মাধ্যমিক ২০২৬ পরীক্ষার সময়সীমা
বুক রিভিউ ও সাজেশন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ নিবেদন। ষষ্ঠ অধ্যায় ‘বিশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা’ থেকে আমরা বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই পর্বে একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন এবং বামপন্থী ও ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Overview & Study Guide
This post provides a comprehensive study guide for the WBBSE Madhyamik 2026 History exam, focusing specifically on Chapter 6: 'Peasant, Working Class and Leftist Movements in 20th Century India'. We have curated essential questions covering the Eka Movement, Bardoli Satyagraha, Tebhaga Movement, and the role of the Leftists and Trade Union Congress (AITUC) to help you secure top marks.
আমাদের প্রকাশিত বইসমূহ
ষষ্ঠ অধ্যায়: বিশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
- 1. 'Provert and Project' গ্রন্থের লেখক কে? উত্তর: [A] শশীপদ বন্দ্যোপাধ্যায়
- 2. গণবাণী (১৯২৩ খ্রিঃ) পত্রিকার সম্পাদনা করেন- উত্তর: [B] মুজফফর আহমেদ
- 3. সোসালিস্ট পত্রিকার সম্পাদনা করেন- উত্তর: [B] এস. এ ডাঙ্গে
- 4. Red Trade Union Congress প্রতিষ্ঠিত হয়- উত্তর: [B] ১৯৩১ খ্রিঃ
- 5. ন্যাশনাল ইউনিয়ন ফেডারেশন গঠিত হয়- উত্তর: [C] ১৯৩৯ খ্রিঃ
- 6. কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়- উত্তর: [A] ১৯৩৪ খ্রিঃ
- 7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে- উত্তর: [B] ১৯৪৫ খ্রিঃ
- 8. মুসলিম লিগের প্রতিষ্ঠাতা ছিলেন- উত্তর: [A] ঢাকার নবাব সলিমউল্লাহ
- 9. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল- উত্তর: [D] গুজরাতে
- 10. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়- উত্তর: [D] ১৯৩০ খ্রিঃ
- 11. সারা ভারত কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়- উত্তর: [B] ১৯৩৬ খ্রিঃ
- 12. 'গান্ধিবুড়ি' নামে খ্যাত- উত্তর: [A] মাতঙ্গিনী হাজরা
- 13. বুড়িমা নামে পরিচিত ছিলেন- উত্তর: [C] জলপাইগুড়ির দেবীগঞ্জের এক বৃদ্ধ বিধবা
- 14. বেটি কথার অর্থ হল- উত্তর: [A] বেগার শ্রমদান
- 15. লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেস ম্যান গঠন করেন- উত্তর: [A] মানবেন্দ্রনাথ রায়
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. সর্বভারতীয় কৃষাণসভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।
- 2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো। উত্তর: বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্প্র্যাট।
- 3. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? উত্তর: রুশ বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।
- 4. বোম্বাইতে 'Trade Union' শ্রমিক সংস্থাটি কে গঠন করে? উত্তর: বোম্বাইতে 'Trade Union' নামক শ্রমিক সংস্থাটি জোসেফ ব্যাপ্তিস্তা গঠন করেন।
- 5. Public Safety Act কী? উত্তর: Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।
- 6. বেটি প্রথা কী? উত্তর: বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।
- 7. লিগ অব র্যাডিক্যাল কংগ্রেস ম্যান কে কবে গঠন করেন? উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় লিগ অব র্যাডিক্যাল কংগ্রেস ম্যান গঠন করেন।
- 8. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন? উত্তর: মানবেন্দ্রনাথ রায় এই পত্রিকার সম্পাদনা করেন।
- 9. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন? উত্তর: সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।
- 10. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: উত্তরপ্রদেশ বিধানসভা প্রতিষ্ঠিত হয় ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।
- 11. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর: একতা আন্দোলনের নেতৃত্ব দেন মাদারি পাসি।
- 12. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল? উত্তর: কৃষক শ্রমিক দলের মুখপত্র ছিল লাঙ্গল পত্রিকা।
