বিভাগ 'ক' : সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (১ x ২০ = ২০)
১.১ ভারতীয় চলচ্চিত্রের 'জনক' বলা হয়-
ক) হীরালাল সেন-কে
খ) ঋত্বিক ঘটক-কে
গ) দাদাসাহেব ফালকে-কে
ঘ) সত্যজিৎ রায়-কে
উত্তর: গ) দাদাসাহেব ফালকে-কে
১.২ 'নারী দিবস' হিসেবে পালিত হয়-
ক) ৫ মার্চ
খ) ৫ জুলাই
গ) ৮ মার্চ
ঘ) ৮ জুলাই
উত্তর: গ) ৮ মার্চ
১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
খ) গিরিশ চন্দ্র ঘোষ
গ) দীনবন্ধু মিত্র
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: খ) গিরিশ চন্দ্র ঘোষ
১.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বেমানান নামটি হল-
ক) রাজা রামমোহন রায়
খ) কালিপ্রসন্ন সিংহ
গ) ডেভিড হেয়ার
ঘ) ড্রিংক ওয়াটার বেথুন
উত্তর: খ) কালিপ্রসন্ন সিংহ
১.৫ উনিশ শতকে বাংলার নবজাগরণ-কে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন-
ক) বিনয় ঘোষ
খ) যদুনাথ সরকার
গ) অনিল শীল
ঘ) অনিরুদ্ধ রায়
উত্তর: গ) অনিল শীল
১.৬ মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল-
ক) ১৮৯০ খ্রিঃ
খ) ১৮৯৫ খ্রিঃ
গ) ১৮৯৯ খ্রিঃ
ঘ) ১৯০০ খ্রিঃ
উত্তর: গ) ১৮৯৯ খ্রিঃ
১.৭ 'হিন্দুস্থানের যাযাবরদের পেশাদারি উপদ্রব দস্যুতা ও ডাকাতি'- বলা হয়-
ক) চুয়াড় বিদ্রোহকে
খ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে
গ) কোল বিদ্রোহকে
ঘ) ফরাজি আন্দোলনকে
উত্তর: খ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে
১.৮ 'Eighteen fifty seven' গ্রন্থটি রচনা করেন-
ক) ডঃ রমেশ চন্দ্র মজুমদার
খ) ডঃ সুরেন্দ্রনাথ সেন
গ) ডঃ শশীভূষণ চৌধুরী
ঘ) ডঃ সুশোভন সরকার
উত্তর: খ) ডঃ সুরেন্দ্রনাথ সেন
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-
ক) জমিদার সভা
খ) ভারত সভা
গ) ইন্ডিয়ান লিগ
ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তর: ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১০ প্রথম ভারত সচিব ছিলেন-
ক) টমাস মেকলে
খ) জেমস প্রিন্সেপ
গ) লর্ড স্ট্যানলি
ঘ) আলেকজান্ডার
উত্তর: গ) লর্ড স্ট্যানলি
১.১১ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল-
ক) দিগ্দর্শন
খ) সমাচার দর্পণ
গ) ক্যালকাটা গেজেট
ঘ) বেঙ্গল গেজেট
উত্তর: ক) দিগ্দর্শন
১.১২ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন-
ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
খ) সতীশচন্দ্র বসু
গ) রাসবিহারী ঘোষ
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: গ) রাসবিহারী ঘোষ
১.১৩ 'নিজ খামারে ধান তোলো' কোন্ আন্দোলনের সঙ্গে এই শ্লোগানটি যুক্ত?
ক) তেভাগা
খ) চম্পারণ
গ) খেড়া
ঘ) আইন অমান্য
উত্তর: ক) তেভাগা
১.১৪ 'ওয়ার্কাস এন্ড পেজেন্টস পার্টি' যুক্ত ছিল-
ক) রাওলাট সত্যাগ্রহে
খ) অসহযোগ আন্দোলনে
গ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
ঘ) বারদৌলি সত্যাগ্রহে
উত্তর: গ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
১.১৫ বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন-
ক) মুজাফ্ফর আহমেদ
খ) আচার্য নরেন্দ্র দেব
গ) লালা হরদয়াল
ঘ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
উত্তর: ক) মুজাফ্ফর আহমেদ
১.১৬ ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলায় 'অরন্ধন দিবস' পালনের ডাক দেন-
ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) শচীন্দ্র প্রসাদ বসু
উত্তর: খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-
ক) অনুশীলন সমিতি
খ) গদর দল
গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
উত্তর: গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
১.১৮ কলকাতায় 'রশিদ আলি দিবস' পালিত হয়-
ক) ১৯৪৬ খ্রিঃ ১১ ফেব্রুয়ারি
খ) ১৯৪৬ খ্রিঃ ১২ ফেব্রুয়ারি
গ) ১৯৪৬ খ্রিঃ ১৩ ফেব্রুয়ারি
ঘ) ১৯৪৬ খ্রিঃ ১৪ ফেব্রুয়ারি
উত্তর: খ) ১৯৪৬ খ্রিঃ ১২ ফেব্রুয়ারি
১.১৯ 'একাত্তরের ডায়েরী' কী ধরনের গ্রন্থ?
