Model Activity Task |
Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : ১ X ৩ = ৩
১.১ পতঙ্গের সাহায্যে পরাগযােগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করাে —
(ক) পাতাঝাঝি (খ) আম
(গ) ধান (ঘ) শিমুল
উত্তরঃ (খ) আম
১.২ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাক্ত করাে –
(ক) কানের মুক্ত লতি (খ) রােলার জিভ
(গ) থ্যালাসেমিয়া (ঘ) হিমােফিলিয়া
উত্তরঃ (ঘ) হিমােফিলিয়া
১.৩ YyRr জিনােটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করাে –
(ক) এক ধরনের (খ) দুই ধরনের
(গ) তিন ধরনের (ঘ) চার ধরনের।
উত্তরঃ (ঘ) চার ধরনের।
২. A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখাে : ১ X ৪ = ৪
A'-অন্ত |
“B”-স্তম্ভ |
২.১ স্পাইরােগাইরা |
(a) স্টক এবং সিয়ন |
২,২ প্রকট বৈশিষ্ট্য |
(b) পুনরুৎপাদন। |
২.৩ গ্রাফটিং |
(c) মটরের বেগুনি বর্ণের ফুল |
২.৪ প্রচ্ছন্ন বেশিষ্ট্য |
(d) খণ্ডীভবন |
উত্তরঃ
A'-অন্ত | “B”-স্তম্ভ |
২.১ স্পাইরােগাইরা | (d) খণ্ডীভবন |
২,২ প্রকট বৈশিষ্ট্য | (c) মটরের বেগুনি বর্ণের ফুল |
২.৩ গ্রাফটিং | (a) স্টক এবং সিয়ন |
২.৪ প্রচ্ছন্ন বেশিষ্ট্য | (e) মটরের কুঞ্চিত বীজ |
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২ X ৪ = ৮
৩.১ ইতর পরাগযােগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করাে।
উত্তরঃ \
ইতর পরাগযােগের একটি সুবিধা:
(i) ইতর পরাগযােগের ফলে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে।
ইতর পরাগযােগের একটি অসুবিধা:
(i)বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযােগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।
৩.২ শাখাকলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করাে
উত্তরঃ শাখাকলমের সাহায্যে উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতা উদ্ভিদদেহ থেকে কেটে মাটিতে রােপণ করে, কাটা অংশ থেকে মূল সৃষ্টি করে অপত্য উদ্ভিদ তৈরি করা হয় । যেমন-
(i) স্টেম কাটিং :জবা, গােলাপ প্রভৃতির কাণ্ডের একটি শাখা কেটে, কাটা প্রান্ত IBA বা NAA নামক কৃত্রিম অক্সিন দ্রবণে কয়েকদিন ডুবিয়ে রেখে নরম মাটিতে পুঁতে দিলে নতুন চারাগাছের সৃষ্টি হয়।
(ii) রুট কাটিং :পাতি লেবু, কমলা লেবু, তেঁতুল প্রভৃতির শাখামূল কেটে নরম মাটিয়ে বসিয়ে দিলে, তা থেকে মূল ও মুকুল তৈরি হয়। মুকুল মাটির ওপর বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ সৃষ্টি করে।
৩.৩ মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করাে।
উত্তরঃ মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য : (i) অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপােরােসিস ও অস্টিওআথ্রাইটিস রােগ দেখা দেয়। (ii) দৃষ্টিশক্তি হ্রাস, ত্বকের কুঞ্জন, রক্তচাপ বৃদ্ধি, কানে কম শােনা প্রভৃতি সমস্যা বৃদ্ধি পায়।
৩.৪ মেন্ডেল কীভাবে মটর ফলে ইতর পরাগযােগ ঘটান তা আলােচনা করাে।
উত্তরঃ বিজ্ঞানী মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছ নির্বাচন করেছিলেন | তিনি কৃত্রিমভাবে সৃষ্টি করা স্ত্রী ফুলের থলিটি সরিয়ে নির্বাচিত জনিতৃ উদ্ভিদের ফুলের পরাগরেণু সূক্ষ্ম তুলির সাহায্যে ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে ইতর পরাগযােগ ঘটান।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ “সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান”– একটি ক্রশের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করাে।
“থ্যালাসেমিয়া রােগে ঘন ঘন রক্ত বদলানাের প্রয়ােজন হয়”– এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলােচনা করাে। ৩ + ২ = ৫
উত্তরঃ
লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা: পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে পিতার ভূমিকাই প্রধান। কারণ পিতার সেক্স ক্রোমােজোম X ও Y প্রকারের। যেহেতু মাতার সেক্স ক্রোমােজোম XX প্রকারের, তাই তাদের একধরনের গ্যামেট x তৈরি হয়। অপরপক্ষে, পিতার দু-ধরনের গ্যামেট X ও Y তৈরি হয়।
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task model activity task class 10 life science part 7 model activity task class 10 life science part 7 answer model activity task class 10 life science part 7 model activity task class 10 life science 2021 model activity task class 10 life science part 7 answers class 5 model activity task bengali class 8.
Please give us model activity task november's answers
ReplyDelete