Model Activity Task |
Model Activity Task Class 8 Geography Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 8 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
পরিবেশ ও ভূগােল
অষ্টম শ্রেণি
১. যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনাে অংশ নেই সেটি হলাে
(ক) নিরক্ষীয়
(খ) ক্রান্তীয়
(গ) উপক্ৰান্তীয়।
(ঘ) মেরুদেশীয়
উত্তরঃ (ঘ) মেরুদেশীয়
2. .....................
উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের (...) অম্মানংশগত বিস্তৃতি কত?
ক) ২৩ ,” উঃ – ৬৬, উঃ
খ) ২৩ ,° উঃ – ২৩ ° দঃ
গ) ২৩ ° দঃ – ৬৬, দঃ
ঘ) ৬৬ ,° দঃ – ৯০° দঃ
উত্তরঃ খ) ২৩ ,° উঃ – ২৩ ° দঃ
৩. তুমি যদি ত্রিপুরা থেকে সােজাসুজি পশ্চিমদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তােমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হলাে
ক) মায়ানমার
(খ) নেপাল
গ) বাংলাদেশ
ঘ) পাকিস্তান
উত্তরঃ গ) বাংলাদেশ
৪. কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?
ক) জীববৈচিত্র্য হ্রাস
খ) মৃত্তিকা ক্ষয়
গ) অতিরিক্ত বৃষ্টিপাত
ঘ) ধস
উত্তরঃ গ) অতিরিক্ত বৃষ্টিপাত
৫. ...................
উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উথিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে?
ক) আগ্নেয় পর্ব
খ) স্তুপ পর্বত
গ) লাভা মালভূমি
ঘ) মহাদেশীয় মালভূমি
উত্তরঃ খ) স্তুপ পর্বত
৬. ক্ষয়, বহুন ও সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়াই কার্যকর হলে তবেই তৈরি হয়
ক) প্লাবনভূমি
খ) বদ্বীপ
গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
ঘ) ক্যানিয়ন
উত্তরঃ খ) বদ্বীপ
৭. ভারতের মানচিত্রটি ভালােভাবে পর্যবেক্ষণ করাে। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?
ক) পাকিস্তান ও নেপাল
খ) আফগানিস্তান ও পাকিস্তান
গ) নেপাল ও ভুটান
ঘ) ভুটান ও মায়ানমার
উত্তরঃ গ) নেপাল ও ভুটান
৮. কোন ফসলের জন্য আর্দ্র, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ?
ক) চা
খ) পাট
গ) গম
ঘ) বাজরা
উত্তরঃ খ) পাট
৯. শহরতলিতে শাক-সজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলাে বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
ক) স্থানান্তর কৃষি
খ) ট্রাক ফার্মিং
গ) ধপ চাষ
ঘ) বাগিচা কৃষি
উত্তরঃ খ) ট্রাক ফার্মিং
১০. কোনও স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নীচের কোনটি আবশ্যিক নয়?
ক) বিদ্যুতের পর্যাপ্ত যােগান
খ) কাচামালের প্রাপ্যতা
গ) উন্নত পরিবহন ও যােগাযােগ ব্যবস্থা
ঘ) নদী তীরবর্তী অবস্থান
উত্তরঃ ঘ) নদী তীরবর্তী অবস্থান
১১. ঠিক জোড়াটি নির্বাচন করাে
ক) ইয়ােকোহামা – মিশর
খ) ডেট্রয়েট – কানাডা
গ) রূঢ় – জার্মানি
ঘ) উইনিপেগ – আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ) রূঢ় – জার্মানি
১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনও বড়াে শিল্প গড়ে ওঠেনি
ক) পম্পাসে
খ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্ছলে
গ) ছােটোনাগপুর মালভূমিতে
ঘ) লণ্ডন অববাহিকায়
উত্তরঃ ক) পম্পাসে
১৩. এদের মধ্যে কোন অঙুলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের ৬০ শতাংশ রয়েছে?
ক) উপদ্বীপীয় ভারতে
খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায়।
গ) দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায়
ঘ) দক্ষিণ আমেরিকার পূর্বাংশে
উত্তরঃ খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায়।
১৪. জিওগ্রাফিকাল পােজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না?
ক) উচ্চতা
খ) অক্ষাংশ
গ) উয়তা
ঘ) দাঘিমা
উত্তরঃ ক) উচ্চতা
১৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলাে
ক) পর্যাপ্ত উয়
খ) পরিবেশ সংরক্ষণ
গ) স্থিতিশীল উন্নয়ন
ঘ) অর্থনৈতিক উন্নয়ন
উত্তরঃ গ) স্থিতিশীল উন্নয়ন
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
model activity task class 8 geography mcq adaptation package answer model activity task class 8 geography mcq adaptation package model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment