model activity task |
Model Activity Task Class 9 history Question and Answers Part 1
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download Click here
Question And Answers:
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. ফরাসি বিপ্লব কীভাবে সামন্ততন্ত্রের বিলােপ ঘটিয়েছিল ?
উ: ফরাসি সমাজ ছিল ত্রিস্তর বিশিষ্ট। শ্রেণিবিভক্ত এই সমাজ বিশেষ অধিকারভােগী ও অধিকারহীন—এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল। অভিজাতরা নানা প্রকার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষ অধিকার ভােগ করত:অথচ এদের কোন কর দিতে হতে হত না।অপরদিকে সবরকম সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল অন্যায়, অত্যাচার ও শোষণের শিকার। তাদের নানা ধরনের করভার বহন করতে হত।
১৭৯১-এর সংবিধান সভা সবরকম সামতান্ত্রিক অধিকারের বিলুপ্তি ঘটায়।ফ্রান্সের মাটিতেই সর্বপ্রথম সামন্তপ্রথার সমাধি রচিত হয় এবং কালক্রমে এই ভাবধারা ইউরােপের অন্যান্য দেশে সম্প্রসারিত হয়।
২. ‘সন্ত্রাসের রাজত্ব’ নামকরণ কতটা যুক্তিযুক্ত ?
উ:
৩. নীচের প্রতিটি বিষয় ব্যক্তি সম্পর্কে একটি করে বাক্য লেখ—
উ: ক) আঁসিয়া রেজিম : ১৭৮৯ খ্রিস্টাবদে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী যুগের ফরাসি সমাজ ব্যবস্থাকেই বলা হয় অাঁসিয়াঁ রেজিম।
খ) লেতর-দ্য-ক্যাশে : ফ্রান্সের রাজার স্বাক্ষর করা এক গ্রেফতারি পরােয়ানা, যার বিরুদ্ধে কোনাে আবেদন করা যেত না।
গ) সাকুলােৎ : ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির সবচাইতে নীচের সারিতে ছিল সাঁকুলােৎরা।
ঘ) রােবসপিয়র : ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক এবং সন্ত্রাসের রাজত্বের কর্ণধার।
৪. উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে -
উ:যুদ্ধ | বিবাদমান পক্ষ | সময়কাল | ফলাফল |
---|---|---|---|
ট্রাফালগারের যুদ্ধ | ইংল্যান্ড vs ফ্রান্স-স্পেন | 21 October, 1805 | এই যুদ্বে ইংল্যান্ড জয়লাভ করে। নেপােলিয়ন ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা বাতিল করেন। |
লিপজিগের যুদ্ধ | রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রশিয়া, সুইডেন ফ্রান্স | 16-19 October, 1813 | নেপােলিয়নের পরাজয় | কনফেডারেশন অব রাইন ভেঙে যায়। |
ওয়াটারলুর যুদ্ধ | ইংল্যান্ড vs ফ্রান্স | 18 June, 1815 | ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটনের কাছে নেপােলিয়নের পরাজয়। |
উ:
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2
No comments:
Post a Comment