Breaking

model activity task class 9 history part 2


model activity task class 9 history part 2
model activity task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 9 History Question and Answers Part 2 


PDF Download :


Model Activity Task Class 9 Questions PDF Download Click here


Question And Answers:


অধ্যায়

১. ফরাসি বিপ্লবের কয়েকটি দিক।

২. বিপ্লবী আদর্শ, নেপােলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ


ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (৩ - ৪ টি বাক্যে)

১. চতুর্দশ লুইয়ের ‘আমিই রাষ্ট্র’ উক্তিটি বুরবে রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে?

২. ইউরােপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কীভাবে নেপােলিয়নের পতনকে তরান্বিত করেছিল?

উ:  ১৮১৩ সালের এশিয়া ও রাশিয়া একত্রিত হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবাধেই আবার ইংল্যান্ড রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেনকে নিয়ে ভাবার জোট তৈরি করে। দক্ষিণ দিক থেকে বাশিয়া ও প্রাশিয়া ফ্রাঁসের অভিমুখে যুদ্ধযাত্রা শুরু করা উত্তর দিক থেকে সুইডেনের সেনারা এতে থাকে।

 এই খবর পেয়েই নেপোলিয়ন আ5া হামলা কবে জীবনের শেষ বড় বিজয় অর্জন ! যদিও এ বিজয় ছিল স্বায় বেদন মিত্র শক্তি চতুনিক ছেড়ে নেপোলিয়নকে ঘিরে ফেলে। অকুশেষ নেপোলিয়ন পাইলিংঙ্গ তিন দিন ফুর করে ব্যর্থ অবস্থায় ফ্রান্সে ফিরে যান। এরপর ১৮৯৪ সালে ২ালে মিত্র বাহিনী একত্র হামলা করে ফ্রান্স সফল করে নেয়। ১ এপ্রিল নেপোলিয়ন ২ললে চুক্তির মাধ্যমে সিংহাসন ত্যাগ কর ভূমধ্যসাগরের এলঝাপে হলে যান এভাবেই ইউরেশীয় রাষ্ট্রগুলাের জোটবদ্ধতা নেপোলিয়নের পতন ডেকে এনে


খ) ইউরােপের মানচিত্রে নিম্নোক্ত স্থানগুলি চিহ্নিত করাে।

      প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো

উ: 


গ) নীচের শব্দ গুলি কোনটি পাশের কোন বক্সের মধ্যে বসবে? একটি শব্দ একাধিক বক্সের মধ্যে বসতে পারে।

ঘ) উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটির পূরণ করাে।

উ: 

দার্শনিকগ্রন্থ / রচনাবক্তব্য
রুশাে

১. সােস্যাল কন্ট্রাক্ট

২. ডেনিস দিদেরাে

জনগণই রাষ্ট্র ও সমস্ত সার্বভৌম ক্ষমতার উৎস।

মানুষ স্বাধীনভাবে জন্মলাভেও সে শৃঙলিত।

মন্তেস্কু

১. দ্য স্পিরিট অফ দ্য লস

২. দ্য পার্সিয়ান লেটার্স

বস্তুর প্রকৃতি থেকে উদ্ভূত প্রয়ােজনীয় সম্পর্কই আইন। মন্টেঙ্কু বলেন, প্রতিটা জিনিসেরই নিজস্ব ধর্ম আছে। মন্টের মতে, মানুষ সৃষ্টির সেরা জীব।
ভলতেয়ার

১. লেতর দ্য ফিলজফিক

২. কাঁদিদ

গির্জাই হলাে ধর্মীয় অসহিষ্ণুতা ও কুসংস্কারের উৎস।



Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here



Others Subjects

Model Activity Task Apk Download
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2

No comments:

Post a Comment