Model Activity Task |
Model Activity Task Class 9 Physical Science Question and Answers Part 4
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download Click here
Question And Answers:
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ নীচের যেটি পরিমাপযােগ্য ভৌতরাশি নয় সেটি হলাে – (ক) একটি ন্যাফথালিন বলের ভর (খ) একটি ন্যাফথালিন বলের ভরবেগ (গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ (ঘ) একটি ন্যাফথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
উ: (গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ
১.২ আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে এদের (ক) ভর সমান (খ) প্রােটনসংখ্যা সমান (গ) নিউট্রনসংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান।
উ: (ঘ) ভরসংখ্যা সমান
১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলাে - (ক) MLT (খ) MLT(গ) MLT (ঘ) MLT'।
উ: (ঘ) MLT
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করাে :
২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।
উ: সত্য
২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm l
উ: মিথ্যা
২.৩ °C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ul
উ: সত্য
৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করাে।
উ: আমরা জানি 1 g/L =1 kg/m3
STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898g/L হলে, SI এককে এই ঘনত্বের মান হবে 0.0898 kg/m3
৩.২ একটি মৌলের পরমাণুতে প্রােটন ও ইলেকট্রনের মােট সংখ্যা 184। পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করাে।
উ: দেওয়া আছে, পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন এর মোট সংখ্যা= 184
পরমাণুর প্রোটন সংখ্যা= (184÷2) = 92
ভর সংখ্যা= 235
পরমাণুতে নিউটন সংখ্যা= ভরসংখ্যা - প্রোটন সংখ্যা=235-92=143
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ একটি ট্রেন 60 km/h দুতিতে চলছিল। ব্রেক কষার ফলে 1 m/s মন্দন সৃষ্টি হলাে। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করাে।
উ: ট্রেনটি প্রাথমিক বেগ (u) = 60 km/h
=60×(1000÷3600)=(50÷3) m/s
অন্তিম বেগ (v) = 0
মন্দন(a) =1m/s2
সময় (t) =?
মন্দন এর ক্ষেত্রে আমরা জানি,
V = u - at
বা, 0=(50÷3)-1×t
বা, t =16(2/3) sec
ট্রেনটি থামতে (16 পূর্ণ 2এর 3) sec সময় লাগবে
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
Most useful for students
ReplyDelete