Model Activity Task |
Model Activity Task Class 10 Bengali Question and Answers
Download PDFQuestion And Answers:
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ তপনের মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন -
(ক) শুকতারা
(খ) সন্ধ্যাতারা
(গ) বালক
(ঘ) জ্ঞানান্বেষণ
উত্তরঃ (খ) সন্ধ্যাতারা
১.২ তপনের লেখা প্রথম গল্পটির নাম -
(ক) রাজা-রানির গল্প
(খ) অ্যাকসিডেন্ট
(গ) প্রথম দিন
(ঘ) বিদ্যালয় জীবনের অবিজ্ঞতা
উত্তরঃ (গ) প্রথম দিন
১.৩ তপনের লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের -
(ক) মা
(খ) বাবা
(গ) মেজোকাকু
(ঘ) ছোটোমাসি
উতরঃ (ঘ) ছোটোমাসি
২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
২.১ '... এমন সময় ঘটল সেই ঘটনা'। - উদ্ধৃতাংশের কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ নিজের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ার বিষয়ে তপন যখন সমস্ত আশা ছেড়ে দিয়ে বিষন্ন মনে বসেছিল তখন ছােটমাসি আর মেসাে হাতে 'সন্ধ্যাতারা' পত্রিকা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে। উদ্ধৃতাংশে এই ঘটনার কথাই বলা হয়েছে।
২.২ 'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।' - কোন্ কথাটা ছড়িয়ে পড়ে?
উত্তরঃ তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয় , সেই গল্পটি তার নতুন মেসােমশাই 'কারেকশান' করে দিয়েছেন। এই কথাটাই তপনের বাড়িতে ছড়িয়ে পড়েছিল।
২.৩ 'বুকের রক্ত ছলকে ওঠে তপনের।' - কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল?
উত্তরঃ নতুন মেসােমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবেন বলে তপনের গল্পটি নিয়ে যান। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে যখন নতুন মেসােমশাইকে তপন বাড়িতে আসতে দেখে তখন-ই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর লেখো :
৩.১ 'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?' - কোন্ ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে?
উত্তরঃ পত্রিকায় ছাপা হওয়ার ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে।
অলৌকিক বলার কারণ:- তপনের ধারণা ছিল লেখকেরা সাধারণ মানুষের মতাে হয় না। কিন্তু নতুন দেখে তপনের এই ধারণা ভেঙে যায়। তপন বুঝতে পারে সাধারণ মানুষরাই লেখক হতে পারে। এই সূত্র ধরে সে নিজেই একটি গল্প লিখে ফেলে। কিছুদিন পর সেই গল্প 'সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। সত্তিকারের ছাপার অক্ষরে তার লেখা গল্প হাজার হাজার তপন পরম যায়। তার কাজ হবে এটা ভেবেই খ্যাতি পাবে এটা সে কল্পনাও করেনি, তাই নিজের লেখা গল্প ছাপা হয়েছে এটা তপনের অলৌকিক মনে হয়।
৩.২ 'যদি কখনো লেখো ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে।' - কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত?
উত্তরঃ উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী সিদ্ধান্ত নিয়েছিল রচিত 'জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত হয়েছে।
উত্তরের প্রথমাংশ:- 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন যখন বুঝতে পারে এ গল্প আগাগােড়া তার লেখা নয়, তখন তপন মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিল।
এমন সিদ্ধান্তের কারণ:- নতুন মেসাে তপনের লেখা গল্প আগাগােড়া সংশােধন করে 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপিয়ে দেয়। এই গল্প পড়তে গিয়ে তপন নিজের কৃতিত্ব, নিজের লেখা গল্পের স্বাদ পায় না। স্পষ্ট বুঝে যায়, অন্যের লেখা গল্প 'শ্রী তপন কুমার রায়' নামে ছাপা হয়েছে। এই খুজেপি পদ দি ঘােরতর অপমান তপনের মনকে বেদনায় ভারাক্রান্ত করে তােলে। এ কারণেই তপন সিদ্ধান্ত নেয়, পরবর্তীকালে গল্প লিখলে এবং তা ছাপানাের প্রয়ােজন পড়লে সে নিজে গিয়ে সম্পাদকের কাছে তার লেখা জমা দেবে।
৩.৩ গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কী? কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে উঠল?
