Model Activity Task |
Model Activity Task Class 10 History Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : ১ X ৪ = ৪
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
১.১ ক্যালকাটা স্কুল বুক সােসাইটি |
ক) ১৭৮৪ খ্রি: |
১.২ কলকাতা বিশ্ববিদ্যালয় |
খ) ১৮১৭ খ্রি: |
১.৩ এশিয়াটিক সােসাইটি |
গ) ১৯১৭ খ্রি: |
১.৪ বসু বিজ্ঞান মন্দির |
ঘ) ১৮৫৭ খ্রি: |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
১.১ ক্যালকাটা স্কুল বুক সােসাইটি | খ) ১৮১৭ খ্রি: |
১.২ কলকাতা বিশ্ববিদ্যালয় | ঘ) ১৮৫৭ খ্রি: |
১.৩ এশিয়াটিক সােসাইটি | ক) ১৭৮৪ খ্রি: |
১.৪ বসু বিজ্ঞান মন্দির | গ) ১৯১৭ খ্রি: |
২. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করাে : ১ X ৮ = ৮
উত্তরঃ
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ২ X ২ - ৪
৩.১ উপেন্দ্রকিশাের রায়চৌধুরী কেন স্মরণীয়?
উত্তরঃ বিখ্যাত শিশুসাহিত্যিক ও চিত্রকর উপেন্দ্রকিশাের রায়চৌধুরী ছাপাখানা জগতে বিশেষ স্মরণীয় হয়ে আছেন কারণ-
(i) তাঁর রচিত ছেলেদের রামায়ণ' গ্রন্থটির মুদ্রণ তাঁর পছন্দ না হওয়ায় তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দে একটি ছাপাখানা প্রকাশনা সংস্থা খুলেছিলেন যা পরবর্তীকালে 'ইউ এন রায় অ্যান্ড সন্স' নামে পরিচিত হয় (১৮৯৫ খ্রি.)।
(ii) তিনি ছাপাখানার জন্য বিভিন্ন নতুন ও উন্নত পদ্ধতির উদ্ভাবন করেন। যেমন, হাফটোন-ব্লক প্রিন্টিং, রেটিন্ট সিস্টেম।
৩.২ কাকে ‘বাংলা মুদ্রণশিল্পের জনক' বলা হয় এবং কেন?
উত্তরঃ চার্লস উইলকিনসকে ‘বাংলা মুদ্রণশিল্পের জনক' বলা হয়। কারণ: ভারতে প্রথম সঞ্চালনযােগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিনস। তিনি চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করে হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ 'এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' প্রকাশ করেন | এজন্য চার্লস উইলকিনসকে বাংলার ছাপাখানার জনক বলা হয়।
৪. সাত-আটটি বাক্যে উত্তর দাও :
ছাপাবই-এর সাথে শিক্ষাবিস্তারের সম্পর্ক আলােচনা কর। ৪ x ১ – ৪
উত্তরঃ
ভূমিকা : আঠারাে শতকের শেষ দিক থেকে উনিশ শতকে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানার ছাপা বইয়ের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় যে-
(i) শিক্ষার বিস্তার : ছাপাখানা চালু হওয়ার পর বাংলা ভাষায় প্রচুর বইপত্র (যেমন পীয়ারসনের বাক্যাবলী', লসনের পশ্বাবলী', রাধাকান্তদেবের ‘বেঙ্গলী স্পেলিং বুক', হারলের ‘গণিতাঙ্ক') ছাপা শুরু হলে শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষার সুযােগ পাওয়ায় বাংলাদেশে শিক্ষার বিস্তার ঘটে
(ii) শিশু-শিক্ষার প্রসার : ছাপাখানা শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল। এ প্রসঙ্গে মদনমােহন তর্কালঙ্কার-এর রচিত ‘ শিশু শিক্ষা' (এর বিখ্যাত কবিতা ‘পাখী সব করে রব রাতি পােহাইল) ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত 'বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ) এবং রামসুন্দর বসাক রচিত 'বাল্যশিক্ষা প্রভৃতি গ্রন্থের কালজয়ী ভূমিকার কথা বলা যায়।
(iii) গণ শিক্ষার বিস্তার : ছাপাখানার ফলে স্কুল-কলেজ শিক্ষার প্রসারের পাশাপাশি গণ শিক্ষারও বিস্তার ঘটে। কৃত্তিবাসী রামায়ণ (১৮০১ খ্রি.), 'কাশীদাসী মহাভারত (১৮০২ খ্রি.), ' বাঙ্গলার ইতিহাস' (১৮০৪ খ্রি.) প্রভৃতি ধর্মগ্রন্থ ও ইতিহাস গ্রন্থের পাশাপাশি বাংলা বিষয়ের উপর রচিত বিচিত্রধর্মী গ্রন্থ এবং সমাচার দর্পণ', 'সংবাদ প্রভাকর' প্রভৃতি ভাষায় প্রকাশিত পত্রপত্রিকার মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের ও শিক্ষার প্রসার ঘটে।
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
model activity task class 10 history part 7 answers model activity task class 10 history part 7 answers pdf model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment