খ) সুশীল সেনকে
গ) বীণা দাসকে
ঘ) অনিল রায়কে
উত্তর: খ) সুশীল সেনকে
১.১৮ 'এ' ট্রেন টু পাকিস্তান' লিখেছেন-
ক) জওহরলাল নেহরু
খ) ভি.পি. মেনন
গ) খুশবন্ত সিং
ঘ) সলমন রুশদি
উত্তর: গ) খুশবন্ত সিং
১.১৯ 'শিকড়ের সন্ধানে' গ্রন্থটির লেখক হলেন-
ক) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
খ) অতীন বন্দ্যোপাধ্যায়
গ) কালীপ্রসাদ মুখোপাধ্যায়
ঘ) প্রফুল্ল রায়
উত্তর: গ) কালীপ্রসাদ মুখোপাধ্যায়
১.২০ 'মেঘে ঢাকা তারা' চলচ্চিত্র-এ দেশ ভাগের চিত্র ফুটিয়ে তুলেছেন-
ক) ঋত্বিক ঘটক
খ) মৃণাল সেন
গ) উৎপল দত্ত
ঘ) সত্যজিৎ রায়
উত্তর: ক) ঋত্বিক ঘটক
বিভাগ 'খ' : প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও
উপবিভাগ ২.১: 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলানো সমাধান:
- ২.১.১ চুয়াড় বিদ্রোহ — (৩) দুর্জন সিং।
- ২.১.২ গোরা — (৪) রবীন্দ্রনাথ ঠাকুর।
- ২.১.৩ সংস্কৃত প্রেস ডিপোজিটারি — (১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ২.১.৪ মিলন মন্দির — (২) আনন্দমোহন বসু।
উপবিভাগ ২.২: সত্য বা মিথ্যা নির্ণয় করো
২.২.১ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা প্রথমে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়।
উত্তর: মিথ্যা (এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, পরে পাক্ষিক ও সাপ্তাহিক হয়)।
২.২.২ ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
উত্তর: সত্য।
২.২.৩ 'গান্ধি বনাম লেনিন' গ্রন্থটি লেখেন সুভাষচন্দ্র বসু।
উত্তর: মিথ্যা (গ্রন্থটি লেখেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে)।
২.২.৪ বেঙ্গল ভলান্টিয়ার্সের অন্যতম সংগঠক ছিলেন মেজর সত্য গুপ্ত।
উত্তর: সত্য।
উপবিভাগ ২.৩: একটি বাক্যে উত্তর দাও
২.৩.১ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?
উত্তর: মুন্সি প্রেমচাঁদ (অনুবাদটির নাম 'পিতা কে পত্র পুত্রী কে নাম')।
২.৩.২ 'দামিন-ই-কোহ' কথার অর্থ কী?
উত্তর: 'দামিন-ই-কোহ' কথার অর্থ হলো 'পাহাড়ের প্রান্তদেশ'।
২.৩.৩ চিত্রকলার ইতিহাসে 'আধুনিকতার পথিকৃৎ' কাকে বলা হয়?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুরকে (মতান্তরে গগনেন্দ্রনাথ ঠাকুর)।
২.৩.৪ 'চেনাব বসতি আইন' প্রতিরোধ আন্দোলনে কারা নেতৃত্ব দেন?
উত্তর: লালা লাজপত রায় ও অজিত সিং।
উপবিভাগ ২.৪: মানচিত্র চিহ্নিতকরণ
২.৪.১ থেকে ২.৪.৪ মানচিত্র স্থান চিহ্নিতকরণ
মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে:
- ২.৪.১ শ্রীরামপুর।
- ২.৪.২ চৌরিচৌরা।
- ২.৪.৩ নীলবিদ্রোহের এলাকা (যশোর/নদীয়া)।
- ২.৪.৪ জুনাগড়।
উপবিভাগ ২.৫: নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো
২.৫.১ বিবৃতি: শাহজাহানকে 'Prince Builder' বলা হয়।
উত্তর: ব্যাখ্যা-২: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে।
২.৫.২ বিবৃতি: হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ইংরেজদের ভীতির কারণ হয়ে উঠেছিল।
উত্তর: ব্যাখ্যা-২: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।
২.৫.৩ বিবৃতি: তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ 'ধর্মীয় আন্দোলন' বলে মনে করেন।
উত্তর: ব্যাখ্যা-৩: তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
২.৫.৪ বিবৃতি: ১৯০৬ সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
উত্তর: ব্যাখ্যা-৩: জাতীয় শিক্ষা প্রদানের জন্য।