Model Activity Task |
Model Activity Task Class 8 Environmental Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 8 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
বহুবিল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম শ্রেণি
১. নীরে বক্তব্যগুলি পড়াে।
রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়
কোশে প্রয়ােজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না।
বারে বারে খিদে পায়।
কোন হরমােনের কম ক্ষরণে উপরের লক্ষণগুলি দেখা যায়?
(ক) থাইরক্সিন
(খ) ইনসুলিন
(গ) অ্যাড্রিনালিন
(ঘ) ইস্ট্রোজেন
উত্তরঃ (খ) ইনসুলিন
২. তােমার ঠোটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাচের সাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘসে নেওয়া হলাে। একফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলাে।
এবার মাইক্রোস্কোপের নীচে স্লাইডটিকে দেখলে তুমি নীচের কোনটিকে কখনােই দেখতে পাবে না?
(ক) কোশপ্রাচীর
(খ) কোশপর্দা
(গ) সাইটোপ্লাজম
(ঘ) নিউক্লিয়াস
উত্তরঃ (ক) কোশপ্রাচীর
৩. সঠিক জোড়টি চিনে নাও -
(ক) ম্যালেরিয়া – ভাইরাসঘটিত রােগ
(খ) ডেঙ্গি - প্রােটোজোয়াঘটিত রােগ
(গ) প্লেগ - ব্যাকটেরিয়াঘটিত রােগ
(ঘ) যক্ষ্মা - ভাইরাসঘটিত রােগ
উত্তরঃ (গ) প্লেগ - ব্যাকটেরিয়াঘটিত রােগ
৪. সমুদ্রে অনেকসময় অ্যালগাল রুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করাে।
(ক) সমুদ্রের জলে তেল মিশে যাওয়ার ফলে
(খ) সমুদে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে
(গ) সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়ার ফলে
(ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে।
উত্তরঃ (ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে।
৫. নীরে কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়?
(ক) মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়
(খ) মাটির উর্বরাশক্তি বা উৎপাদন ক্ষমতা কমে যায়
(গ) মাটির অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হয়
(ঘ) নাইট্রোজেন বা ফসফরাসের যৌগমিশ্রিত জল নদী বা পুকুরের জলে মিশে জলদূষণ ঘটায়
উত্তরঃ (ক) মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়
৬. নীচের বক্তব্য দুটি পড়াে এবং সঠিক বিকল্পটি বেছে নাও
বক্তব্য ১ : ক্রোমােপ্লাস্টিডে ক্লোরােফিল নামক সবুজ রং-এর রঞ্জক পদার্থ থাকে।
বক্তব্য ২ : সবুজ উদ্ভিদে সালােকসংশ্লেষের জন্য ক্লোরােফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(ক) বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভুল
(খ) বঞ্চব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল।
(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা নয়
(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১-এর সঠিক ব্যাখ্যা
উত্তরঃ (খ) বঞ্চব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল।
৭. নীচে কিছু কাজ দেওয়া আছে। এর মধ্যে যােগকলার কাজ কোনটি?
(ক) অঙ্গ-প্রত্যঙ্গের সালন ঘটানাে
(খ) দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামুলক আচ্ছাদন গঠন করা
(গ) দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয়সাধন করা
(ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযােগ রক্ষা করা
উত্তরঃ (ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযােগ রক্ষা করা
৮, অনেকসময় দুটো চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি?
(ক) ল্যাকটোব্যাসিলাস
(খ) নাইট্রোসােমােনাস
(গ) রাইজোবিয়াম
(ঘ) নাইট্রোব্যাকটার
উত্তরঃ (গ) রাইজোবিয়াম
৯. রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রােগটি সংক্রামিত হয় সেটি হলাে—
(ক) ডায়ারিয়া
(খ) হেপাটাইটিস।
(গ) যক্ষ্মা।
(ঘ) অ্যামিবিয়াসিস
উত্তরঃ (খ) হেপাটাইটিস।
১০. ...........
‘A’ চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কী?
(ক) অ্যাড্রিনাল
(খ) থাইরয়েড
(গ) অগ্ন্যাশয়
(ঘ) পিটুইটারি
উত্তরঃ (ক) অ্যাড্রিনাল
১১. ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্যপদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকার হয়?
(ক) ময়লা জল কোনাে নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে
(খ) ময়লা জল সরাসরি কোনাে নদীতে ফেললে
(গ) ময়লা জলে মাছ চাষ করলে
(ঘ) পানীয় জলের উৎসে ময়লা জল মিশ্রিত করলে
উত্তরঃ (ক) ময়লা জল কোনাে নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে
১২. নীচে দেওয়া চিত্রলেখ দুটি দেখাে। A, B, C, D হলাে চার প্রজাতির প্রাণী।
IUCN-এর ‘রেভ ডেটা লিস্ট’ অনুযায়ী “A” প্রজাতির প্রাণীকে নীচের কোন ক্যাটিগােরিতে রাখা যায়?
(ক) বিলুপ্ত
(খ) সমীক্ষা করা হয় নি
(গ) বিপন্ন
(ঘ) উদ্বেগের কোনাে প্রয়ােজন নেই
উত্তরঃ (গ) বিপন্ন
১৩. বৈশিষ্ট্য ১ : এদের কোশে কোশপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরােপ্লাস্ট থাকে না।
বৈশিষ্ট্য ২ ; এদের কোশপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত।
ওপরের বৈশিষ্ট্য দুটি কোন ধরনের অণুজীবে দেখা যায়?
