Model Activity Task |
Model Activity Task Class 9 Geography Question and Answers Part 2
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download Click here
Question And Answers:
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই জীবকুলের আবাসস্থল’ – বক্তব্যটির যথার্থতা বিচার করাে।
উ:
2. চিত্রসহ দিন-রাত্রির দৈর্ঘ্যের হাসবৃদ্ধির সংঘটন বর্ণনা করাে।
উ:
৩. প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
উ:
পার্থক্যের বিষয় | চিরাচরিত প্রচলিত শক্তি | অচিরাচরিত/অপ্রচলিত শক্তি |
---|---|---|
যেসব শক্তি আধুনিক সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাদের প্রচলিত শক্তি বলে। উদাহরণ : তাপবিদ্যুৎ,জলবিদ্যুৎ ও পরিমাণবিক বিদ্যুৎ। | যেসব শক্তি খুব কম পরিমাণে ব্যবহৃত হয় বা যাদের ব্যবহারের প্রচলন কম তাদের অপ্রচলিত শক্তি বলে। উদাহরণ : সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি | |
উৎস | খনিজ শক্তি সম্পদ হল প্রচলিত শক্তির প্রধান উৎস। উদাহরণ : কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, অপ্রচলিত শক্তির প্রধান উৎস। | প্রাকৃতিক অফুরন্ত প্রবহমান শক্তিই হল | উদাহরণ :সূর্যকিরণ, ইউরেনিয়াম, থােরিয়াম প্রভৃতি। |
দূষণ | জলবিদ্যুৎ ছাড়া প্রচলিত শক্তি উৎপাদনে পরিবেশ পুষিত হয়। উদাহরণ : তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ উদাহরণ : কোনাে প্রকার দূষণ ঘটে না। | এইপ্রকার শক্তির উৎপাদন পরিবেশ দুষণমুক্ত। উৎপাদনে পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয়। |
৪. সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখাে।
উ: অপ্রচলিত শক্তি সম্পদের প্রধান সুবিধাগুলি হল :
পুনর্ভব সম্পদ : অচিরাচরিত শক্তির উৎসসমূহ প্রকৃতির অপ্রস্ত পুনর্ভবসম্পদ থেকে উৎপন্ন হয় বলে এগুলি বহুব্যবহারেও নিঃশেষিত হয়না।
পরিবেশ দূষণ মুক্ত : জলবিদ্যুৎ ব্যতীত চিরাচরিত শক্তি সম্পদ পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করলে পরিবেশ দূষিত হয়। কিন্তু বিন্দু প্রাকৃতিক শক্তি সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন পরিবেশ দূষণমুক্ত।
স্বল্প উৎপাদন ব্যয় : চিরাচরিত শক্তির উৎসসমূহ(ব্যতিক্রম জলবিদ্যুৎ) খনি থেকে আহরণরতে হয় বলে আহরণ ব্যয় বেশি। এ ছাড়া বিদ্যুৎ কেন্দ্রে বয়ে নিয়ে যেতে হয় বলে পরিবহণ ব্যয়ও বেশি। ফলে চিরাচরিত শক্তির উৎপাদন ব্যয় বেশি পড়ে। কিন্তু বিকল্প প্রাকৃতিক শক্তি ও অপ্রচলিত শক্তির উৎস ভূপৃষ্ঠের সর্বত্রই সহজলভ্য এবং পরিবহণের কোনাে প্রয়ােজন হয়নালেএর উৎপাদন ব্যয় অত্যন্ত কম।
স্বল্প বাজার দর : অপ্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অত্যন্ত কম বলে এর বাজার দর অনেক কম। সূলভ প্রাপ্তি : চিরাচরিত শক্তি বা খনিজ সম্পদ ভূপৃষ্ঠের সর্বত্র পাওয়া যায় না। কিন্তু অপ্রচলিত শক্তির উৎস পৃথিবীর প্রায় সর্বত্রই সহজলভ্য।
নিরাপদ ব্যবহার: চিরাচরিত শক্তির তুলনায় অপ্রচলিত শক্তির ব্যবহার অনেক বেশি সােজাও নিরাপদ। স্বল্প মূলধন : অচিরাচরিত শক্তি মুদ্রাকারে ব্যবহার করা হয় বলে এই প্রকার শক্তি উৎপাদনে প্রচুর মূলধনের প্রয়ােজন হয় না।
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2
No comments:
Post a Comment