Breaking

Model Activity Task Class 11 Chemistry Question and Answers Part 1


model activity task class 11 pdf model activity task class 11 answer model activity task class 11 part 1 model activity task class 11 english part 2 model activity task class 11 geography part 1 model activity task class 11 bengali model activity task class 11 bengali part 1
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 11 Chemistry Question and Answers Part 1 


PDF Download :


Model Activity Task Class 9 Questions PDF Download Click here


Question And Answers:


১) ক.  6C12 = 12.00000 একক না ধরে যদি 6C12 = 24.00000 একক ধরা হতাে তাহলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের কোনাে পরিবর্তন ঘটতাে কিনা ব্যাখ্যা করাে।

উ:  6C12 = 12 স্কেলের ক্ষেত্রে,

মৌলের একটি পরমানুর ওজন = মৌলের পারমাণবিক ওজন / 1/12x একটি c12 পরমানুর ওজন

6C12 = 24 স্কেলের ক্ষেত্রে,

মৌলের পারমাণবিক ভর = মৌলের একটি পরমানুর ওজন / 1/2 x একটি C12 পরমানুর ওজন

 = মৌলের একটি পরমানুর ওজন / (1/2 x 1/2) x একটি c12 পরমানুর ওজন

= 2 x মৌলের একটি পারমাণবিক ভর / 1/12 x একটি c12 পরমানুর ওজন

6C12 = 24 স্কেলে মৌলের পারমাণবিক ভর = 2x 6C12  = 12 স্কেলে পারমাণবিক ভর


6C12 = 12.00000 একক না ধরে যদি 6C12 = 24.00000 একক ধরা হলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব বর্তমান পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ হয়ে যাবে।

যেমন - অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16 না হয়ে 32 হবে।


খ. এই পরিবর্তনে পারমাণবিক ভর এককের মানের কি পরিবর্তন হতাে। যুক্তি দাও ?

উ:   6C12 = 12 এর পরিবর্তে 6C12 = 24 একক হলে অন্যান্য মৌলের পারমাণবিক ভর এককের মানের পরিবর্তন হবে এবং Cl2 = 12 এর সাপেক্ষে যা হয় তার দ্বিগুণ হবে। কারন মৌলের পারমাণবিক ভর বর্তমান পারমাণবিক ভরের দ্বিগুণ হয়।

6C12 = 12 এর সাপেক্ষে,

মৌলের পারমাণবিক ভর একক = মৌলটির পারমাণবিক ভর x 1 amu.

6C12 = 24 এর সাপেক্ষে,

মৌলের পারমাণবিক ভর একক =(2 x মৌলটির পারমাণবিক ভর)x 1 amu.

যেমন- যখন 6C12 = 12

অক্সিজেনের পারমাণবিক ভর একক =16 x 1 amu = 16 amu.

যখন 6C12 = 24

অক্সিজেনের পারমাণবিক ভর একক =32 x 1 amu = 32amu . 


গ. পারমাণবিক স্কেলের উপরিউক্ত পরিবর্তনে STP তে কোনাে আদর্শ গ্যাসের মােলার আয়তন 22.4L থাকবে, না পরিবর্তিত হবে?

উ:  পারমাণবিক স্কেলে 6C12 = 12 এর পরিবর্তে 6C12 = 24 হলে STP তে কোনাে আদর্শ গ্যাসের মােলার আয়তন অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ মােলার আয়তন 22.4L এর পরিবর্তে 11.2 L হয়ে যাবে।

যেমন- 6C12 = 12 স্কেলে অক্সিজেনের আণবিক ওজন 32 গ্রাম।

আমরা জানি, 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 L ।কিন্তু 6C12 = 24 স্কেলে অক্সিজেনের আণবিক ওজন 64 গ্রাম।

তাহলে এক্ষেত্রে, 64 গ্রাম অক্সিজেনের আয়তন হবে= 22.4 L

অক্সিজেনের মােলার আয়তন হবে = (22.4 x 32) / 64 L 

                              = 11.2 L


২)  6C12 = 12.00000 একক ও ৪O16 = 16.00000 একক ধরে নির্ণীত অ্যাভােগাড্রো ধ্রুবকের মানে কী কোনাে তফাৎ থাকবে ? যুক্তি দাও।

উ:  1 গ্রাম পরমানু কার্বন = 12 গ্রাম কার্বন = 6.022 x 1023 টি কার্বন পরমাণু

1023 টি অক্সিজেন পরমাণু

1 গ্রাম পরমানু অক্সিজেন = 16 গ্রাম অক্সিজেন = 6.022 X

   অতএব 12 গ্রাম কার্বন বা 16 গ্রাম অক্সিজেন উভয় ক্ষেত্রেই অ্যাভােগাড্রো ধ্রুবকের মান একই থাকবে এবং এই ধ্রুবকের মান 6.022 x 1023 মােল।


৩. সােডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে "আণবিক ওজন" কথাটি যুক্তিযুক্ত নয় কেন তা ব্যাখ্যা করাে।

উ:  কোনাে পদার্থকে যে সংকেতের দ্বারা প্রকাশ করা হয় সেই । সংকেতে উপস্থিত পরমানু গুলির পারমাণবিক ভরের সমষ্টি হল ওই পদার্থের সংকেত ওজন। আবার ওই সংকেত ওজন দ্বারা আণবিক ভর নির্ণয় করা হয়। আপাত দৃষ্টিতে আণবিক ভর ও সংকেত ভর একই বলে মনে হয়। কিন্তু যেক্ষেত্রে পদার্থের অনুর প্রকৃত অস্তিত্ব আছে, কেবলমাত্র সেই ক্ষেত্রে পদার্থের আণবিক ওজন ও সংকেত ওজন একই হয়। আবার যে ক্ষেত্রে পদার্থের অনুর প্রকৃত অস্তিত্ব নেই তাদের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। NaCl অনুর Na(+) ও Cl(-) আয়ন গুলি ঘনকের আকারে সজ্জিত থাকে। একটি Na(+) আয়ণকে ছয়টি cl(-) আয়ন এবং একটি CI(-) আয়নকে ছয়টি Na(+) আয়ণ ঘিরে থাকে। অর্থাৎ NaCl অনুর প্রকৃত অস্তিত্ব নেই। তাছাড়াও NaCl একটি তড়িৎযােজী যৌগ। তাই NaCl এর আণবিক ওজন 58.5 লেখা যুক্তিযুক্ত নয়।


৪. পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন প্রভৃতিতে অ্যাভােগাড্রো ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করাে।

উ:   

১. যে কোনাে মৌলিক পদার্থের ( কঠিন, তরল বা গ্যাসীয়) এক গ্রাম- পরমানুতে কতগুলি পরমানু আছে তা অ্যাভােগাড্রো ধ্রুবকের সাহায্যে নির্ণয় করা যায়।

২. যে কোনাে মৌলিক বা যৌগিক পদার্থের ( কঠিন, তরল বা গ্যাসীয়) এক গ্রাম, অনুতে কতগুলি অনু আছে তা অ্যাভােগাড্রো ধ্রুবকের সাহায্যে নির্ণয় করা যায়।

৩. অ্যাভােগাড্রো ধ্রুবকের সাহায্যে মােল সংখ্যার ধারনা পাওয়া যায়।

৫. অনু বা পরমানুর প্রকৃত ভর নির্ণয় করা যায়।

৬. STP তে এক মােল পরিমান যে কোনাে গ্যাসের আয়তন 22.4L তা নির্ণয় করা যায়।


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here

1 comment: