model activity task |
Model Activity Task Class 11 History Question and Answers Part 1
PDF Download :
Model Activity Task Class 11 Questions PDF Download Click here
Question :
ইতিহাস চেতনা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. ইলিয়ড, ওডিসি মহাকাব্য হিসেবে কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ?
২. নিম্নবর্গের ইতিহাসচর্চা প্রথাগত ইতিহাসচর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করাে ?
৩. ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারত ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
৪. উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে :
সভ্যতার নাম, সময়কাল, যুগ / পর্ব, সামাজিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য, অবদান
ক) হরপ্পা সভ্যতা
খ) মিশরীয় সভ্যতা
গ) সুমেরিয় সভ্যতা
Question And Answers:
ইতিহাস চেতনা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. ইলিয়ড, ওডিসি মহাকাব্য হিসেবে কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ?
উঃ রামায়ণ ও মহাভারতের থেকে যেমন ভারতের ইতিহাস জানতে পারি, ঠিক তেমনি ইলিয়ড ও ওডিসি থেকে আমরা ইউরােপের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই মহাকাব্য দুটি থেকে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী সম্পর্কে জানতে পারি। মহাকাব্য দুটি থেকে প্রাচীন গ্রিসের সমাজ ও রাষ্ট্র জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
২. নিম্নবর্গের ইতিহাসচর্চা প্রথাগত ইতিহাসচর্চা থেকে কতটা আলাদা বলে তুমি মনে করাে ?
উঃ নিম্নবর্গের ইতিহাস বলতে সামরিক বাহিনীর নিম্নপদস্থ অফিসারদের বােঝাত। কিন্তু বর্তমানে নিম্নবর্গের ইতিহাস বলতে বােঝায়, সমাজের নীচু তলার মানুষের ইতিহাস। যেমন কৃষক, শ্রমিক, শহুরে জনতা এবং নিম্নবর্গের মহিলাদেরও। আর প্রথাগত ইতিহাস বলতে প্রাচীন যুগের সমাজ প্রচলিত রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সাংবিধানিক বিষয়কে বােঝানাে হয়। নিম্নবর্গের ইতিহাস হল প্রথাগত ইতিহাসের একটি অংশ।
৩. ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে ভারত ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
উঃ
ভারত
• প্রাচীন যুগ - স্মরণাতীত কাল থেকে শুরু করে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের প্রাচীন যুগের সময়। কিন্তু অনেকে মনে করেন ৬৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন যুগ।
• মধ্যযুগ - ১২০৬ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের মধ্যযুগ।
• আধুনিক যুগ - ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ ১৭০৭ খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতের ইতিহাসের
আধুনিক যুগের সময় কাল।
পাশ্চাত্য
অতীতকাল - স্মরণাতীত অতীত থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ৪৭৬ সাল পর্যন্ত ইউরােপের ইতিহাসের প্রাচীন যুগ।
• মধ্যযুগ - ৪৭৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে কনস্টান্টিনােপলের পতনের সময় অর্থাৎ ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরােপের ইতিহাসের মধ্যযুগ।
• আধুনিক কাল - কনস্টান্টিনােপলের পতনের পর থেকে অর্থাৎ ১৪৫৩ খ্রিস্টাব্দের থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ।
৪. উপযুক্ত তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে :
সভ্যতার নাম, সময়কাল, যুগ / পর্ব, সামাজিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য, অবদান
উ:
সভ্যতার নাম | সময়কাল | যুগ / পর্ব, | সামাজিক বৈশিষ্ট্য | অর্থনৈতিক বৈশিষ্ট্য | অবদান |
---|---|---|---|---|---|
(ক) হরপ্পা সভ্যতা | 3200 - 2750 খ্রিস্টপূর্বাব্দ | প্রাগৈতিহাসিক যুগ | মাতৃ তান্ত্রিক সমাজ | কৃষিকাজ ও পশুপালন | উন্নত নগর পরিকল্পনা |
মিশরীয় সভ্যতা | 40০০ খ্রিস্টপূর্বাব্দ | প্রাগৈতিহাসিক যুগ | মাতৃতান্ত্রিক সমাজ | কৃষিকাজ | মমি ও পিরামিডের ব্যবহার |
সুমেরিয় সভ্যতা | 40০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত | প্রাগৈতিহাসিক যুগ | পুরােহিত তান্ত্রিক | কৃষিকাজ ও ব্যবসা | চাকার ব্যবহারের প্রচলন এবং লিখনের প্রচলন করেন। |
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
No comments:
Post a Comment