বিভাগ 'ক' : সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (১ x ২০ = ২০)
১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে-
ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
ঘ) পর্তুগিজরা
উত্তর: ক) ইংরেজরা
১.২ "রয়্যাল বায়োস্কোপ কোম্পানী" থেকে প্রথম বাংলা সিনেমা তৈরি হয়-
ক) রাজা হরিশচন্দ্র
খ) পুণ্ডলিক
গ) বিল্বমঙ্গল
ঘ) একেই বলে শুটিং
উত্তর: গ) বিল্বমঙ্গল
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন-
ক) উমেশচন্দ্র দত্ত
খ) শিশির কুমার ঘোষ
গ) সন্তোষ কুমার দত্ত
ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর: ক) উমেশচন্দ্র দত্ত
১.৪ ভগবতী বিদ্যালয় তৈরি হয়-
ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তর: ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন-
ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
খ) স্বামী বিবেকানন্দ
গ) শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
ঘ) রামমোহন রায়
উত্তর: গ) শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
১.৬ ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন-
ক) চুয়াড়
খ) কোল
গ) সাঁওতাল
ঘ) সন্ন্যাসী ও ফকির
উত্তর: ঘ) সন্ন্যাসী ও ফকির
১.৭ দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক-
ক) ব্লেয়ার কিং
খ) টনি ব্লেয়ার
গ) মধুসূদন দত্ত
ঘ) জেমস্ লঙ
উত্তর: ক) ব্লেয়ার কিং (Blair B. Kling)
১.৮ "এইটিন ফিফটি সেভেন" গ্রন্থটি রচনা করেন-
ক) ড. রমেশ চন্দ্র মজুমদার
খ) ড. সুরেন্দ্রনাথ সেন
গ) ড. শশীভূষণ চৌধুরী
ঘ) ড. সুশোভন সরকার
উত্তর: খ) ড. সুরেন্দ্রনাথ সেন
১.৯ প্রথম ভারত সচিব ছিলেন-
ক) টমাস মেকলে
খ) জেমস প্রিন্সেপ
গ) আর্ল স্ট্যান্সি
ঘ) আলেকজান্ডার ডাফ
উত্তর: গ) আর্ল স্ট্যান্সি (Stanley)
১.১০ 'গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন-
ক) রথীন্দ্রনাথ ঠাকুরকে
খ) স্বামী বিবেকানন্দকে
গ) মঙ্গল পাণ্ডেকে
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
উত্তর: ক) রথীন্দ্রনাথ ঠাকুরকে
১.১১ ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করে-
ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
ঘ) পর্তুগীজরা
উত্তর: ঘ) পর্তুগীজরা
১.১২ বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়-
ক) ১৮১২ খ্রিস্টাব্দে
খ) ১৮২০ খ্রিস্টাব্দে
গ) ১৮২৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ১৮২৫ খ্রিস্টাব্দে
১.১৩ কুনবি হল-
ক) উত্তরপ্রদেশের কৃষক
খ) পঞ্জাবের কৃষক
গ) বাংলার কৃষক
ঘ) গুজরাটের কৃষক
উত্তর: ঘ) গুজরাটের কৃষক
১.১৪ বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান-
ক) বারদৌলি সত্যাগ্রহের পর
খ) খেদা সত্যাগ্রহের পর
গ) রম্পা সত্যাগ্রহের পর
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) বারদৌলি সত্যাগ্রহের পর
১.১৫ ভারতে প্রথম মে দিবস পালিত হয়-
ক) কলকাতায়
খ) মাদ্রাজে
গ) দিল্লীতে
ঘ) লাহোরে
উত্তর: খ) মাদ্রাজে (১৯২৩ খ্রিস্টাব্দে)
১.১৬ "ভারতের বুলবুল" নামে পরিচিত-
ক) অ্যানি বেসান্ত
খ) অরুণা আসফ আলি
গ) মাদাম কামা
ঘ) সরোজিনী নাইডু
উত্তর: ঘ) সরোজিনী নাইডু
১.১৭ "রাষ্ট্রীয় স্ত্রী সংঘ" প্রতিষ্ঠা করেন-
ক) নেলী সেনগুপ্ত
খ) বাসন্তী দেবী
গ) সরোজিনী নাইডু
ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর: গ) সরোজিনী নাইডু
১.১৮ মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন-
ক) নারায়ণ গুরু
খ) ভীমরাও আম্বেদকর
গ) গান্ধিজী
ঘ) রামস্বামী নাইকার
উত্তর: ঘ) রামস্বামী নাইকার
১.১৯ হাসান আজিজুল হক রচিত গ্রন্থটি হল-
ক) স্বাধীনতার স্বাদ
খ) সেদিনের কথা
গ) আগুন পাখি
ঘ) উদ্বাস্তু
উত্তর: গ) আগুন পাখি
১.২০ কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়-
ক) ১৯৫০ খ্রিষ্টাব্দে
খ) ১৯৫২ খ্রিষ্টাব্দে
গ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে
উত্তর: ক) ১৯৫০ খ্রিষ্টাব্দে
বিভাগ 'খ' : প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও
উপবিভাগ ২.১: একটি বাক্যে উত্তর দাও
২.১.১ 'টোয়িন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম' গ্রন্থের লেখক কে?
উত্তর: বোরিয়া মজুমদার।
২.১.২ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কী?
উত্তর: উদ্বোধন।
২.১.৩ সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।
২.১.৪ বাংলায় প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়নটির নাম কী?
উত্তর: প্রিন্টার্স ইউনিয়ন (১৯০৫)।
উপবিভাগ ২.২: ঠিক বা ভুল নির্ণয় করো
২.২.১ ১৮৬৩ খ্রিঃ লন্ডনে মেট্রোরেল স্থাপিত হয়।
উত্তর: ঠিক।
২.২.২ রামমোহন রায় কে 'রাজা' উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর।
উত্তর: ঠিক।
২.২.৩ সাঁওতাল বিদ্রোহের শ্লোগান ছিল 'চল চল ভাগনাডিহি'।
উত্তর: ভুল (সাঁওতালরা ভাগনাডিহিতে জমায়েত হয়েছিল, কিন্তু এটি মূল স্লোগান ছিল না)।
২.২.৪ 'ফাইটিং মুনসেফ' নামে পরিচিত ছিলেন প্যারিমোহন বন্দ্যোপাধ্যায়।
উত্তর: ঠিক।
উপবিভাগ ২.৩: 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলানো সমাধান:
- ২.৩.১ তারকনাথ পালিত — (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটউট
- ২.৩.২ মহেন্দ্রলাল সরকার — (ঘ) জাতীয় বিজ্ঞানচর্চার জনক
- ২.৩.৩ লালা লাজপৎ রাই — (খ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- ২.৩.৪ মহাত্মা গান্ধী — (ক) হরিজন আন্দোলন
উপবিভাগ ২.৪: মানচিত্র চিহ্নিতকরণ
২.৪.১ থেকে ২.৪.৪ মানচিত্র স্থান চিহ্নিতকরণ
মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে:
- ২.৪.১ বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র - বারাসাত।
- ২.৪.২ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র - যশোর।
- ২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - দিল্লী।
- ২.৪.৪ দেশীয় রাজ্য - জুনাগড়।
উপবিভাগ ২.৫: বিবৃতি ও ব্যাখ্যা
২.৫.১ বিবৃতি: উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
উত্তর: ব্যাখ্যা ৩: এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.২ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিঃ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
উত্তর: ব্যাখ্যা ৩: দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য।
২.৫.৩ বিবৃতি: ইতিহাসে বীণা দাসের নাম স্মরণীয়।
উত্তর: ব্যাখ্যা ৩: স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার (চেষ্টা) জন্য।
২.৫.৪ বিবৃতি: আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়।
উত্তর: ব্যাখ্যা ৩: আন্দোলনে কৃষিকর মকুবের বিষয়টিতে জোর দেওয়া হয়।