Model Activity Task |
Model Activity Task Class 8 History Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 8 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. ক স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
১.১ আত্মীয় সভা |
(ক) জ্যোতিরাও ফুলে |
১.২ জাতীয় মেলা |
(খ) রামমােহন রায় |
১.৩ সত্যশােধক সমাজ |
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী |
১.৪ আর্য সমাজ |
(ঘ) নবগােপাল মিত্র |
উত্তরঃ
ক স্তম্ভ | খ স্তম্ভ |
১.১ আত্মীয় সভা | (খ) রামমােহন রায় |
১.২ জাতীয় মেলা | (ঘ) নবগােপাল মিত্র |
১.৩ সত্যশােধক সমাজ | (ক) জ্যোতিরাও ফুলে |
১.৪ আর্য সমাজ | (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী |
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন, _____________
উত্তরঃ লর্ড ওয়েলেসলি
২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় _________________ নেতৃত্বে
উত্তরঃ বীরেশ্বরলিঙ্গম পান্ডুলুর
২.৩ আলিগড় অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা __________ করেন
উত্তরঃ স্যর সৈয়দ আহমেদ
২.৪ স্বামী বিবেকানন্দ _________ ধর্ম সম্মেলনে যােগদান করেন।
উত্তরঃ শিকাগাে
দু-তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ বারাসাত বিদ্রোহ’ কী ?
উত্তরঃ বারাসাত অঞ্চলের মির নিসার আলি (তিতুমির) ওয়াহাবি মতামতে অনুপ্রাণিত হন। তিতুমিরের নেতৃত্বেই নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। নদিয়া, ফরিদপুর প্রভৃতি অঞলেও ওয়াহাবি বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যেই তিতুমির ঘােষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতু। নারকেলবেড়িয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ-বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় (১৮৩১ খ্রি:)।
৩.২ নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ছিলেন?
উত্তরঃ হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক।তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তাঁর ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গােষ্ঠী বলা হতাে।
৩.৩ মােপালা বিদ্রোহ কেন হয়েছিল?
উত্তরঃ
মালাবারের মােপালা বিদ্রোহ : দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকেরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম মােপালা বিদ্রোহ। মােপলাদের অনেকেই ছিলেন কৃষি শ্রমিক, ছােটো ব্যবসায়ী ও জেলে। ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানের গরিব কৃষকদেরওপররাজস্বের বােঝা ও বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দিয়েছিল। পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়। এসবের ফলে মালাবার অঞ্চলে একের পর এক বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহগুলি দমন করার জন্য ঔপনিবেশিক প্রশাসন সশস্ত্র বাহিনী ব্যবহার করেছিল।
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :
৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল?
উত্তরঃ
সাঁওতাল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট : সাঁওতাল বিদ্রোহের খবর কলকাতায় পৌঁছানাের পরে শিক্ষিত হিন্দু বাঙালিদের অনেকেই ঐ বিদ্রোহের বিরােধিতা করেন। সাঁওতালদের বিরুদ্ধে ব্রিটিশ প্রশাসনের দমন-পীড়নের বিরােধিতাও তারা করেননি। এর অন্যতম ব্যতিক্রম ছিলেন হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক হরিশচন্দ্র মুখােপাধ্যায়। হরিশচন্দ্র বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক শােষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। তার পত্রিকায় হরিশচন্দ্র লিখেছিলেন, শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে। শােনা গিয়েছে যে,
সাঁওতালদের ঔপনিবেশিক শাসন প্রতিক্রিয়া : সহযােগিতা ও বিছাহ ৩১৭ জোর করে বেগার খাটানাে হয়েছে। তাছাড়া অতিরিক্ত খাজনা দিতে তাদের বাধ্য করা হয়েছে। হরিশচন্দ্র বলেন, যারা শান্তিপ্রিয় সাঁওতালদের উপর অত্যাচার করে তাদের বিদ্রোহ করতে বাধ্য করেছে, তাদেরই শাস্তি হওয়া উচিৎ। সাঁওতালদের শাস্তি প্রাপ্য নয়। সাঁওতালরা শুধু চায় নিজেদের জঙ্গল ও উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার।
৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযােগ্য পরিবর্তনের উল্লেখ করাে।
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লােপ পেয়েছিল। তার বদলে ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আইন জারি করে ব্রিটেনের রানি ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘােষণা করা হয়। পাশাপাশি রানির মন্ত্রীসভার একজন সদস্যকে ভারত -শাসন বিষয়ে দেখভালের জন্য সচিব হিসেবে নিয়ােগ করা হয়। তাছাড়া গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয়।
রাজপ্রতিনিধি ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ বা ভাইসরয় পদ তৈরি করা হয়। লর্ড ক্যানিং যিনি ১৮৫৭ খ্রিস্টাব্দের গভর্নর জেনারেল ছিলেন, তিনি প্রথম ভাইসরয় নিযুক্ত হন। ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ভারত শাসন সংক্রান্ত ঐ আইনটি বলবৎ হয়। ভারতে শুরু হয় রানি ভিক্টোরিয়ার শাসন।
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment