Breaking

Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 2


Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 2
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

____________________________________________

Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 2 


PDF Download :


Model Activity Task Class 10 Questions PDF Download👉 Click here 👈


Question:


১) একটি ইউক্যারিওটিক ক্রোমােজোমের অঙ্গসংস্থান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত

অংশগুলি চিহ্নিত করাে: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিওলার

অর্গানাইজার (ঘ) টেলােমিয়ার

২) প্রাণীদের গমন এর কারণ গুলি কি কি?'ফ্লেক্সর ও এক্সটেনশর পেশীর কার্যপদ্ধতি

পরস্পরের বিপরীত ধর্মী'-উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করাে।

৩) 'কোষচক্রের ৪ দশাকে সংশ্লেষ দশাবলা হয়'-বাক্যটির যথার্থতা বিচার করাে। DNA

ও RNA এর মধ্যে পার্থক্য উল্লেখ করাে।


Question And Answers:


নিচের প্রশ্নগুলির উত্তর লেখ:

১) একটি ইউক্যারিওটিক ক্রোমােজোমের অঙ্গসংস্থান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত

অংশগুলি চিহ্নিত করাে: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিওলার

অর্গানাইজার (ঘ) টেলােমিয়ার

উ:



২) প্রাণীদের গমন এর কারণ গুলি কি কি?'ফ্লেক্সর ও এক্সটেনশর পেশীর কার্যপদ্ধতি

পরস্পরের বিপরীত ধর্মী'-উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করাে।

উ:  গমনের কারণগুলি হল:-

  i) প্রাণীরা খাদ্য অন্বেষণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে।

  ii) আত্মরক্ষা: শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীরা স্থানান্তরে গমন করে।

  iii) আশ্রয়ের সন্ধান:সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য প্রাণীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে গমন করে।

  iv)এছাড়াও প্রজনন ও বংশগতি বিভিন্ন কারণে প্রাণীরা বিভিন্ন জায়গায় গমন করে থাকে।

   

     দুটি অস্থির সঙ্গে সংযুক্ত থেকে, যে পেশির সংকোচনে অস্থি ও অস্থিসন্ধি অঞ্চলে ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি আছে তারা হল ফ্লেক্সোর পেশী যেমন হাতের বাইসেপস সংকুচিত হলে কনুই ভাজ হয়। অপরদিকে যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তাহলে এক্সটেনসর পেশি। যেমন, টাইসেপস পেশী সংকুচিত হলে ভাঁজ করা হাত সােজা হয়।


৩) 'কোষচক্রের ৪ দশাকে সংশ্লেষ দশাবলা হয়'-বাক্যটির যথার্থতা বিচার করাে। DNA

ও RNA এর মধ্যে পার্থক্য উল্লেখ করাে।

উ:  DNA ও RNA এর পার্থক্য -

DNARNA
1.DNA তে ইউরাসিল থাকেনা।1.RNA তে থাইমিন থাকে না।
2.DNA প্রােটিন সরাসরি তৈরি করতে পারে না।2.RNA প্রােটিন তৈরি করতে পারে।
3.DNA এর কোন প্রকার ভেদ নেই।3. RNA প্রধানত তিন প্রকার- mRNA, tRNA, rRNA ।
4. DNA কার্যগত ভাবে চিরস্থায়ী।4.RNA ক্ষণস্থায়ী।


কোষচক্রের ৪ দশাকে সংশ্লেষ দশা বলা হয় কারণ:

 কোষচক্রের ১ দশায় প্রতিলিপিকরণ পদ্ধতিতে DNA সংশ্লেষিত হয় ফলে নিউক্লিয়াসে DNAপরিমাণ দ্বিগুণ হয়। কোষ চক্রের G' দশার পরবর্তী পর্যায়ে DNA সংশ্লেষ বটে বলে এই দশা কে (S)সংশ্লেষ দশা বলা হয়।


৪)' অ্যাড্রেনালিন হরমােন আপাতকালীন পরিস্থিতি মােকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা

পালন করে'-ব্যাখ্যা করাে। ট্রপিক ন্যাস্টিক চলন এর পার্থক্য লেখাে।

উ:  দেহের জরুরি অবস্থা,যেমন রাগ,ভয়,উত্তেজনা, দুশ্চিন্তা ইত্যাদির ক্ষেত্রে অড্রিনালিন হরমােন,অধিক পরিমাণে ক্ষরিত হােয় এবং হৃদস্পন্দনের হার, রক্তচাপ, শ্বাস হার ইত্যাদি বাড়িয়ে ওইসব জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযােগী করে তােলে সেজন্য অ্যাড্রিনালিন কে জরুরী কালীন হরমােন বা আপাতকালীন হরমােন বলে।


ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর পার্থক্য -

ট্রপিক চলনন্যাস্টিক চলন
1. ট্রপিক চলন বহিঃস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়।ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
2. উদ্ভিদের অপরিনত অংশে ঘটে।2, পরিণত অংশে ঘটে।
3.এটি অনুকুল বা প্রতিকূল হতে পারে।3.এটি সর্বদায় অনুকুল ধর্মী হয়।

 

Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here

Other Subjects:
Model Activity Task Apk Download
বাংলা দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 বাংলা দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ইংরেজি দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ইতিহাস দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ভূগোল দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ভৌতবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 জীবনবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3

No comments:

Post a Comment