Breaking

Model Activity Task class 9 Physical Science Part 4 Answer


Model Activity Task class 9 Physical Science Part 4
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 9 Physical Science Question and Answers Part 4  


PDF Download :


Model Activity Task Class 9 Questions PDF Download Click here


Question And Answers:


১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ নীচের যেটি পরিমাপযােগ্য ভৌতরাশি নয় সেটি হলাে – (ক) একটি ন্যাফথালিন বলের ভর (খ) একটি ন্যাফথালিন বলের ভরবেগ (গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ (ঘ) একটি ন্যাফথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল।

উ: (গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ


১.২ আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে এদের (ক) ভর সমান (খ) প্রােটনসংখ্যা সমান (গ) নিউট্রনসংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান।

উ: (ঘ) ভরসংখ্যা সমান


১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলাে - (ক) MLT (খ) MLT(গ) MLT (ঘ) MLT'।

উ: (ঘ) MLT


২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করাে :

২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।

উ: সত্য 


২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm l

উ: মিথ্যা 


২.৩ °C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ul

উ: সত্য


৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করাে।

উ: আমরা জানি 1 g/L =1 kg/m3

STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898g/L হলে, SI এককে এই ঘনত্বের মান হবে 0.0898 kg/m3


৩.২ একটি মৌলের পরমাণুতে প্রােটন ও ইলেকট্রনের মােট সংখ্যা 184। পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করাে।

উ: দেওয়া আছে, পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন এর মোট সংখ্যা= 184

পরমাণুর প্রোটন সংখ্যা= (184÷2) = 92

ভর সংখ্যা= 235

পরমাণুতে নিউটন সংখ্যা= ভরসংখ্যা - প্রোটন সংখ্যা=235-92=143


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ একটি ট্রেন 60 km/h দুতিতে চলছিল। ব্রেক কষার ফলে 1 m/s মন্দন সৃষ্টি হলাে। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করাে।

উ: ট্রেনটি প্রাথমিক বেগ (u) = 60 km/h 

   =60×(1000÷3600)=(50÷3) m/s

   অন্তিম বেগ (v) = 0

   মন্দন(a) =1m/s2

   সময় (t) =?

  মন্দন এর ক্ষেত্রে আমরা জানি,

  V = u - at 

বা, 0=(50÷3)-1×t

বা, t =16(2/3) sec

ট্রেনটি থামতে (16 পূর্ণ 2এর 3) sec সময় লাগবে 


Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


Telegram Group :

 Official telegram group link : click here

1 comment: