Breaking

Model Activity Task class 8 History Part 3 Answer


Model Activity Task class 8 History Part 3
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 8 History Question and Answers Part 3

PDF Download :

Model Activity Task Class 8 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:


তৃতীয় অধ্যায়:  ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ

১. সেন্ট জর্জ দুর্গ দেখা যায়-  বাংলা/ মাদ্রাজ/ বোম্বাই/ দিল্লি প্রেসিডেন্সিতে।

উ: মাদ্রাজ।

২. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন- লর্ড কর্নওয়ালিস/ ওয়ারেন হেস্টিংস/ লর্ড ওয়েলেসলি/ লর্ড কার্জন।

উ: লর্ড ওয়েলেসলি।

৩. ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়- ১৭৭০ খ্রিস্টাব্দে /১৭৭১ খ্রিস্টাব্দে / ১৭৭২ খ্রিস্টাব্দে/ ১৭৭৩ খ্রিস্টাব্দে।

উ: ১৭৭২ খ্রিস্টাব্দে।

৪. সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন- ওয়ারেন হেস্টিংস / *লর্ড কর্নওয়ালিস* /লর্ড ক্লাইভ /লর্ড ডালহৌসি। 

উ: উত্তর-লর্ড কর্নওয়ালিস।

৫. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৮১৩ খ্রিস্টাব্দে /১৮৩৩ খ্রিস্টাব্দে/১৮৫৪ খ্রিস্টাব্দে / ১৮৫৭ খ্রিস্টাব্দে।

উ: ১৮৫৭ খ্রিস্টাব্দে।

৬. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন-ওয়ারেন হেস্টিংস/ উইলিয়াম কেরি/ স্যার এলিজা ইম্পে/ চার্লস উড।

উ: স্যার এলিজা ইম্পে।

৭. ভারতের শিক্ষাব্যবস্থায় 'চুইয়ে পড়া নীতি'র প্রবক্তা ছিলেন- টমাস মেকলে/ চার্লস উড/ লর্ড বেন্টিং/ ডেভিড হেয়ার।

উ: টমাস মেকলে।

৮. কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়- পিটের ভারত শাসন আইন/ রেগুলেটিং অ্যাক্ট/ চার্টার অ্যাক্ট/ সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে।

উ: রেগুলেটিং অ্যাক্ট।

৯. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন- ১৭৭১ খ্রিস্টাব্দে/ ১৭৭৫খ্রিস্টাব্দে/ ১৭৭৭খ্রিস্টাব্দে/ ১৭৮১খ্রিস্টাব্দে।

উ: ১৭৮১খ্রিস্টাব্দে।

১০. A Code of Gentoo Law এর প্রতিষ্ঠাতা - নাথানিয়েল হালেদ/ উইলিয়াম জোন্স/ জন অ্যান্দ্রুজ /  উইলিয়াম কেরি।

উ: নাথানিয়েল হালেদ।

No comments:

Post a Comment