- 13. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়? উত্তর: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় ১৯৩০ খ্রিস্টাব্দে।
- 14. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? উত্তর: আইন অমান্য আন্দোলন ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।
- 15. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়।
- (ক) মানবেন্দ্র রায়ের অপর নাম বিকাশ ভট্টাচার্য। - মিথ্যা
- (খ) 'ধুমকেতু' পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। - সত্য
- (গ) মাদ্রাজ লেবার ইউনিয়ন ভারতে প্রথম শ্রমিক সংগঠন। - সত্য
- (ঘ) বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন এন. জি. রাও - মিথ্যা
- (ঙ) রাশিয়ার তাসখন্দে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। - সত্য
| 'অ' স্তম্ভ | 'আ' স্তম্ভ |
|---|---|
| 1. তেভাগা আন্দোলন | (ক) মালাবার উপকূল |
| 2. রাম্পা বিদ্রোহ | (খ) গোদাবরী উপত্যকা |
| 3. মোপালা বিদ্রোহ | (গ) বিহার |
| 4. বখণ্ড আন্দোলন | (ঘ) দিনাজপুর |
- (ক) অঞ্জুমাস পত্রিকার সম্পাদক ছিলেন ইব্রাহিম খাঁ।
- (খ) _______ সত্যাগ্রহ ছিল গান্ধিজির প্রথম সত্যাগ্রহ। চম্পারেণ।
- (গ) ভারতে প্রকাশিত প্রথম শ্রমিক পত্রিকা হল দ্য সোসালিস্ট।
- (ঘ) 'ইউনিয়ানিস্ট' দল প্রতিষ্ঠা হয় পাঞ্জাবে।
- (ঙ) _______ কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। ফজলুল হক।
- বিবৃতি: ১৯২০ খ্রিঃ অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়েছিল। ব্যাখ্যা-৩: সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির স্বার্থরক্ষার জন্য।
আমাদের প্রকাশিত বইসমূহ
- 1. স্বামী বিবেকানন্দের নেতৃত্বে কোথাকার কৃষকেরা কবে বিদ্রোহ ঘোষণা করেন? উত্তর: ১৯১৯ থেকে ১৯২০ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে 'দ্বারভাঙ্গার' জমিদারের বিরুদ্ধে বিহারের কৃষকেরা বিদ্রোহ ঘোষণা করে।
- 2. জলপাইগুড়ির বুড়িমা বিখ্যাত কেন? উত্তর: বুড়িমা নামে অভিহিত হয়েছিল জলপাইগুড়ি জেলার দেবীগঞ্জ এলাকার এক বৃদ্ধা বিধবা। তিনি ১৯৪৬ খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলনের উত্তরবঙ্গের রাজবংশীয়দের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এক প্রবাদে পরিণত হয়েছিলেন।
- 3. বারদৌলি সত্যাগ্রহ কী? উত্তর: ১৯২৮ খ্রিস্টাব্দে গুজরাতের সুরাত জেলার বারদৌলি 'ভারতের বিসমার্ক' নামে খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষক চাষিরা খাজনা না দেওয়ার দাবিতে যে আন্দোলন করে তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত।
- 4. রশিদ আলি দিবস কী? উত্তর: রশিদ আলির মুক্তির দাবিতে মুসলিম ছাত্রলিগ ১১ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট-এর ডাক দিলে সব ছাত্র সংগঠন এই ধর্মঘটে শামিল হয়। ডালহৌসি স্কোয়ারের দিকে আগুয়ান ছাত্র মিছিলের ওপর পুলিশ গুলি চালায় পরের দিন অর্থাৎ ১৯৪৬-এর ১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস-এর ডাক দেওয়া হয়।
- 5. মিরাট ষড়যন্ত্র মামলা কী? উত্তর: ১৯২৮ খ্রিস্টাব্দে কানপুর ষড়যন্ত্র মামলার পরিসমাপ্তির সঙ্গে কমিউনিস্ট নেতাদের দমিয়ে রাখার উদ্দেশ্যে পরের বছর অর্থাৎ ১৯২৯ খ্রিস্টাব্দে ৩১ জন বামপন্থী নেতার বিরুদ্ধে পাঁচ বছর ধরে যে মামলা চলছিল তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলা Judicial Scandal নামে খ্যাত।
- 6. গান্ধিজির মতে ১৯২১ খ্রিস্টাব্দের পবিত্র ঘটনা বলতে কী বোঝো? উত্তর: গান্ধিজি অহিংস আন্দোলনে হিংসার আশ্রয়কে পছন্দ করতেন না। কিন্তু বাবা রামচন্দ্রের রায়বেরিলিতে কৃষক শ্রমিকদের নিয়ে জঙ্গী সংগঠন করার জন্য তৎপর হলে ব্রিটিশ সরকার ১৯২১ খ্রিস্টাব্দে ১০ ফেব্রুয়ারি রামচন্দ্রকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের ঘটনাকে গান্ধিজি পবিত্র ঘটনা বলেছেন।
- 7. ভাগচাষি বলতে কী বোঝ? উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকে ভূস্বামীর জমি ভাড়া নিয়ে যে সমস্ত কৃষক নিজেদের খরচে চাষবাস করত তাদের বলা হত ভাগচাষি।
আমাদের প্রকাশিত বইসমূহ
1. ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস্ পার্টি সম্পর্কে আলোচনা করো।
