Model Activity Task |
Model Activity Task Class 10 Geography Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 10 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৪=৪
১.১ মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলাে –
ক) প্লায়া খ) হামাদা
গ) মরূদ্যান ঘ) ওয়াদি
উত্তরঃ ঘ) ওয়াদি
১.২ যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলাে –
ক) অবঘর্ষ খ) অপসারণ
গ) ঘণ ঘ) দ্রবণ
উত্তরঃ খ) অপসারণ
১.৩ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝকার প্রভাব লক্ষ করা যায় –
ক) শীতকালে খ) গ্রীষ্মকালে
গ) বর্ষাকালে ঘ) শরৎকালে
উত্তরঃ ক) শীতকালে
১.৪ ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলাে –
ক) কলকাতা খ) হায়দ্রাবাদ
গ) বেঙ্গালুরু ঘ) চেন্নাই
উত্তরঃ গ) বেঙ্গালুরু
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কী নামে পরিচিত?
উত্তরঃ বার্খান
২.২ হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখাে।
উত্তরঃ করি বা সার্ক
২.৩ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্কুপ পর্বতের নাম লেখাে।
উত্তরঃ সাতপুরা পর্বত
২.৪ ভারতের কোন মৃওিকা কার্পাস চাযের পক্ষে আদর্শ?
উত্তরঃ কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করাে।
উত্তরঃ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য
(i)নদী উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায়।
(ii) শুষ্ক অঞ্চলে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব হয়।
৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনাে দুটি উপায় উল্লেখ করাে।
উত্তরঃ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের দুটি উপায়---
(i)কৃষিতে উৎপাদন বাড়ানাের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে হবে।
(ii) কৃষিতে উৎপাদন বাড়ানাের লক্ষ্যে রসায়নিক সারের ব্যবহার ক্রমশ বাড়াতে হবে।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম’ – বক্তব্যটির যথার্থতা বিচার করাে।
উত্তরঃ ভারতের মতাে উন্নয়নশীল দেশে সড়কপথের গুরুত্ব অপরিসীম।
(i) দ্রুত পরিবহণ: সড়কপথে যেকোনাে হালকা পণ্য খুব অল্প সময়ের মধ্যে সহজেই সঠিক গন্তব্যে পৌঁছে যায়।
(ii) কাঁচামাল সংগ্রহ: শিল্পের প্রয়ােজনে গ্রাম থেকে কৃষিজ কাঁচামাল নিয়ে আসা, খনি থেকে কয়লা এবং খনিজ পদার্থ নিয়ে শিল্পকেন্দ্রে সহজেই পাঠানাে যায়।
(iii) পার্বত্য অঞ্চলে উন্নতির জন্য: উত্তর ভারত, উত্তর- পূর্ব ভারত বা দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল যেখানে রেল পরিবহন সম্ভব নয় সেখানে সড়কপথে পরিবহনের মাধ্যমে প্রয়ােজনীয় জিনিসের যােগান দেওয়া যায়। ফলে ওইসব অঞ্চলে সড়কপথ নির্মাণ জরুরি।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করাে। ১x৪=৪
উত্তরঃ ভারতের সব জায়গায় জনসংখ্যার বণ্টন সমান নয়। কোথাও বেশি, কোথাও কম। ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের অনেকগুলি প্রাকৃতিক কারণ রয়েছে।
(i) ভূপ্রকৃতি : হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর - পূর্ব এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধুর ও পাথুরে বলে কৃষিকাজের অনুপযুক্ত। এইসব অঞ্চল তাই জনবিরল। অপরদিকে, উত্তর ভারতের সমভূমি এবং উপকূলীয় সমভূমি অঞ্চল কৃষি, পরিবহন ব্যবস্থা, শিল্প প্রভৃতি ক্ষেত্রে উন্নত হওয়ায়, এইসব অঞ্চলের জনঘনত্ব খুব বেশি।
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
model activity task class 10 geography part 7 model activity task class 10 geography part 7 model activity task class 10 geography part 7 answers pdf model activity task class 10 geography part 7 answers model activity task class 10 geography part 7 model activity task class 10 geography part 7 model activity task class 10 history part 7 model activity task model activity task Bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task Bengali class 8.
No comments:
Post a Comment