Model Activity Task |
Model Activity Task Class 8 History Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 8 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
পরিবেশ ও ইতিহাস
অষ্টম শ্রেণি
১. ভাররেসংবিধানেনাগরিকদের ছয়টি মৌলিক অধিকারের কথাবলা হয়েছে। নীচে দেওয়া কোন বিকল্পটিবর্তমানে মােলিকঅধিকারের তালিকাভুক্ত নয়?
(ক) সাম্যের অধিকার
(খ) শােষণের বিরুদ্ধে অধিকার
(গ) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(ঘ) সম্পত্তির অধিকার
উত্তরঃ (ঘ) সম্পত্তির অধিকার
২. ভারতের সংবিধানে ১১টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে। নীচে দেওয়া কোন বিকল্পটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না?
(ক) জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানাে
(খ) জাতীয় সম্পত্তি রক্ষা করা
(গ) নারী ও শিশু সুরক্ষা।
(ঘ) ঐক্য ও সৌভাতৃত্ববােধ গড়ে তোলা
উত্তরঃ (গ) নারী ও শিশু সুরক্ষা।
৩. ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদেহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ঘটে। নীচের কোন বিকল্পটি সঠিক নয়?
(ক) ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল।
(খ) ভারতকে স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয়।
(গ) রানি ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সাম্রাজ্ঞী ঘােষণা ধরা হয়
(ঘ) লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হন।
উত্তরঃ (খ) ভারতকে স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয়।
8. ‘ভারতমাতা’ চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল?
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) নীল বিদ্রোহ
(গ) স্বদেশী আন্দোলন
(ঘ) ভারতছাড়া আন্দোলন
উত্তরঃ (গ) স্বদেশী আন্দোলন
৫. মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তােলেন _____________
(ক) সত্যশােধক সমাজ
(খ) আর্য সমাজ
(গ) ব্রাহ্ম সমাজ
(ঘ) প্রার্থনা সমাজ
উত্তরঃ (ক) সত্যশােধক সমাজ
৬. সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পাস্তুলুর কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়।
(ক) দুজনেই সংস্কৃত ভাষাচর্চার প্রসিদ্ধি ঘটিয়েছিলেন।
(খ) দুজনেই মুদ্রণ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন।
(গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
(ঘ) দুজনেই সতীদাহ প্রথার বিরুদ্ধে সােচ্চার হয়েছিলেন।
উত্তরঃ (গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
৭. পরিবারের কোনাে মহিলা যদি নিপীড়নের শিকার হন, তাহলে তিনি নীচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন?
(ক) পারিবারিক হিংসারােধ আইন - ২০০৫
(খ) শিক্ষার অধিকার আইন - ২০০৯
(গ) তথ্য জানার অধিকার আইন - ২০০৫
(ঘ) তথ্য প্রযুক্তি আইন - ২০০০
উত্তরঃ (ক) পারিবারিক হিংসারােধ আইন - ২০০৫
৮. বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত
(ক) তিন বছর
(খ) পাঁচ বছর
(গ) ছয় বছর
(ঘ) দশ বছর
উত্তরঃ (খ) পাঁচ বছর
৯. মানচিত্রটি ঔপনিবেশিক ভারতে ভূমি-রাজস্ববন্দোবস্তের অন্তর্ভুক্ত অঙুলগুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত স্তু অড়লে কোন ভূমি-রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল?
(ক) রায়তওয়ারি বন্দোবস্ত
(খ) মহলওয়ারি বন্দোবস্ত
(গ) চিরস্থায়ী বন্দোবস্ত
(ঘ) তালুকদারি বন্দোবস্ত
উত্তরঃ (গ) চিরস্থায়ী বন্দোবস্ত
১০. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্বশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। এই পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে
(ক) দুটি স্তর
(খ) তিনটি স্তর
(গ) চারটি স্তর
(ঘ) পাঁচটি স্তর
উত্তরঃ (খ) তিনটি স্তর
১১. মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের। মানচিত্রে চিহ্নিত অঞ্চলগুলি নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কীসের নির্দেশক?
(ক) ব্রিটিশ - অধিকৃত অঞ্চল
(খ) মারাঠা অধিকৃত অঞ্চল
(গ) দেশীয় রাজ্য সমূহ
(ঘ) পাের্তুগিজ অধিকৃত অঞ্চল
উত্তরঃ (ক) ব্রিটিশ - অধিকৃত অঞ্চল
১২. মানচিত্রটি ১৮৫৭-র বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি?
(ক) দিল্লি।
(খ) মিরাট
(গ) বেরেলি।
(ঘ) ব্যারাকপুর
উত্তরঃ (খ) মিরাট
১৩. ১৯৬৯ খ্রিষ্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে। বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ ——
(ক) প্রাপ্ত বয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন
(খ) মুখ্যমন্ত্রী দ্বারা মনােনীত হন
(গ) রাজ্যপাল দ্বারা মনােনীত হন।
(ঘ) বিশেষ অধিকার প্রাপ্তদের ভােটে নির্বাচিত হন
উত্তরঃ (খ) মুখ্যমন্ত্রী দ্বারা মনােনীত হন
১৪. নীচে দেওয়া কোন কারণটি উপজাতি বিদ্রোহের সাথে সম্পর্ফক্ত নয়?
(ক) ঔপনিবেশিক অরণ্য আইন
(খ) জমিদার, মহাজনদের শােষণ
(গ) উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ
(ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ
উত্তরঃ (ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ
১৫. ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল—
(ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানাে
(খ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া
(গ) প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানাে
(ঘ) প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানাে
উত্তরঃ (ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানাে
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
mcq adaptation package class 8 bengali mcq adaptation package class 8 history mcq adaptation package class 8 math mcq adaptation package class 8 english mcq adaptation package class 8 geography mcq adaptation package class 10 pdf mcq adaptation package class 10 geography mcq adaptation package class 10 life science model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
Question no 13 answer is wrong
ReplyDelete