Breaking

Model Activity Task Class 9 Geography Question and Answers Part 1


model activity task class 9 geography part 3 model activity task class 9 geography part 2 answer model activity task class 9 geography part 1 2 3 model activity task class 9 2021 geography part 1 class 9 model activity task geography model activity task class 9 2021 geography part 2 class 9 model activity task history model activity task class 9 english part 1
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 9 Geography Question and Answers Part 1 


PDF Download :


Model Activity Task Class 9 Questions PDF Download Click here


Question And Answers:


নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও।

উ: 


২. যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ ব্যাখ্যা করাে।

উ:  নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় এর প্রধান কারণ দু’টি--- (i) পৃথিবীপৃষ্ঠে কল্পিত সমাক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষবৃত্তইসব থেকে বড়াে। (ii) নিরক্ষবৃত্তের কেন্দ্রটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। (ii) অন্যান্য সমাক্ষরেখার কেন্দ্রগুলি মেরুরেখার ওপর অবস্থিত হলেও এগুলি পৃথিবীর ভরকেন্দ্র নয়। (iv) নিরক্ষবৃত্তের কেন্দ্র হল পৃথিবীর ভরকেন্দ্র। (v) আমাদের পৃথিবীতে নিরক্ষবৃত্তের চেয়েবড়াে বৃত্ত রচনা করা যায় না। এসব কারণে নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলা হয়।


৩. ভূজালকের সাহায্যে কীভাবে পৃথিবীপৃষ্ঠে কোনাে স্থানের অবস্থান নির্ণয় করা হয়?

উ:  



8. ১৮০° দ্রাঘিমারেখাকে সম্পূর্ণ অনুসরণ করে মানচিত্রে আন্তর্জাতিক তারিখরেখা অঙ্কন করা হয়নি কেন?

উ:  আন্তর্জাতিক তারিখরেখাকে মােটামুটি 180° দ্রাঘিমারেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হলেও সামান্য কয়েকটি স্থানে এই রেখাটি স্থলভাগের ওপর অবস্থান করছে। এইসব স্থলভাগকে এড়িয়ে চলার জন্য রেখাটিকে কিছুটা পূর্বে বা পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে।

 যেমন—উত্তরাংশে এই রেখাকে সাইবেরিয়ার উত্তর-পূর্বাংশে কিছুটা পূর্বে, 0 অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের নিকট 7° পশ্চিমে ও ৯ দক্ষিণদিকে চ্যাথান, ফিজি প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11° পূর্বে বাঁকিয়ে স্থলভাগকে এড়িয়ে সম্পূর্ণরূপে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। তা না করলে এই রেখার দু'দিকে একই দেশের দুরকম সময় নির্দেশ করত। এতে বার নিয়ে অসুবিধা দেখা দিত। 1990 সালে কিরিবাটি দ্বীপসমূহ(লাইন আইল্যান্ড, গিলিবার্ট ও ফোনেক্স সংযুক্ত হওয়ায়) এখানে 180° দ্রাঘিমারেখাকে পূর্বদিকে 35°বাঁকানাে হয়েছে।



Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here



Others Subjects

Model Activity Task Apk Download
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2

No comments:

Post a Comment