Model Activity Task |
Model Activity Task Class 7 Bengali Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 7 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ ‘তার চলবার ভঙ্গিটি বড়াে মজার।
কার চলবার ভঙ্গিটি বড়াে মজার? তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কী জানিয়েছেন?
উত্তরঃ প্রশ্নে উদ্ধৃত অংশটি শিবতােষ মুখােপাধ্যায় রচিত 'কার দৌড় কদূর প্রবন্দ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে।
এককোশী অ্যামিবা তার দেহের খানিক প্রােটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ। আর এই ক্ষণপদের সাহায্যেই প্রােটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়, কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন।
১.২ ‘কার নাম দুন্দুভি? কাকে বলে অরণি ?
প্রশ্ন দুটি তােমাকে করা হলে তুমি কী উত্তর দেবে?
উত্তরঃ দুন্দুভি শব্দের অর্থ হলাে 'ঢাক' এবং অরণি শব্দের অর্থ হলাে চিত্ৰক গাছ বা চকমকি পাথর।
১.৩ ‘ওই পাহাড়টার নাম জানাে?
- প্রশ্নকর্তার পরিচয় দাও। তিনি কাকে এই প্রশ্ন করেছেন? শ্রোতা তার উত্তরে কী জানিয়েছেন?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায় বিরচিত 'মেঘ-চোর' গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরি অসীমাকে এই প্রশ্ন করেছিলেন। বিদেশবির্ভুই-এ এসে হঠাৎ করেই রক্তের সম্পর্কের নিকটাত্মীয়াকে পেয়ে বিজ্ঞানী চৌধুরি খুব খুশি হয়েছিলেন। এরপর নিজের রকেটে অসীমাকে সঙ্গে নিয়ে তাকে প্রকৃতি তথা আবহাওয়ার নানা রহস্য সম্পর্কে অবহিত করতে থাকেন। ঘুরতে ঘুরতে তারা একসময় আলাস্কার আকাশে আসেন।
আলাস্কায় তখন এস্কিমােদের ইগলুর বদলে বড়াে বড়াে এয়ারকন্ডিশনড় বাড়ি উঠেছে। নীচের দিকে একটি সােনালি রঙের পাহাড় অসীমার দৃষ্টি আকর্ষণ করলে বিজ্ঞানী পাহাড়টির নাম জানতে চান। ইতিহাসের ছাত্রী হলেও ভুগােলটাও অসীমা ভালাে জানত। তাই অকপটে সে জবাব দেয় পাহাড়টি হল মাউন্ট চেম্বারলিন আর তার পাশের কুয়াশায় ঢাকা হ্রদটি একটি হলো স্রেভার লেক।
১.৪ পুলিনবিহারী সেন জনগণমন অধিনায়ক জয় হে’ গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কী উত্তর দিয়েছিলেন ?
উত্তরঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্র পুলিনবিহারী সেন বহু প্রবন্ধগ্রন্থের রচয়িতা। রবীন্দ্রনাথের রচনাব্যাখ্যায় তাঁর প্রবন্ধগুলি আজও আদর্শস্থানীয়।
পুলিনবিহারী বিশ্বকবি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর নানা বিষয়ে পত্রালাপ চলত। সেই প্রসঙ্গেই তিনি কবির কাছে জনগণমন অধিনায়ক জয় হে' গানটি রচনার উপলক্ষ্য জানতে চাইলে রবীন্দ্রনাথ তাঁকে চিঠিতে লিখে জানান যে, কবির কোনাে এক রাজসরকারে প্রতিষ্ঠাবান বন্ধু ভারতসম্রাটের আগমন উপলক্ষ্যে তাঁকে গান রচনা করতে অনুরােধ করলে তিনি গানটি রচনা করেন।
১.৫ ‘ভেসে যায় নামগুলি’ – কোন্ নামগুলি, কোথায়, কেন ভেসে যায়?
উত্তরঃ কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন' কবিতায় যেসব ক্ষমতালােভী, সাম্রাজ্যবাদীরা বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চাই তাদের নামের কথা এখানে বলা হয়েছে।
আলােচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি বােঝাতে চেয়েছেন যে, সাম্রাজ্যের ক্ষমতালােভী শাসকের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করেছে, তাতে মানুষের কোনােই উপকার হয়নি। তাই মানুষের মনে তাদের কোনােই জায়গা হয়নি। একসময় কালের নিয়মে সেই প্রাসাদ বা অট্টালিকাগুলি ধ্বংসকূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গিয়েছে।
২. নির্দেশ অনুসারে নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ বাক্যে প্রয়ােগ করাে :
২.১.১ ঝিরঝির
উত্তরঃ সারারাত ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে।
২.১.২ টাপুর-টুপুর
উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুরটুপুর।
২.১.৩ খিলখিল
উত্তরঃ শিশুটি খিল খিল করে উঠলাে।
২.২ নীচের বাক্যগুলিতে শব্দদ্বৈতগুলির প্রয়ােগ বৈশিষ্ট্য দেখাও :
২.২.১ ঠেলাঠেলির মধ্যে না যাওয়াই ভালাে।
উত্তরঃ আলােচ্য বাক্যে ঠেলাঠেলি' একটি শব্দদ্বৈত এবং এর মধ্য দিয়ে অস্বাচ্ছন্দ্য অর্থ (ভিড়ের মধ্যে) প্রকাশিত।
২.২.২ দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল।
উত্তরঃ
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment