Model Activity Task |
Model Activity Task Class 7 Environmental Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 7 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. ঠিক উত্তর নির্বাচন করা : ১x৩=৩
১.১ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলাে –
(ক) প্লাস্টিক
(খ) চিনেমাটি
(গ) কাঠ
(ঘ) ৩ামা।
উত্তরঃ (ঘ) ৩ামা।
১.২ সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অস্ত্রটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলাে –
(ক) R
(খ) S
(গ) 0
(ঘ) C
উত্তরঃ (গ) 0
১.৩ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলাে
(ক) বৃতি
(খ) দল 'ল
(গ) পরাগধানী
(ঘ) ডিম্বাশয়।
উত্তরঃ (ঘ) ডিম্বাশয়।
২. সংক্ষিপ্ত উত্তর দাও : ১x৩=৩
২.১ একটি বাল্বের তাপ ও আলােকশক্তির উৎস কী?
উত্তরঃ বালবের ফিলামেন্ট তৈরী হয় টাংস্টেন ধাতু দিয়ে। ফিলামেন্টে তড়িৎ চলাচল হলেই তার মধ্যে তাপ উৎপন্ন হয়। এই তাপ শক্তি আলােক শক্তিতে বদলে গেলে হয় আলাে।
২.২ উদ্ভিদের মুলত্রের কাজ কী?
উত্তরঃ উদ্ভিদের মূলের ডগার টুপির মত অংশকে বলে মূলত্র। এই মূলত্র অংশ, মাটিতে মূল প্রবেশ করার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে।
২.৩ মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরােদগমের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করাে।
উত্তরঃ মৃদভেদী অঙ্কুরােদগমে বীজপত্রাবকান্ড ও বীজপত্র বীজত্বক কাটিয়ে মাটির উপরে উঠে আসে কিন্তু মৃদবর্তী অঙ্কুরােদগমে বীজপত্র কখনােই মাটি ভেদ করে উপরে উঠে আসে না।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮
৩.১ একটি দণ্ডচুম্বকের ‘উদাসীন অঞ্চল' বলতে কী বােঝায় তা ব্যাখ্যা করাে।
উত্তরঃ দন্ড চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। ওই অঞ্চলকে বলে চুম্বকের উদাসীন অঞ্চল।
৩.২ অভিসারী ও অপসারী আলােকরশ্মিগুচ্ছ বলতে কী বােঝায় তা ছবি এঁকে বােঝাও।
উত্তরঃ যে রশ্মিগুচ্ছের আলােকরশ্মিগুলি পরস্পরের দিকে এগিয়ে এসে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাদের বলে অভিসারী আলােকরশ্মিগুচ্ছ।
আলােক উৎস থেকে নির্গত হওয়ার পর যে রশ্মিগুচ্ছের আলােকরশ্মিগুলি পরস্পরের থেকে দূরে সরে যায় তাদের বলে অপসারী আলােকরশ্মিগুচ্ছ।
৩,৩ উদ্ভিদের পাতার প্রধান কাজ কী কী?
উত্তরঃ উদ্ভিদের পাতার কাজগুলি হলাে--
(i) পাতার পত্রফলক খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে।
(ii) পাতার পত্রবৃন্ত-এর কাজ জল ও খাদ্য পরিবহন করা।
(iii) পাতার পত্রমূল- এর কাজ হলাে পত্রফলককে ধরে রাখা, গ্যাসের আদান প্রদানে সাহায্য করা এবং পাতাকে কান্ড বা শাখার সাথে যুক্ত করা।
৩,৪ “ব্যাকটেরিয়াঘটিত নানা রােগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালােস্পােরিন অ্যান্টিবায়ােটিক ব্যবহৃত হয়” ব্যাকটেরিয়াঘটিত রােগে এই ধরনের অ্যান্টিবায়ােটিক ব্যবহার করার কারণ বিষেণ করাে।
উত্তরঃ পেনিসিলিন ছিল ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরূদ্ধে কাজ করা প্রথম ওষুধ,যা অনেক গুরুত্বপূর্ণ সংক্রমণের বিরূদ্ধে কার্যকর ছিল। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের পেপটাইডােগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করার মাধ্যমে পেনিসিলিন কাজ করে থাকে। সেফালােস্পােরিন অ্যান্টিবায়ােটিক ব্যাকটেরিয়ার কোষের দেওয়াল গঠনে বাঁধা দেয় ফলে দেওয়াল ভেঙে পড়ে এবং ব্যকটেরিয়া মারা যায়। উপরিউক্ত কারণে ব্যকটেরিয়াঘটিত রােগে এই ধরনের অ্যান্টিবায়ােটিক ব্যবহার করা হয়।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : ৩x২=৬
৪.১ একটি বিস্তৃত আলােক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু নিয়ে পরীক্ষ করলে, কীভাবে পর্দায় প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে তা ছবি এঁকে চিহ্নিত করাে।
উত্তরঃ
৪.২ “বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি” – উপযুক্ত কারণসহ ব্যাখ্যা করাে।
উত্তরঃ বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে বিভিন্ন মারাত্মক গ্যাস যেমন- কার্বন মনােক্সাইড, মিথেন, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি থাকে যা প্রাণনাশের কারণ হয়। সেজন্য অক্সিজেন মাস্ক ব্যবহার করা অতি প্রয়ােজন। এছাড়া বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কটি কতটা গভীর বা কতটা নিরাপদ তা নিশ্চিত হওয়ার পরই সেখানে নামা উচিত। এক্ষেত্রে অক্সিজেন ডিটেক্টর যন্ত্র ব্যবহার করা হলে তা সহজেই বােঝা যাবে। যন্ত্রগুলাে না থাকলে সহজ কিছু উপায়েও এগুলাে পরীক্ষা করে তারপর পরিষ্কার করতে নামা উচিত।
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task class 7 science part 7 model activity task class 7 science part 7 model activity task class 7 science part 7 model activity task class 7 bengali class 7 part 7 model activity task class 7 part 7 bengali model activity task class 7 english model activity task class 7 bengali part 7
No comments:
Post a Comment