Model Activity Task |
Model Activity Task Class 10 History Question and Answers
Download PDFQuestion And Answers:
১. শূন্যস্থান পূরণ করো :
(ক) 'সোমপ্রকাশ' ছিল একটি _________পত্রিকা।
উত্তরঃ সাপ্তাহিক
(খ) 'বেঙ্গল গেজেট' নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন __________।
উত্তরঃ জেমস অগাস্ট হিকি
(গ) মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ___________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ 1911 খ্রিস্টাব্দ
(ঘ) জীবনের ঝরাপাতা হল একটি ___________।
উত্তরঃ স্মৃতি সাহিত্য
২. ঠিক-ভুল নর্ণয় করো :
(ক) ভারতের ঔপনিবেশিক অরণ্য প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয়।
উত্তরঃ ভুল
(খ) সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে।
উত্তরঃ ঠিক
(গ) সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে।
উত্তরঃ ঠিক
(ঘ) সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়।
উত্তরঃ ঠিক
৩. স্তম্ভ মেলাও :
উত্তরঃ
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
(ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ সাময়িকপত্র এবং সংবাদপত্রের বৈশিষ্ট্যগুলি থেকে মূল পার্থক্যের যে দিক গুলি উঠে আসে,তা হল -
1. সাময়িকপত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা। কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা।
2. সাময়িকপত্র প্রকাশিত হয় দামি কাগজে। কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে।
(খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?
উত্তরঃ স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব হল, স্থানীয় ইতিহাসচর্চার দ্বারা
[1] স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
[2] জাতীয় ইতিহাসচর্চার জন্য প্রয়ােজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। আঞ্চলিক ইতিহাসের মাধ্যমেই জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ নিতে পারে।
(গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর?
উত্তরঃ
সূচনা:- আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরূপ একটি ব্যক্তিগত চিঠি পত্রের মধ্যে উল্লেখযােগ্য হল "লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার"। চিঠি লেখার উদ্দেশ্যঃ বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কিভাবে ধর্ম বিশ্বাস এর প্রচলন হল, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে ভাষার উদ্ভব হলাে, প্রাচীনকালের কিভাবে সমাজ সভ্যতা রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হল প্রভৃতি সহজ ভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন।
(ঘ) ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ আধুনিক ইতিহাসের বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফি একটি গুরুত্বপুর্ন উপাদান। ব্যবহার:
a) ফটোগ্রাফি অতীতের বিভিন্ন ঘটনাবলির হুবহু প্রতিচ্ছবি তুলে ধরে।
b) ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরা বন্ধি করা যায়।
c) সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসে বর্নময়তা আনে ফটোগ্রাফি ব্যবহার।
Others Subjects:
- Model Activity Task Class 10 Bengali Part 9
- Model Activity Task Class 10 English Part 9
- Model Activity Task Class 10 Math Part 9
- Model Activity Task Class 10 Physical Science Part 9
- Model Activity Task Class 10 Life Science Part 9
- Model Activity Task Class 10 History Part 9
- Model Activity Task Class 10 Geography Part 9
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 Bengali model activity task class 10 history part 9 model activity task class 10 history part 9 model activity task class 10 pdf all subject model activity task class 10 history part 9 model activity task class 10 physical science model activity task class 10 history part 9 model activity task class 10 Bengali model activity task class 9 Bengali.
No comments:
Post a Comment