উত্তর: ব্রিটিশ-বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার ব্যাপারে 'ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস্ পার্টি' শ্রমিক ও কৃষকদের সংঘবদ্ধ করে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে ব্যাপক হারে শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং সরাসরিভাবে কাজ করার ব্যাপারে কমিউনিস্ট পার্টির নানা অসুবিধা থাকার তারা শ্রমিক ও কৃষকদের স্বার্থে ১৯২৫ খ্রিঃ ১ নভেম্বর 'দিল লেবার স্বরাজ পার্টি অব দি ইন্ডিয়ান ন্যাশানাল কংগ্রেস' নামে কলকাতায় একটি সংগঠন গড়ে তোলা হয় পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় 'ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি'।
2. বারদৌলি সত্যাগ্রহণের পরিচয় দাও।
উত্তর: ১৯২৮ খ্রিঃ গুজরাটের সুরাটে বারদৌলি তালুকের কৃষকরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। এই আন্দোলনটিই বারদৌলি সত্যাগ্রহ নামে খ্যাত। ১৯২৮ খ্রিঃ ফেব্রুয়ারিতে বল্লভভাই প্যাটেল বারদৌলিতে আসেন এবং কৃষকদের খাজনা বন্ধ করার শপথ নিতে নির্দেশ দেন। প্যাটেল বারদৌলি তালুকে ১৩টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে অভিজ্ঞ নেতার হাতে আন্দোলন পরিচনালনার ভার দেন। বারদৌলি কৃষকদের বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ করেন এবং তাদের সংঘবদ্ধ অহিংস আন্দোলনের পথ দেখান। তাকে সর্দার উপাধি দেন বারদৌলি নারীরা।
1. আইন অমান্য আন্দোলনর সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো।
ভূমিকা: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ১৯২৯ থেকে ১৯৩১ খ্রিঃ পর্যন্ত আইন অমান্য আন্দোলন এক সবিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। অসহযোগ আন্দোলনের পরে জাতীয় সংগ্রামে দ্বিতীয় বৃহত্তম গণঅভুত্থান হল আইন অমান্য আন্দোলন। সমকালীন ভারতবর্ষের নানা ঘটনাবলি ও ক্ষোভের পরিণতি হল আইন অমান্য আন্দোলন।
আন্দোলনের সূচনা: (i) লবণ সত্যাগ্রহ: সে সময় ভারতবাসীদের স্বহস্তে লবণ তৈরি করা দণ্ডনীয় অপরাধ ছিল। এই অবস্থায় ১৯৩০ খ্রিঃ ১২ মার্চ লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে গান্ধিজি সবরমতী আশ্রম থেকে গুজরাটের সমুদ্রতীরে ডান্ডি অভিমুখে ৭৮ জন সত্যাগ্রহীকে নিয়ে ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেন। ৬ এপ্রিল ডান্ডিতে স্বহস্তে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন এবং আন্দোলনের সূচনা করেন।
গুরুত্ব: (i) এই আন্দোলন ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের পথকে প্রশস্ত করে দেয়। (ii) এই আন্দোলন বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
উপসংহার
প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমাদের এই ‘কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন’ অধ্যায়ের সাজেশন ও প্রশ্নোত্তর তোমাদের প্রস্তুতির জন্য বিশেষ সহায়ক হবে। মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন, বিশেষ করে একা আন্দোলন, তেভাগা আন্দোলন এবং মিরাট ষড়যন্ত্র মামলার মতো বিষয়গুলি মনোযোগ দিয়ে পড়ো। শুধু মুখস্থ না করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, যা তোমাদের ভিডিও ক্লাসটিতেও বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রকাশিত বইগুলো সংগ্রহ করলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। মনে রাখবে, নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইডেন্সই সাফল্যের চাবিকাঠি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। ধন্যবাদ।
Conclusion
To wrap up, mastering Chapter 6 is the stepping stone to a high score in your History exam. We have curated these suggestions, study materials, and the video tutorial to provide you with a 360-degree learning experience for Madhyamik 2026. While these notes cover the most probable questions regarding Peasant and Worker movements, we encourage you to use our specialized books for comprehensive practice. Success is not just about hard work but also about smart preparation. Utilize these resources effectively, manage your time well, and approach the exam with confidence. We wish you the very best in your academic journey. Keep learning!