model activity task |
Model Activity Task Class 9 Physical Science Question and Answers Part 1
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download Click here
Question:
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. কোনাে তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভৰ x ভোল্ট বলতে কী বােঝায়?
২. কোনাে পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেক্টনের সংখ্যা নির্ণয় কৰে। (ইলেক্ট্রনের আধান 1.6*10*কুল করে নাও)।
৩. কোনাে তড়িৎকোশের তড়িচ্চালক বল (FMF)1.5V বলতে কী বােঝায়?
৪. ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখাে এবং লেখচিত্র অংকন করো।
Question And Answers:
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. কোল তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভৰ x ভােল্ট বলতে কী বােঝায়?
উত্তর: কোন ভড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভােল্ট বলতে বােঝায় অসীম দূর থেকে একটি এক কুলম্ব ধলাক আধান কে ওই বিন্দুতে আলজে এক স্কুল কার্য করতে হবে।
2. কোনাে পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেক্টনের সংখ্যা নির্ণয় কৰে। (ইলেক্ট্রনের আধান 1.6*10*কুল করে নাও)।
উত্তরঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব আথান প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার ভড়িৎ সুবাহ হচ্ছে বলা হয়। তাই এক্ষেত্রে প্রবাহমাত্রা 16 অ্যাশিয়ার। অর্থাৎ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 16 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে।
আমরা জানি, আধান = তড়িৎ প্রবাহ x সময়
প্রতি সেকেন্ডে প্রবাহিত মােট আধান 1.6x10-191.6x10-19 কুলম্ব
একটি ইলেকট্রনের আধান এর মান 1.6x10-191.6x10-19 কুলম্ব
অতএব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত মােট ইলেকট্রন
সংখ্যা =qe=161.6x10-19=ge=161.6x10-19 টি =/1/6/1/76x10-20= /1/6/1/6x10-20 টি =110-20=1020=110-20=1020 টি
৩. কোন তড়িৎ কোষের তড়িচ্চালক বল (EMF) 1.5 V বলতে কী বােঝায়?
উত্তর: কোন তড়িৎ কোষের তড়িচ্চালক বল 1.5 ভোট বলতে বােঝায়, 1 কুলম্ব তড়িৎ আধান কে তড়িৎকোষটির মধ্যে নিম্ন বিত্তৰ ৰা ঋণাত্মক মেরু থেকে উচ্চ বিতৰ বা ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 10 জুল কার্য সস্পাদন করতে হবে।
৪. ওহমের সূত্রটি গাণিতিক রুপ লেখ এবং লেখচিত্র অঙ্কন করাে।
উত্তর : ওমের সূত্র অনুযায়ী,
V=IR [= বিভব প্রভেদ, I= তড়িৎ প্রবাহমাত্রা, R= পরিবাহীর রােধ ]
ওহমের সূত্রের ।- লেখচিত্র টি একটি মূলবিন্দুগামী সরলরেখা। লেখচিত্র টি নিচে দেওয়া হল:
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2
No comments:
Post a Comment