বিভাগ 'ক' : সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (১ x ২০ = ২০)
১.১ ভারতের প্রাচীন 'নাট্যশাস্ত্র' রচনা করেন-
(ক) শম্ভুমিত্র
(খ) ভরতমুনি
(গ) উৎপল দত্ত
(ঘ) কালিদাস
উত্তর: (খ) ভরতমুনি
১.২ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়-
(ক) ৯ মার্চ
(খ) ৮ এপ্রিল
(গ) ৮ মার্চ
(ঘ) ৯ মে
উত্তর: (গ) ৮ মার্চ
১.৩ 'গ্রামীণ সাংবাদিকতার জনক' বলা হয়-
(ক) হরিনাথ মজুমদার
(খ) গিরিশচন্দ্র ঘোষ
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) ঈশ্বর গুপ্ত
উত্তর: (ক) হরিনাথ মজুমদার
১.৪ 'সাধারণ জনশিক্ষা কমিটি' প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮২৪ খ্রি.
(খ) ১৮২৫ খ্রি.
(গ) ১৮২৩ খ্রি.
(ঘ) ১৮২২ খ্রি.
উত্তর: (গ) ১৮২৩ খ্রি.
১.৫ বাংলার প্রথম বালিকা বিদ্যালয় ছিল-
(ক) ফিমেল জুভেনাইল সোসাইটি
(খ) ভগবতী বিদ্যালয়
(গ) বেথুন স্কুল
(ঘ) হিন্দু বালিকা বিদ্যালয়
উত্তর: (ঘ) হিন্দু বালিকা বিদ্যালয় (বর্তমান বেথুন স্কুল)
১.৬ পাহান বলা হয়-
(ক) কোল নেতাকে
(খ) মুণ্ডা পুরোহিতদের
(গ) ভিল উপজাতিদের
(ঘ) সাঁওতাল মোড়লদের
উত্তর: (খ) মুণ্ডা পুরোহিতদের
১.৭ বালাকোটের যুদ্ধ হয়েছিল-
(ক) ১৮৩৫ খ্রি.
(খ) ১৮৪০ খ্রি.
(গ) ১৮৩১ খ্রি.
(ঘ) ১৮২৭ খ্রি.
উত্তর: (গ) ১৮৩১ খ্রি.
১.৮ প্রথম ভারতসচিব ছিলেন-
(ক) লর্ড স্ট্যানলি
(খ) লর্ড ক্যানিং
(গ) ডালহৌসী
(ঘ) উইন্ডহ্যাম
উত্তর: (ক) লর্ড স্ট্যানলি
১.৯ বঙ্কিমচন্দ্রকে 'ভারতীয় জাতীয়তাবাদের গুরু' বলেছেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিবেকানন্দ
(গ) অরবিন্দ ঘোষ
(ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
উত্তর: (গ) অরবিন্দ ঘোষ
১.১০ গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়-
(ক) প্রবাসী পত্রিকায়
(খ) সন্দেশ পত্রিকায়
(গ) বঙ্গদর্শন পত্রিকায়
(ঘ) সোমপ্রকাশ পত্রিকায়
উত্তর: (ক) প্রবাসী পত্রিকায়
১.১১ বিদ্যাহারাবলী নামক গ্রন্থটি রচনা করেন-
(ক) উইলিয়াম কেরী
(খ) মার্শম্যান
(গ) উইলিয়াম ওয়ার্ড
(ঘ) ফেলিক্স কেরি
উত্তর: (ঘ) ফেলিক্স কেরি
১.১২ BTI-এর প্রথম অধ্যক্ষ ছিলেন-
(ক) শরৎ দত্ত
(খ) যোগেশ ঘোষ
(গ) প্রমথনাথ বসু
(ঘ) সুকুমার রায়
উত্তর: (গ) প্রমথনাথ বসু
১.১৩ একি আন্দোলনের নেতৃত্ব দেন-
(ক) বাবা রামচন্দ্র
(খ) স্বামী বিদ্যানন্দ
(গ) বিজয় সিং
(ঘ) মতিলাল তেজওয়াত
উত্তর: (ঘ) মতিলাল তেজওয়াত
১.১৪ গান্ধিজী আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন-
(ক) ১৯৩৪ খ্রি.
(খ) ১৯৩১ খ্রি.
(গ) ১৯৩২ খ্রি.
(ঘ) ১৯৩৫ খ্রি.
উত্তর: (ক) ১৯৩৪ খ্রি.
