Model Activity Task Class 9 Life Science Answer (part-1)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে। তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলো ভালো করে প্র্যাকটিস করবে।



Others Subjects

Model Activity Task Apk Download
বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2


Model Activity Task Class 9 Life Science Answer (part-1)
1. মাইটোকনড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করাে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে: (ক) অন্তঃপর্দা    (খ) বহিঃপর্দা    (গ) ক্রিস্টি    (ঘ) অক্সিজোম
উওর:  
2. নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মােনেরা ও প্ল্যাণ্টি রাজ্যের পার্থক্য লেখাে – (ক) কোশ ও কোশীয় সংগঠনের প্রকৃতি (খ) বাস্তুতান্ত্রিক ভূমিকা।    হাঙর যে শ্রেণির অন্তর্গত সেই শ্রেণির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উওর:  
তুলনার বিষয় মােনেরা প্ল্যাণ্টি
কোশের প্রকার প্রােক্যারিওটিক ইউক্যারিওটিক
কোশপ্রাচীর উপস্থিত, সেলুলােজবিহীন তবে বহুশর্করা এবং অ্যামিনাে অ্যাসিড বর্তমান উপস্থিত, সেলুলােজযুক্ত
দেহ সংগঠনের প্রকৃতি এককোশীয় বহুকোশীয়, কলা এবং অঙ্গ বর্তমান
নিউক্লিয় পর্দা অনুপস্থিত উপস্থিত


    [1] এদের দেহ দ্বি-পাশ্বীয়ভাবে প্রতিসম এবং এরা শীতল রক্তের প্রাণী।
    [2] কঙ্কালতন্ত্র তরুণাস্থি দ্বারা নির্মিত, সমগ্র দেহ প্ল্যাকয়েড নামক আণুবীক্ষণিক আঁশ দিয়ে আবৃত।
    [3] দেহে 5-7 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান ও ফুলকাগুলি কোনাে ঢাকনা বা কানকো দিয়ে ঢাকা থাকে না। অর্থাৎ কানকো অনুপস্থিত। দেহে বায়ুথলিও অনুপস্থিত।
    [4] পাখনা রশ্মিযুক্ত, জোড় ও বিজোড় পাখনা থাকে। পুচ্ছ পাখনা হেটেরােসার্কুল প্রকৃতির অর্থাৎ ল্যাজের খণ্ড দুটি অসমান।
3. সিউডােসিলােমযুক্ত একটি প্রাণীর নাম লেখাে এবং ঐ প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখাে। আরশােলার আথ্রোপােডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও।
উওর:  সিউডােসিলােমযুক্ত একটি প্রাণীর নাম গোলকৃমি।

    নিমাটোডা বা অ্যাস্কেলমিনথেস পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য :-
    [1] এদের দেহ দীর্ঘ নলাকার, দ্বি-পার্শ্বীয়ভাবে প্রতিসম। দেহ ত্রিস্তরীয় বা ট্রিপ্লোব্লাস্টিক। অর্থাৎ, এক্টোডার্ম, মেসােডার্ম ও এন্ডােডার্ম বিশিষ্ট হয়।
    [2] এদের দেহ গহুরকে ছদ্ম-সিলােম বা সিউডােসিলােম বলে। দেহগহ্বরে সিউডােসিলােমিক তরল উপস্থিত।
    [3] এদের দেহ খণ্ডকবিহীন কিউটিক্ল দ্বারা আবৃত থাকে। এরা একলিঙ্গ প্রাণী।

    (i) দেহ খণ্ডকযুক্ত, প্রতি দেহখণ্ডকে একজোড়া করে পার্শ্বীয় সন্ধিল উপাঙ্গ আছে।
   (ii) কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা দেহ ঢাকা।
   (iii) রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমােসিল আছে, রক্তসংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির, অধিকাংশ প্রাণীর পুঞ্জাক্ষি আছে।
4. মানবদেহে ভিটামিন A ও ভিটামিন D-এর ভূমিকা উল্লেখ করাে। ভাজক কলার বৈশিষ্ট্য লেখাে।
উওর:  পাখনার ভূমিকা : ভিটামিন A ভূমিকা : (i) এই ভিটামিন প্রাণীদের বৃদ্ধিতে সহায়তা করে।
    (ii) রেটিনার রডকোশ গঠনে সহায়তা করে এবং রাতকানা রােগ প্রতিরােধ করে।
    (iii) রােগ-সংক্রমণ প্রতিরােধ করে।
    (iv) স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
    (v) শ্লেষ্ম সংশ্লেষ করে
    (vi) জারণ প্রতিরােধ করে।

    ভিটামিন D ভূমিকা : (i) ক্যালশিয়াম এবং ফসফরাস শােষণে সহায়তা করে।
    (ii) অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে।
    (iii) ফসফরাস এবং ক্যালশিয়াম-বিপাক নিয়ন্ত্রণ করে।
    (iv) রিকেট রােগ প্রতিরােধ করে।

   ভাজক কলার বৈশিষ্ট্য :(i) ভাজক কলার কোশগুলি ছােটো হয়, এদের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান হয় এবং কোশগুলি গােলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়।
    (ii) কোশগুলির কোশপ্রাচীর পাতলা হয়।
    (iii) কোশগুলি ঘনসন্নিবিষ্টভাবে থাকে এবং এদের মাঝে কোশান্তর রন্থ থাকে না।
    (iv) কোশগুলি ঘন সাইটোপ্লাজম পূর্ণ এবং বড়াে ও স্পষ্ট নিউক্লিয়াসযুক্ত।
    (v) কোশগুলি অপরিণত এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোশ সৃষ্টি করে।
    (vi) কোশগুলিতে সাধারণত ভ্যাকুল থাকে না এবং এদের মধ্যে সঞ্চিত খাদ্য ও রেচন পদার্থ থাকে না।

Other Subjects:

4 comments: