Model Activity Task |
Model Activity Task Class 10 Bengali Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩x৫=১৫
১.১ ‘হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।'— হরিদার জীবনের বৈচিত্র্যকে ‘নাটকীয়’ বলা হয়েছে কেন?
উত্তরঃ উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক সুবােধ ঘােষ রচিত 'বহুরূপী' গল্প থেকে গৃহীত হয়েছে। হরিদার জীবনের বৈচিত্র্যকে ‘নাটকীয়' বলার কারণ : হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ছিল তাঁর বৃত্তি অর্থাৎ বহুরূপী সেজে মানুষকে চমকে দেওয়ার পেশা। এতে তাঁর রােজগার সামান্য হলেও তাঁর জীবনে বৈচিত্র্য এনে দেয় এই পেশা।
হরিদা কখনােই একটি চরিত্রে বহুরূপ ধারণ করেননি, সপ্তাহে একদিন ভিন্ন ভিন্ন বহুরূপ ধারণ করে পথে বের হন। কখনাে সেজেছেন। উন্মাদ পাগল, কখনাে বাইজি, কখনাে বিরাগী আবার কখনাে বা পুলিশ। নাটকের বিভিন্ন চরিত্রের মতােই তিনিও ভিন্ন ভিন্ন দর্শকদের মুগ্ধ করেছেন, এই ভাবে একা হরিদাই নাটকের বহু চরিত্র ও বহুরসের উপভােগ্যতা এনে নিজেকেই যেন নাটকীয় বৈচিত্রে পরিপূর্ণ করেছেন।
১.২ ‘কি হেতু মাত:, গতি তব আজি। এ ভবনে?’ –বক্তা কাকে ‘মাত:সম্বােধন করেছেন? তার আগমনের কারণ কী? ১+২
উত্তরঃ উদ্ধৃতাংশটির বক্তা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রামা প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে 'মাতঃ' বলে সম্বােধন করেছেন।
আগমনের কারণ : দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাষার রূপে প্রমােদ উদ্যানে হাজির হলে ইন্দ্রজিৎ তাঁকে আসার কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন। অত্যন্ত হতাশার সঙ্গে তিনি (দেবী লক্ষ্মী) রামের সঙ্গে ভীষণ যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুসংবাদ ও পুত্রশােকে শােকগ্রস্ত পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা জানান।
১.৩ ‘হায়, বিধি বাম মম প্রতি। বক্তা কে? তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করাে। ১+২
উত্তরঃ উদ্ধৃতাংশটি মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক' নামক পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা স্বয়ং রাবণ।
বক্তার এমন মন্তব্য হওয়ার কারণ: বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে ক্রুদ্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। একবার পুত্রশােক পাওয়ার পর রামের বিরুদ্ধে এই ভয়ানক যুদ্ধে আর-এক প্রিয় পুত্রকে পাঠাতে চান না রাবণ। কিন্তু ভাগ্য তাঁর প্রতি এতটাই বিরূপ যে, শেষপর্যন্ত রক্ষকুলশেখর ইন্দ্রজিৎকেও যুদ্ধে পাঠাতে বাধ্য হচ্ছেন তিনি।
১.৪ ‘ওরে ওই স্তব্ব চরাচর!' – ‘চরাচর’ শব্দের অর্থ কী? সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? ১+২
উত্তরঃ উপরের উদ্ধৃতিটি কবি কাজী নজরুল ইসলামের প্রলয়ােল্লাস' কবিতা থেকে গৃহীত হয়েছে। 'চরাচর' শব্দের অর্থ ‘চরাচর' শব্দের অর্থ হল সমগ্র পৃথিবী বা জগৎ। চরাচর স্তব্ধতার কারণ: কবি প্রলয় বা ধ্বংসকে ফুটিয়ে তুলতে কখনও শিব, আবার কখনও সর্বনাশী জ্বালামুখী স্বরূপ চণ্ডীমূর্তির রুদ্রতাণ্ডবের উপমা টেনে এনেছেন। বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতে সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। প্রলয়ের ভয়াবহ বিস্ফোরণের অজানা আশঙ্কায় এ পৃথিবী নিষ্কম্প- নিস্তব্ধ। প্রশ্নোদ্ধৃত অংশে কবির এ ভাবনাই প্রকাশ পেয়েছে
১.৫ ‘দেখি তােমার ট্যাকে এবং পকেটে কী আছে?’ – উর্দিষ্ট ব্যক্তির ট্যাক এবং পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল?
উত্তরঃ উদ্ধৃতাংশটি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'পথের দাবী' পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। পলিটিকাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য পুলিশ অত্যন্ত সন্দেহবশত গিরিশ মহাপাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং খানা-তল্লাশি করে। এ সময় তার-
(i) ট্যাঁক থেকে পাওয়া গিয়েছিল : গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা আর গন্ডা ছয়েক পয়সা পাওয়া গিয়েছিল।
(ii) পকেট থেকে পাওয়া গিয়েছিল : গিরীশের পকেট থেকে একটা লােহার কম্পাস, একটা কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কল্কে পাওয়া গিয়েছিল।
২. নিম্নরেখ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করাে : ১x৫=৫
২.১ তােরা সব জয়ধ্বনি কর!
উত্তরঃ ব্যাসবাক্য - জয়সূচক ধ্বনি (মধ্যপদলােপী কর্মধারয় সমাস)
২.২ দেবতা বাঁধা য-যুপে পাষাণ-স্থূপে!
উত্তরঃ ব্যাসবাক্য- যজ্ঞের নিমিত্ত যুপ (নিমিত্ত তৎপুরুষ সমাস)
২.৩ আমি এখন তবে চললুম কাকাবাবু ।
উত্তরঃ ব্যাসবাক্য- যিনি কাকা তিনি বাবু (সাধারণ কর্মধারয় সমাস)
২.৪ হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।
উত্তরঃ ব্যাসবাক্য- হিন্দু ও মুসলমান (দ্বন্দ্ব সমাস)
২.৫ তার শশাকে মহাশােকী রাক্ষসাধিপতি।
উত্তরঃ ব্যাসবাক্য- রাক্ষসদের অধিপতি (সম্বন্ধ তৎপুরুষ সমাস)
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
model activity task class 10 bengali part 7 model activity task class 10 bengali answer model activity task class 10 bengali part 1 2 3 7 model activity task class 10 bengali part 7 model activity task class 10 bengali pdf model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
Very Bad
ReplyDeleteApader to 30% er o besi wrong . right answer upload korun
ReplyDeleteSatti
Delete