Model Activity Task |
Model Activity Task Class 8 Environmental Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 8 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
পরিবেশ ও বিজ্ঞান
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩
১.১ আপেক্ষিক তাপের একক হলাে—
(ক) ক্যালােরি g °C (খ) ক্যালােরি / g °C
(গ) ক্যালােরি g/ °C (ঘ) ক্যালােরি °C/g
উত্তরঃ (খ) ক্যালােরি / g °C
১.২ গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময়
(ক) আনােডে সােডিয়াম উৎপন্ন হয় (খ) অ্যানােডে বিজারণ ঘটে
(গ) ক্যাথােডে জারণ ঘটে (ঘ) অ্যানােডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
উত্তরঃ (ঘ) অ্যানােডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
১.৩ ডেঙ্গি রােগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলাে—
(ক) অ্যানােফিলিস মশা (খ) কিউলেক্স মশা
(গ) এডিস মশা (ঘ) বেলেমাছি।
উত্তরঃ (গ) এডিস মশা
২. ঠিক বাক্যের পাশে ‘/' চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘x' চিহ্ন দাও : ১x৩=৩
২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
উত্তরঃ ঠিক
২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।
উত্তরঃ ঠিক
২.৩ অপরিশােধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়।
উত্তরঃ ঠিক
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮
৩,১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বােঝায় তা ব্যাখ্যা করাে।
উত্তরঃ যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাকে বিকিরণ পদ্ধতি বলে।উদাহরণ: সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়।
৩.2 Cus04 + Fe = Cu + FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখাে।
উত্তরঃ
৩.৩ ডায়রিয়া হলে কী ঠী সমস্যা দেখা দিতে পারে?
উত্তরঃ ডায়ারিয়া হলে প্রদত্ত সমস্যাগুলি দেখা দিতে পারে—
(i) শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে।
(ii) শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে।
(iii)মলের সঙ্গে থেকে রক্ত বের হতে পারে।
(iv)শরীরের জলসাম্য, অম্ল-ক্ষারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে।
৩.৪ মেজর কার্পও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করাে।
উত্তরঃ
৪. তিনটি-চারটি বাক্যে উত্তর দাও : ৩x২=৬
৪.১ তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করাে থেকে প্রাথমিকভাবে মনো যেতে পারে যে কোনাে পরিবর্তনরাসায়নিক পরিবর্তন।
উত্তরঃ কোনাে পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বােঝা যায় কয়েকটা পর্যবেক্ষণে।যেমন:
(i)রাসায়নিক পরিবর্তনে রঙ পরিবর্তন হয় অর্থাৎ রঙ্গিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙ্গিন।
(ii)তাপের উদ্ভব বা শােষণ হতে পারে।
(iii) বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে।
৪.২ “রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়”– ৩াহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন?
উত্তরঃ রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
(i)অনেকসময় ক্ষতিকারক প্রাণীগুলাে নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলে।
(ii) রাসায়নিক পদার্থগুলাে ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করালে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।
(iii) রাসায়নিক পদার্থগুলাে অনেকসময় উপকারী পতকাদের (মৌমাছি, প্রজাপতি) মেরে ফেলে।
এইসব কারণেই অনেকসময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়।
এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। পরভূক আর পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকডসা,বােল,ভীমরুল,গঙ্গাফড়িং ও বেশ কিছু ধরনের পাখি,ফসলের শত্রুদের ধরে খায়।তাছাড়াও ছত্রাক, প্রােটোজোয়া, ব্যাকটেরিয়া আর ভাইরাস আসলে ফসলের শত্রুদের দেহে পরজীবি রূপে বাস করে ওইসব প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণ করে।
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment