Model Activity Task |
Model Activity Task Class 8 Geography Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 8 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
পরিবেশ ও ভূগােল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৪=৪
১.১ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলাে –
ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
উত্তরঃ গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলাে –
ক) সিরােকিউমুলাস
খ) অল্টোকিউমুলাস
গ) স্ট্যাটাস
ঘ) কিউমুলােনিম্বাস।
উত্তরঃ ঘ) কিউমুলােনিম্বাস।
১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করাে —
ক) মেক্সিকো – ২৩২ উত্তর অক্ষরেখার বিস্তৃতি
খ) গ্রান্ড ক্যানিয়ন - কলোরাডাে নদীর প্রবল পার্শ্বক্ষয়
গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞল — শীতকালীন বৃষ্টিপাত
ঘ) কানাডার কাষ্ঠ শিল্প – ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য
উত্তরঃ খ) গ্রান্ড ক্যানিয়ন - কলোরাডাে নদীর প্রবল পার্শ্বক্ষয়
১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলাে –
ক) ভেনিজুয়েলা
খ) গায়না
গ) উরুগুয়ে
ঘ) সুরিনাম
উত্তরঃ খ) গায়না
২. শুম্ভ মেলাও : ১x৪=৪
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.১ স্থানীয় বায়ু |
i) টিটিকাকা |
২.২ বেশি উচ্চতার মেঘ |
ii) চিনুক |
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ |
iii) এস্টেনশিয়া |
২.৪ পশুচারণভূমি |
iv) সিরাস |
উত্তরঃ
ক স্তম্ভ | খ স্তম্ভ |
২.১ স্থানীয় বায়ু | ii) চিনুক |
২.২ বেশি উচ্চতার মেঘ | iv) সিরাস |
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ | i) টিটিকাকা |
২.৪ পশুচারণভূমি | iii) এস্টেনশিয়া |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪
৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করাে।
উত্তরঃ দুই মেরু অঞ্চল প্রায় সারাবছর বরফে ঢাকা থাকায় উষ্ণুতা হিমাঙ্কের নীচে থাকে। তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী।
এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম। ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও কম থাকে।
৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তরঃ
নদনদীর বৈশিষ্ট্য : ০ দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল।
• নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী।
• অধিকাংশ নদীই আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
• ওরিনােকো নদী ছাড়া অন্য কোনাে নদীর মােহনায় ব-দ্বীপ সৃষ্টি হয়নি।
কোনাে জায়গায় বায়ুর উয়তা হঠাৎকরে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু ১৬৯ ডুগাল এটি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাত (Anti Cyclone)।
সাধারণত উচ্চ অক্ষাংশে এই প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের তুলনায় অনেকটাই কম। প্রতীপ ঘূর্ণবাত সাধারণত মেঘমুক্ত, শুষ্ক ও রােদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে।
কৃষিকাজ : হ্রদ অঞ্চল কৃষিকার্যে বেশ উন্নত। এখানে প্রধানত শস্যাবর্তন পদ্ধতিতে (একই জমিতে বারবার একই (৩৬২) উত্তর আমেরিকা ফসলের চাষ না করে বিভিন্ন ফসলের চাষ পর্যায়ক্রমে করা হলাে শস্যাবর্তন) চাষবাস করা হয়। এখানকার উৎপন্ন ফসলগুলি হলাে ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট। এছাড়া হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে আঙুর, আপেল ও পিচ প্রভৃতি ফলের চাষ করা হয়। হ্রদ অঞলের দক্ষিণ দিকের বিখ্যাত ভুট্টা বলয়ে পশুখাদ্য হিসাবে ভুট্টার চাষ করা হয়। ভুট্টা বলয়ের উত্তরাংশের তৃণভূমিতে হে, ক্লোভার প্রভৃতি ঘাসও পশুখাদ্য হিসাবে চাষ করা হয়। অঞ্চলটির মধ্যভাগের উচ্চভূমি পৃথিবীর সর্বাধিক ভুট্টা উৎপাদক অঞ্চল হিসাবে পরিচিত। এগুলির মধ্যে ভুট্টা উৎপাদনে এই অঞ্চল বিশ্বে প্রথম স্থান অধিকার করে। এই ভুট্টা বলয়ের উত্তরাংশে বিশেষত পশুখাদ্যের জন্য বিভিন্ন ধরনের ঘাসের চাষ করা হয়।
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment