Breaking

model activity task class 11 history part 2


model activity task class 11 history part 1 model activity task class 11 bengali model activity task class 11 english part 2 model activity task class 11 history 2021 model activity task class 11 bengali part 2 model activity task class 11 geography part 2 model activity task class 11 answer model activity task class 11 pdf
model activity task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 11 History Question and Answers Part 2 


PDF Download :


Model Activity Task Class 11 Questions PDF Download Click here


Question And Answers:


১. নীচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখ।

উ: (ক) প্লেসটোসিন - প্লেইস্টোসিন যুগ হল একটি ভূতাত্ত্বিক পর্ব। এই যুগে বারবার আবহাওয়া ও অন্যান্য ভূগাঠনিক পরিবর্তন মানুষকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখিয়ে দেয়। এর ফলে মানুষ পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে পরবর্তীকালে উন্নততর সভ্যতা গড়ে তােলে।

     (খ) হায়ারােগ্লিফিক - প্রাচীন মিশরে তিন ধরনের চিত্রলিপি প্রচলিত ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত চিত্রলিপি হায়ারােগ্লিফিক লিপি।

     (গ) সিটাডেল - হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরের একটি উঁচু এলাকায় ভাগ করা ছিল। শহরের একটি উঁচু এলাকায় থাকতাে প্রত্নতাত্ত্বিকরা, তাদের সেই উঁচু এলাকাকে সিটাডেল বলা হত।

    (ঘ) হােমাে স্যাপিয়েন্স - আধুনিক মানুষদের হােমাে স্যাপিয়েন্স বলা হয়। এই সময় মানুষ পাথরের বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে হাতিয়ারগুলাে ও উন্নত হতে থাকে।


২. নদীকে কেন্দ্র করেই সমস্ত প্রাচীন সভ্যতার জন্ম হয়েছিল - উদাহরণ সহযােগে ব্যাখ্যা করাে।

উ:  প্রাচীন পৃথিবিতে গড়ে ওঠা সভ্যতা গুলি মূলত নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসােপটেমিয়া ও ব্যাবিলনীয় সভ্যতা, ইয়াংসিকিয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। এর কারনগুলি আলােচনা করা হলাে |

১. বসবাসের সুবিধা - নদী তীরবর্তী সমভূমি অঞ্চল বসবাস ও গৃহনির্মাণের পক্ষে আদর্শ হওয়ায় ধীরে ধীরে গড়ে ওঠে জনবসতি। কৃষিজ ফসল রক্ষার জন্য মানব নদীতীরে প্রথম ঘর বেঁধে বসবাস শুরু করেছিল।

২. কৃষিকাজের সুবিধা - নদী তীরবর্তী অঞ্চলগুলি প্রতিবছর বন্যায় পলিমাটিতে সমৃদ্ধ হয়ে ওঠে, যা কৃষিকাজের পক্ষে খুবই উপযােগী। এছাড়া অঞ্চলগুলিতে খাল কেটে নদী থেকে জল এনে সারা বছর জল শেষ করা যেত। এভাবে চাষবাস উন্নত হওয়ায় এবং নানাবিধ ফসল উৎপাদনের সুবিধা থাকায় নদীর তীরে মানুষ সভ্যতা গড়ে তােলে।

৩. পশু পালনের সুবিধা - নদী তীরবর্তী অঞ্চলগুলিতে প্রচুর ঘাস জন্মায় যা তৃণভােজী পশুদের প্রধান খাদ্য। সহজেই এই পশুখাদ্য পাওয়ার সুবিধা থাকায় নদী তীরবর্তী অঞ্চলে মানুষ বসবাস শুরু করে।

৪. ব্যবসা-বাণিজ্যের সুবিধা - নদী তীরবর্তী অঞ্চলের মানুষ নদীপথে ব্যবসা-বাণিজ্য চালাত। নৌকা ছিল সে সময়ের প্রধান পরিবহন মাধ্যম। তাই দেশের মধ্যে বা বাইরে জলপথ ধরে ব্যবসা বাণিজ্যের সুবিধা থাকায় নদী তীরে বসতি গড়ে ওঠে।

৫. যােগাযােগের সুবিধা - প্রাচীনকালে মানুষ নদী পথের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতাে। নদীপথে যেহেতু সহজে ও খুব তাড়াতাড়ি যাতায়াত করা যায় তাই অনেকেই নদীর ধারে বসবাস শুরু করলাে।

৬. পানীয় জল ও খাদ্যের সুবিধা - প্রাচীনকালে মানুষ পানীয় জল রূপে নদীর জলকেই ব্যবহার করত। নদী ছিল পানীয় জলের অফুরন্ত ভান্ডার। এর জন্য প্রাচীন মানুষ নদীর তীরে জনবসতি গড়ে তুলেছিল। উপরের এই কারনগুলাের জন্য বড়াে বড়াে সভ্যতাগুলাে নদীর তীরে গড়ে উঠেছিল।


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here

No comments:

Post a Comment