১.১৫ তেভাগা আন্দোলনের জনক বলা হয়-
(ক) হাজি মহম্মদ দানেশকে
(খ) চারু মজুমদারকে
(গ) সমর গাঙ্গুলীকে
(ঘ) ভবানী সেনকে
উত্তর: (ক) হাজি মহম্মদ দানেশকে
১.১৬ 'রাষ্ট্রীয় স্ত্রী সংঘ' প্রতিষ্ঠা করেন-
(ক) সরলাদেবী চৌধুরাণী
(খ) ঊর্মিলা দেবী
(গ) সরোজিনী নাইডু
(ঘ) সুনীতি দেবী
উত্তর: (গ) সরোজিনী নাইডু
১.১৭ 'ভগিনী বাহিনী' গঠন করেন-
(ক) মাতঙ্গিনী হাজরা
(খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) চারুশিলা দত্ত
(ঘ) সুচেতা কৃপালনি
উত্তর: (খ) সতীশচন্দ্র সামন্ত
১.১৮ 'শৃঙ্খল ঝঙ্কার' গ্রন্থটি রচনা করেন-
(ক) বীণা দাস
(খ) কল্পনা দত্ত
(গ) লীলা নাগ
(ঘ) সরোজিনী নাইডু
উত্তর: (ক) বীণা দাস
১.১৯ দেশীয় রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন-
(ক) হরি সিং
(খ) শেখ আবদুল্লা
(গ) গুলাব সিং
(ঘ) মেহেরচাঁদ মহাজন
উত্তর: (ঘ) মেহেরচাঁদ মহাজন
১.২০ পুরুলিয়া জেলাকে কবে পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত করা হয়-
(ক) ১৯৫৩ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৫৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দে
বিভাগ 'খ' : প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও
উপবিভাগ ২.১: একটি বাক্যে উত্তর দাও
২.১.১ ভারতে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়?
উত্তর: ১৭২১ খ্রিস্টাব্দে (ক্যাম্বেতে ব্রিটিশ নাবিকদের দ্বারা)।
২.১.২ তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মৈনুদ্দিন।
২.১.৩ প্রথম বাঙালী পুস্তক বিক্রেতা কে ছিলেন?
উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্য।
২.১.৪ 'কংগ্রেস সমাজতান্ত্রিক দল'-এর প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: আচার্য নরেন্দ্র দেব।
উপবিভাগ ২.২: 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলানো সমাধান:
- ২.২.১ রাজা রামমোহন রায় — (৩) ব্রাহ্মণ সেবধি
- ২.২.২ শিউরাম — (৪) ভিল বিদ্রোহ
- ২.২.৩ মণিরাম দেওয়ান — (১) আসাম (১৮৫৭ বিদ্রোহ)
- ২.২.৪ টি. এম. নায়ার — (২) জাস্টিস পার্টি
উপবিভাগ ২.৩: সত্য বা মিথ্যা নির্ণয় করো
২.৩.১ 'নারীশিক্ষা ভাণ্ডার' তহবিল গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তর: সত্য।
২.৩.২ জে. ব্রানসনের নেতৃত্বে গঠিত হয় 'ডিফেন্স অ্যাসোসিয়েশন'।
উত্তর: সত্য।
২.৩.৩ রাধানাথ শিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা নিরুপণ করেন।
উত্তর: সত্য।
২.৩.৪ কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন স্বামী সহজানন্দ সরস্বতী।
উত্তর: মিথ্যা (এ.কে. ফজলুল হক প্রতিষ্ঠা করেন)।
উপবিভাগ ২.৪: প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো
২.৪.১ থেকে ২.৪.৪ মানচিত্র স্থান চিহ্নিতকরণ
মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে:
- ২.৪.১ মুন্ডা বিদ্রোহের এলাকা - রাঁচি (ছোটনাগপুর)।
- ২.৪.২ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র - মিরাট (উত্তর প্রদেশ)।
- ২.৪.৩ জালালাবাদের মুক্তিযুদ্ধের কেন্দ্র - চট্টগ্রাম (বাংলাদেশ)।
- ২.৪.৪ দেশীয় রাজ্য - জুনাগড় (গুজরাট)।
উপবিভাগ ২.৫: নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো
২.৫.১ বিবৃতি: ১৮৭২ খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করে।
উত্তর: ব্যাখ্যা-৩: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা ও বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
২.৫.২ বিবৃতি: বাংলায় মহাবিদ্রোহ বিস্তারলাভ করেনি।
উত্তর: ব্যাখ্যা-১: বাংলার বুদ্ধিজীবী সমাজ এই বিদ্রোহের বিরোধিতা করেছিল।
২.৫.৩ বিবৃতি: বিহারের কৃষকরা 'বখস্ত' আন্দোলন করেছিল।
উত্তর: ব্যাখ্যা-২: খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য।
২.৫.৪ বিবৃতি: বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা ছিল 'স্বনিয়োজিত প্রচারক'।
উত্তর: ব্যাখ্যা-২: ছাত্ররা স্বেচ্ছায় এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।