Breaking

Model Activity Task class 8 History Part 1 Answer


Model Activity Task class 8 History Part 1
Model Activity Task 


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 8 History Question and Answers Part 1

PDF Download :

Model Activity Task Class 8 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১. দেওয়ানির অধিকার, দ্বৈতশাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল ? (১০০ থেকে ১২০ শব্দে লেখা)। 

উত্তর: দেওয়ানি কথার অর্থ হল কোন অঞ্চলের আইনগতভাবে রাজস্ব আদায়ের অধিকার। 
 ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরাজযের সূত্র ধরে, ১৭৬৫ খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছথেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভকরে। দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক ঘটে। যখন কোন অঞ্চলে একই সময়ে দুজন শাসক শাসনকার্য পরিচালনা করেন তখন সেই শাসনব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে।
  একদিকে কোম্পানির হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা অন্য দিকে নবাবের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব । প্রজাদের উপর রাজস্বের চাপ বাড়ে এবং জমিদার ও রজস্ব কর্মচারীদের অত্যাচারে মানুষের দুর্দশার সীমা ছাড়িয়ে যায় । আর এই ব্যবস্থার ফলে বাংলার বুকে এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘনিয়ে আসে যা ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। ১৭৭০ বা ১১৭৬ বঙ্গাব্দে বাংলার বুকে যে ভয়াবহ দুর্ভিক্ষের হয় তাতে বাংলার এক তৃতীয়াংশ মানুষ খাদ্যভাবে প্রাণ হারায়।

২. নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলাে পূরণ করাে।

উত্তর: 

উদ্যোগপ্রশাসকঅন্যান্য উদ্যোগ
১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানী বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে।ওয়ারেন হেস্টিংস1. প্রতি জেলাতে একটি দেওয়ানী ও একটি ফৌজদারি আদালত তৈরি করেন |
2. রাজস্ব সংক্রান্ত বিষয়ের তথ্য অনুসন্ধানের জন্য একটি রেভিনিউ বাের্ড গঠন করেন।
3. হিন্দু আইনগুলির সংকলন তৈরির ব্যবস্থা করেন।
দেওয়ানী সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়।লর্ড কর্নওয়ালিস
1. জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানার প্রচলন।
2. ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা।
3. (২) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার।
প্রসাশনিক ব্যয় কমাতে চেয়েছিলেন।লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
1. ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়ােগ চালু করা।
2. মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন



3. উপর নীচ --------- পাশাপাশি

উত্তর: উপর নীচ - 

1) জোনাথন ডানকান 

2) চার্লস উড 

3) এডওয়ার্ড হাইডইস্ট 

পাশাপাশি -

 4) ওয়ারেন হেস্টিংস

 5) ব্যাপ্টিস্ট মিশন

 6) ডেভিড হেয়ার

No comments:

Post a Comment