(ক) ব্যাকটেরিয়া
(খ) আপ্রাণী
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
উত্তরঃ (গ) ছত্রাক
১৪. নীচের বিষয়গুলি পড়াে।
(i) চোরাশিকার
(ii) পরিবেশ দূষণ
(iii) বনসৃজন।
(iv) বন্যপ্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার
বন্যপ্রাণীদের বিপন্নতার জন্য উপরের চারটি কারণের মধ্যে কোনগুলি দায়ী?
(ক) (ii), (iii) ও (iv)
(খ) (i), (ii) ও (iv)
(গ) (i), (iii) ও (iv)
(ঘ) (i), (ii) ও (iii)
উত্তরঃ (খ) (i), (ii) ও (iv)
১৫. বক্তব্য ১ : এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশে উপস্থিত, কিন্তু উদ্ভিদকোশে অনুপস্থিত।
বক্তব্য ২ : এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশের বিভাজনে অংশগ্রহণ করে।
নীচের কোন কোশ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত ?
(ক) প্লাস্টিড
(খ) লাইসােজোম
(গ) রাইবােজোম
(ঘ) সেন্ট্রোজোম
উত্তরঃ (ঘ) সেন্ট্রোজোম
১৬. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6 m থেকে কমিয়ে 2 m করা হলাে। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলাে –
(ক) 3 গুণ
(খ) 4 গুণ
(গ) 9 গুণ
(ঘ) 36 গুণ
উত্তরঃ (গ) 9 গুণ
১৭. দুটি রাবারের বেলুনকে উলের সােয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে –
(ক) আকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
(খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
(গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
(ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
উত্তরঃ (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
১৮. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরাে স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লােহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলাে –
(ক) ভেসে-থাকা কাঠের টুকরাের ওজন ও তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান সমান
(খ) ভেসে-থাকা কাঠের টুকরাের ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
(গ) ডুবে-যাওয়া লােহার পেরেকের ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম
(ঘ) লােহার পেরেক ডুবে গেছে কারণ তার ওপরে জল কোনাে উর্ধ্বমুখী বল প্রয়ােগ করেনি।
উত্তরঃ (খ) ভেসে-থাকা কাঠের টুকরাের ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
১৯. কোনাে পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয়?
(ক) উপাদানের প্রকৃতির ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
(খ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে।
(গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
(ঘ) আপেক্ষিক তাপের এক হলাে ক্যালােরি গ্রাম'C
উত্তরঃ (গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
২০. নীচের কোন পদার্থটি খােলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়?
(ক) চিনি
(খ) মােন
(গ) সােডিয়াম ক্লোরাইড
(ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড
২১. খােলা হাওয়ায় রাখা জলের উয়তা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে –
(ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(গ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ = ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ
উত্তরঃ (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
২২. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলােকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –
(ক) 35°
(খ) 45°
(গ) 55°
(ঘ) 65
উত্তরঃ (গ) 55°
২৩. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলাে : লােহা 1530°C, গ্যালিয়াম 29.৪°C, পারদ -39°C, সােনা 1063°C। এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলাে –
(ক) লােহা
(খ) সােনা
(গ) পারদ
(ঘ) গ্যালিয়াম
উত্তরঃ (ঘ) গ্যালিয়াম
২৪. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলাে Ca, Zn, Fe, (II), Cu। তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে?
(ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যােগ করলে
(খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লােহা যােগ করলে
(গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যােগ করলে
(ঘ) জিঙ্ক সালফেট দ্রবণে লােহা যােগ করলে
উত্তরঃ (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যােগ করলে
২৫. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয়?
(ক) একই মৌলের সব পরমাণু ভর ও ধর্মে অভিন্ন
(খ) ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে ভিন্ন
(গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণসংখ্যার সরলানুগতে যুক্ত হয়
(ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে
উত্তরঃ (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে
২৬. মারকিউরাস ক্লোরাইডের সংকেত হলাে –
(ক) HgCl
(খ) Hg2Cl2
(গ) HgCl2
(ঘ) Hg2Cl
উত্তরঃ (গ) HgCl2
২৭. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়?
(ক) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
(খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না
(গ) পরীক্ষার ভিত্তিতেই অনুঘটক নির্বাচন করতে হয়
(ঘ) অনুঘটক গুঁড়াে করে রাখায় বিক্রিয়ার বেগ বেড়ে যায়
উত্তরঃ (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না
২৪. গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –
(ক) ক্যাথােড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথােড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানােড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(ঘ) অ্যানােড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তরঃ (ক) ক্যাথােড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
২৫. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয়?
(ক) জোয়ারভাটা।
(খ) বায়ুপ্রবাহ
(গ) কয়লা
(ঘ) সূর্য
উত্তরঃ (গ) কয়লা
৩০. বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে?
(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) মিথেন
(গ) নাইট্রাস অক্সাইড।
(ঘ) ওজোন
উত্তরঃ (ক) কার্বন ডাইঅক্সাইড
Others Subjects:
Bengali English History Geography Life Science Physical Science Math
Tag :
mcq adaptation package class 8 bengali mcq adaptation package class 8 history mcq adaptation package class 8 math mcq adaptation package class 8 english mcq adaptation package class 8 geography mcq adaptation package class 10 pdf mcq adaptation package class 10 geography mcq adaptation package class 10 life science model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment