Breaking

Model Activity Task class 8 History Part 2 Answer


Model Activity Task class 8 History Part 2
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 8 History Question and Answers Part 2

PDF Download :

Model Activity Task Class 9 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:


১, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামাে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ?

উ: মােঘল সাম্রাজ্যের বিপর্জয়ের কারণ গুলি নিম্নরুপ -

  ১. দুর্বল উত্তরাধিকার :- ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ ও বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেননি। ফলে এই দুর্বল উত্তরাধিকার সিংহাসনের স্থায়িত্বকাল ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে ।

  ২ আধলিক শক্তির উত্থান :- ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বলতার সুযােগে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহ গুলি মুঘলদের কেন্দ্রীয় শাসন এর ভিত দুর্বল করে দেয় ।

  ৩, দাক্ষিণাত্য নীতি- ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সে সময়ে সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি। কেননা তিনি  সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে সুরক্ষিত না করে দাক্ষিণাত্য অভিযানে ব্যস্ত হয়ে পরেন।

  ৪, সামরিক সংস্কারের অভাব :- অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাটগণ কোনরূপ সামরিক সংস্কার  করেন নি। ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর শক্তি শক্রদের সামনে টিকতে পারে নি।

   ৫ আর্থিক সংকট- যুদ্ধ-বিগ্রহ, বিলাসিতা ,আয় বৃদ্ধির চেষ্টা না করা, প্রভৃতি কারণে মুঘল সাম্রাজ্যে আর্থিক সংকট দেখা দেয়।

  ৬ বৈদেশিক আক্রমণ :- বিভিন্ন আভ্যন্তরীণ কারণে যখন মুঘল সাম্রাজ্য জর্জরিত, তখন বৈদেশিক আক্রমণ এই সাম্রাজ্যের জীবনশক্তিকে একধাক্কায় অনেকটা কমিয়ে দেয় । নাদির শাহ বা আহম্মদ শাহ আব্দালির আক্রমণ ঠেকানাের মতাে ক্ষমতা ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের ছিল না ।

  ৭. ইংরেজদের ভূমিকা : ইংরেজদের কূটনীতি, বিচক্ষণতা ও সুযােগসন্ধানী তৎপরতা মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে।

২. জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করাে ।

উত্তর:- জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
পদক্ষেপগুলি নিম্নরূপ :-

১. জেমস রেনেল-এর বাংলার নদীপথ জরিপ করা ,
২. ফ্র্যাঙ্কল্যান্ডের উদ্যোগে কৃষি জমি জরিপের সূচনা,
৩.মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি সংস্থা গঠন,
৪. আলাদা আলাদা ১৬ টি মানচিত্র তৈরি করে জরিপ করা,
৫. ইজারাদারি ব্যবস্থা,
৬. পাঁচশালা বন্দোবস্ত,
৭. মহলওয়ারি বন্দোবস্ত,
৮. রায়তওয়ারি বন্দোবস্ত,
৯. দশ সালা বন্দোবস্ত,
১০. চিরস্থায়ী বন্দোবস্ত ,
১১. সূর্যস্ত আইন ।


3.উপযুক্ত তথ্য দিয়ে নিজের শক্তি পূরণ করা।

উত্তর:- 
   

অধীনতামূলকস্বত্ত্ববিলােপ নীতি
গভর্নর জেনারেললর্ড ওয়েলেসলিলর্ড ডালহৌসি
সময়কাল১৭৯৮১৮৪৮
প্রভাবিত রাজ্য
১.  হায়দ্রাবাদ
২. মারাঠা
১. সাতারা
২. ঝাঁশি
মূল নীতি
১. মিত্র রাজ্যকে কোম্পানি বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করবে ।
২. কোম্পানির অনুমতি ছাড়া মিত্ররাজ্য করাে সাথে যুদ্ধ বা শান্তি স্থাপন করতে পারবে না।
১.কোম্পানি সৃস্ট কোনও দেশীয় রাজ্যের রাজা দত্তক নিতে পারবে না
২. দেশিয় স্বাধীন রাজ্য গুলির সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে

No comments:

Post a Comment