ক) জীবন স্মৃতি
খ) স্মৃতিকথা
গ) আত্মজীবনী
ঘ) পৌরাণিক
উত্তর: খ) স্মৃতিকথা
১.২০ 'সরকারি ভাষা কমিশন' গঠিত হয়-
ক) ১৯৫৩ খ্রিঃ
খ) ১৯৫৫ খ্রিঃ
গ) ১৯৫৭ খ্রিঃ
ঘ) ১৯৫৯ খ্রিঃ
উত্তর: খ) ১৯৫৫ খ্রিঃ
বিভাগ 'খ' : প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও
উপবিভাগ ২.১: ঠিক বা ভুল নির্ণয় করো
২.১.১ দুর্জন সিংহ ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা।
উত্তর: ঠিক।
২.১.২ ভারত মাতা চিত্রটির পূর্বনাম ছিল বঙ্গমাতা।
উত্তর: ঠিক।
২.১.৩ ভারতছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি।
উত্তর: ঠিক।
২.১.৪ ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হলে আম্বেদকর আমরণ অনশন করেন।
উত্তর: ভুল (গান্ধীজি অনশন করেছিলেন)।
উপবিভাগ ২.২: একটি বাক্যে উত্তর দাও
২.২.১ একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তর: 'যশোহর খুলনার ইতিহাস' (সতীশচন্দ্র মিত্র)।
২.২.২ বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ফেলিক্স কেরি (Felix Carey)।
২.২.৩ হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উত্তর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)।
২.২.৪ মতুয়া ধর্ম বা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হরিচাঁদ ঠাকুর।
উপবিভাগ ২.৩: 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলানো সমাধান:
- ২.৩.১ নববর্ষের স্বপ্ন — (গ) সরলা দেবী চৌধুরানী
- ২.৩.২ লাঙ্গল — (ক) কাজী নজরুল ইসলাম
- ২.৩.৩ মীরাট ষড়যন্ত্র — (ঘ) মুজাফ্ফর আহমেদ
- ২.৩.৪ ভয়েস অফ ফ্রিডম — (খ) উষা মেহতা
উপবিভাগ ২.৪: মানচিত্র চিহ্নিতকরণ
২.৪.১ থেকে ২.৪.৪ মানচিত্র স্থান চিহ্নিতকরণ
মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে:
- ২.৪.১ মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র - কানপুর।
- ২.৪.২ বাংলায় ওয়াহাবী আন্দোলনের একটি কেন্দ্র - বারাসাত।
- ২.৪.৩ পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র।
- ২.৪.৪ দেশীয় রাজ্য - জুনাগড়।
উপবিভাগ ২.৫: বিবৃতি ও ব্যাখ্যা
২.৫.১ বিবৃতি: আত্মজীবনী ও স্মৃতিকথা হল এক ধরনের সাহিত্য।
উত্তর: ব্যাখ্যা ১: যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন।
২.৫.২ বিবৃতি: বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়।
উত্তর: ব্যাখ্যা ৩: তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে।
২.৫.৩ বিবৃতি: গঙ্গাকিশোর ভট্টাচার্য্য-এর নাম বাংলার ইতিহাসে এখনো উজ্জ্বল হয়ে আছে।
উত্তর: ব্যাখ্যা ১: তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা।
২.৫.৪ বিবৃতি: ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬শে অক্টোবর কাশ্মীর 'ভারতভুক্তির দলিল'-এ স্বাক্ষর করে।
উত্তর: ব্যাখ্যা ১: পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়।