Model Activity Task |
Model Activity Task Class 10 Life Science Question and Answers
Download PDFQuestion And Answers:
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা নির্বাচন করো -
(ক) ACTH
(খ) GH
(গ) TSH
(ঘ) ADH
উত্তরঃ (ঘ) ADH
১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করো -
(ক) ফোটোন্যাস্টিক চলন - সূর্যমুখী
(খ) থার্মোন্যাস্টিক চলন - টিউলিপ
(গ) সিসমোন্যাস্টিক চলন - পদ্ম
(ঘ) কেমোন্যাস্টিক চলন - সূর্যশিশির
উতরঃ (গ) সিসমোন্যাস্টিক চলন - পদ্ম
১.৩ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও -
(ক) GH
(খ) FSH
(গ) ADH
(ঘ) ACTH
উত্তরঃ (খ) FSH
২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
২.১ গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়।
উত্তরঃ মিথ্যে
২.২ ফোটোট্যাকটিক চলনে ক্ল্যামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।
উত্তরঃ সত্য
২.৩ আগাছানাশক হিসেবে কৃত্রিক অক্সিনের ভূমিকা আছে।
উত্তরঃ সত্য
২.৪ হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না।
উত্তরঃ মিথ্যে
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :
৩.১ 'উদ্ভিদের কান্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়' - একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো।
উত্তরঃ উদ্ভিদের কাণ্ডে আলােক অনুকূলবর্তী চলনের স্বপক্ষে পরীক্ষা: উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা আলাের উৎসের দিকে এগিয়ে যায় ও বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই এক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার চলনকে আলােক অনুকূলবর্তী চলন বলে।
যেমন- একটি টবে লাগানাে সতেজ চারাগাছকে একটি অন্ধকার ঘরের জানালার পাশে টেবিলের ওপর রাখলাম এবং জানালার একটি পাল্লা খুলে রাখলাম। কয়েকদিন পর পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, চারাগাছটি ক্রমশ খােলা জানালার দিকে বেঁকে যাচ্ছে। এই পরীক্ষাটি থেকে প্রমাণিত হয় যে, উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার চলন আলােক অনুকূলবর্তী।
৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নিরূপণ করো :
উদ্দীপকের প্রভাব
অক্সিন হরমোনের প্রভাব
উত্তরঃ
৩.৩ মানবদেহের টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তরঃমানবদেহে টেস্টোস্টেরন হরমােনের ভূমিকা অপরিসীম,-
a) এই হরমােন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে।
b) এই হরমােন শুক্রাণু উৎপাদন ক্রিয়া অব্যাহত রাখে।
c) এই হরমােনের প্রভাবে পুরুষদের দেহে গোঁফ, দাড়ি বের হয়।
৩.৪ জিব্বেরেলিন হরমোনের উৎস উল্লেখ করো।
উত্তরঃ জিব্বরেলিন হরমােনের উৎস: জিব্বরেলিন হরমােন সাধারণত উদ্ভিদের অঙ্কুরিত বীজ, পরিনত ও পরিপক্ক বীজে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও অঙ্কুরিত চারাগাছ, মুকুল, বীজপত্রের কোশ,পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই হরমােন পাওয়া যায়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলোচনা করো। "ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্য করো।
উত্তরঃ যে পদ্ধতিতে কোনাে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পরােক্ষভাবে অন্য অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ফিডব্যাক নিয়ন্ত্রন বলে।ফিডব্যাক নিয়ন্ত্রন দুই প্রকার - a) ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রন b) ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রন।
যেমন- রক্তে ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে LH হরমােনের ক্ষরন বৃদ্ধি পায়, এটি ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রন। আবার রক্তে ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে FSH হরমােনের ক্ষরন হ্রাস পায়, এটি ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রন।
Others Subjects:
- Model Activity Task Class 10 Bengali Part 9
- Model Activity Task Class 10 English Part 9
- Model Activity Task Class 10 Math Part 9
- Model Activity Task Class 10 Physical Science Part 9
- Model Activity Task Class 10 Life Science Part 9
- Model Activity Task Class 10 History Part 9
- Model Activity Task Class 10 Geography Part 9
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 10 life science part 9, model activity task class 10 life science 2022, model activity task class 10 life science answer.
No comments:
Post a Comment