Breaking

model activity task class 9 2021 history part 1


model activity task class 9 history part 1 pdf model activity task class 9 history part 1 answers model activity task class 9 history part 2 2021 model activity task class 9 history 2021 model activity task class 7 history part 1 model activity task class 9 history pdf model activity task class 10 history part 1
model activity task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।


Model Activity Task Class 9 history Question and Answers Part 1
  


PDF Download :


Model Activity Task Class 9 Questions PDF Download Click here


Question And Answers:


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. ফরাসি বিপ্লব কীভাবে সামন্ততন্ত্রের বিলােপ ঘটিয়েছিল ?

উ: ফরাসি সমাজ ছিল ত্রিস্তর বিশিষ্ট। শ্রেণিবিভক্ত এই সমাজ বিশেষ অধিকারভােগী ও অধিকারহীন—এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল। অভিজাতরা নানা প্রকার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষ অধিকার ভােগ করত:অথচ এদের কোন কর দিতে হতে হত না।অপরদিকে সবরকম সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল অন্যায়, অত্যাচার ও শোষণের শিকার। তাদের নানা ধরনের করভার বহন করতে হত।

  ১৭৯১-এর সংবিধান সভা সবরকম সামতান্ত্রিক অধিকারের বিলুপ্তি ঘটায়।ফ্রান্সের মাটিতেই সর্বপ্রথম সামন্তপ্রথার সমাধি রচিত হয় এবং কালক্রমে এই ভাবধারা ইউরােপের অন্যান্য দেশে সম্প্রসারিত হয়।


২. ‘সন্ত্রাসের রাজত্ব’ নামকরণ কতটা যুক্তিযুক্ত ?

উ: 


৩. নীচের প্রতিটি বিষয় ব্যক্তি সম্পর্কে একটি করে বাক্য লেখ—

উ:  ক) আঁসিয়া রেজিম : ১৭৮৯ খ্রিস্টাবদে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী যুগের ফরাসি সমাজ ব্যবস্থাকেই বলা হয় অাঁসিয়াঁ রেজিম।

  খ) লেতর-দ্য-ক্যাশে : ফ্রান্সের রাজার স্বাক্ষর করা এক গ্রেফতারি পরােয়ানা, যার বিরুদ্ধে কোনাে আবেদন করা যেত না।

  গ) সাকুলােৎ : ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির সবচাইতে নীচের সারিতে ছিল সাঁকুলােৎরা।

  ঘ) রােবসপিয়র : ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক এবং সন্ত্রাসের রাজত্বের কর্ণধার।


৪. উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে -

উ:  

যুদ্ধবিবাদমান পক্ষসময়কালফলাফল
ট্রাফালগারের যুদ্ধইংল্যান্ড vs ফ্রান্স-স্পেন21 October, 1805এই যুদ্বে ইংল্যান্ড জয়লাভ করে। নেপােলিয়ন ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা বাতিল করেন।
লিপজিগের যুদ্ধরাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রশিয়া, সুইডেন ফ্রান্স

 16-19 October, 1813



নেপােলিয়নের পরাজয় | কনফেডারেশন অব রাইন ভেঙে যায়।

ওয়াটারলুর যুদ্ধইংল্যান্ড vs ফ্রান্স18 June, 1815

ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটনের কাছে নেপােলিয়নের পরাজয়।


উ: 

Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here



Others Subjects

Model Activity Task Apk Download
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2

No comments:

Post a Comment