উত্তরঃ উক্ত প্রসঙ্গটি আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত হয়েছে।
আহ্লাদ না হওয়ার কারণ:- কিশাের তপনের লেখা প্রথম গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হলে সবার কাছে তার নতুন মেসাের কৃতিত্বের কথা বড় হয়ে ওঠে। তাই পত্রিকায় গল্প ছাপা হলেও তপন বিরাট আহ্লাদিত হয় না।
উত্তরের দ্বিতীয় অংশ:- 'সন্ধ্যাতারা' পত্রিকায় গল্প ছাপার অপেক্ষায় তপনের দিন কাটতে থাকে। পত্রিকা হাতে নিয়ে অপেক্ষায় তপনের দিন কাটতে থাকে। পত্রিকা হাতে নিয়ে নতুন মেসােকে বেড়াতে আসতে দেখে তখন আনন্দিত হয়। গল্প পড়তে গিয়ে তপন বুঝতে পারে এ গল্প তার লেখা নয়। অন্যের লেখা গল্প তার নামে এইমাত্র। এই ঘােরতর অপমান তপনের মনকে বেদনায় ভারাক্রান্ত করে। অপমান নামে ছাপা হয়েছে এক এই বিশেষ দিনটি তপনের কাছে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, সবচেয়ে অপমানের দিন হয়ে ওঠে।
৪. কম-বেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
'জ্ঞনচক্ষু' গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মীলিত হয়েছিল তা আলোচনা করো।
উত্তরঃ আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু গল্পের মূল ব্যঞ্জনা আবর্তিত হয়েছে কিশাের তপনের জ্ঞানচক্ষু উন্মীলনকে কেন্দ্র করে। দুই বার, দুই পৃথক দৃষ্টিকোণ থেকে তপনের জ্ঞানচক্ষু প্রস্ফুটিত হয়েছে।
তপনের জ্ঞানচক্ষু উন্মীলনের প্রথম ক্ষেত্র:- তপন বয়সে কিশাের তাই তার জ্ঞানের সীমা ছােট। সে মনে মনে চায় লেখক হতে কিন্তু লেখক কেমন মানুষ হয় তা সে জানতাে । ভাবতাে লেখক নিশ্চয় আকাশ থেকে পড়া কোনাে জীব। কিন্তু লেখক মেসােকে দেখে তার এই ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। একজন জলজ্যান্ত লেখককে সামনে দেখতেই তপন অনুভব করল লেখক বাবা,কাকার মতােই সাধারণ মানুষ। তাই লেখক হতে তার যে কোনাে বাধা নেই এই জ্ঞানচক্ষু উন্মীলিত হলাে।
তপনের জ্ঞানচক্ষু উন্মীলিত দ্বিতীয় ক্ষেত্র:- গল্প লেখা এবং সেই গল্পকে পত্রিকায় ছাপানাে প্রসঙ্গে পূর্বের কোনাে ধারণা তপনের ছিল না। তাই বুকভরা বিশ্বাস তপন তার। কাঁচা হাতের লেখা গল্প নতুন মেসাের হাতে তুলে দিয়েছিল ছাপানাের জন্য। কখন গল্প চেপে আসবে, কখন লেখক খ্যাতি মিলবে এই আশায় তপন দিন গুনছিল। দীর্ঘ প্রতীক্ষার পর একদিন সেই গল্প নামকরা 'সন্ধ্যাতারা পত্রিকায় চেপে প্রকাশিত হয়। প্রথমেই সকলে মিলে করে তেজড়িয়ে দিয়ে তপনের ফলে চি বড় করে তােলে। এরপর ছাপা গল্প পড়তে গিয়ে তপন অবাক হয়ে যায়, নিজের কৃতিত্ব, নিজের লেখা গল্পের স্বাদ খুঁজে পায় না। স্পষ্ট বুঝে যায়, মেসাের পাকা হাতের লেখা গল্প 'শ্রী তপন কুমার রায়' নামে ছাপা হয়েছে। বিশ্বাস করে বড়াে লেখকের হাতে কা৷ হাতের লেখা তুলে দেওয়ার পরিণাম- বুকভরা অপমান প্রাপ্তি তপন এটা বুঝতে পারে। তপনের জ্ঞানচক্ষু দ্বিতীয়বারের জন্য উন্মীলিত হয়।
Others Subjects:
- Model Activity Task Class 10 Bengali Part 9
- Model Activity Task Class 10 English Part 9
- Model Activity Task Class 10 Math Part 9
- Model Activity Task Class 10 Physical Science Part 9
- Model Activity Task Class 10 Life Science Part 9
- Model Activity Task Class 10 History Part 9
- Model Activity Task Class 10 Geography Part 9
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 10 bengali part 9 model activity task class 10 bengali part 1 2 9 model activity task class 10 bengali part 9 model activity task class 10 bengali part 9 model activity task class 10 pdf bengali model activity task class 9 bengali model activity task class 10 part 9 model activity task class 10 all subject.
No comments:
Post a Comment