model activity task |
Model Activity Task Class 11 Geography Question and Answers Part 1
PDF Download :
Model Activity Task Class 11 Questions PDF Download Click here
Question And Answers:
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. ভূগােলকে কেন সংশ্লেষিত বিষয় বলা হয়?
উত্তরঃ নিচের বিভিন্ন দার্শনিক ও ভৌগােলিকদের ভূগােল সম্পর্কে উক্তিগুলাে দেখলে বােঝা যাবে যে ভূগােল একটি সংশ্লেষিত বিষয়।
(ক) এরাটোস্থেনিস - গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম Geography শব্দটি ব্যবহার করেন। তিনি ২৩৪ খ্রিস্টপূর্বাব্দে Geography শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে ভূগােল হল ' মানুষের বাসভূমি হিসেবে পৃথেবীর বিবরণ।
(খ) স্ট্রাবাে - রােমান যুগের স্ট্রাবাে বলেন, "ভূগােল পৃথিবীর জলভাগ ও স্থলভাগের সমস্ত জীব সম্পর্কে জ্ঞান দেয় ও পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে।
(গ) কান্ট - মধ্যযুগের ইমানুয়েল কান্ট বলেন, - "Geography is the study of the earth. It explains the study of the earth. It explains the varieties found in the various parts of the earth. In it incidents and active relation are considered specially important."
(ঘ) হার্ডসন - মার্কিন ভূগােলবিদ রিচার্ড হার্টসনের মতে, "ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যাস্ত ও যুক্তিসংগত বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করা ভূগােলের সাথে সংশ্লিষ্ট।"
(ঙ) জোন্স - ভৌগােলিক জোন্স বলেন, "ভূগােলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান।"
সুতারাং আধুনিক ধারনায় ভূগােল হল বিজ্ঞানের একটি শাখা, যেখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক ও মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানগুলির বর্ণনা ও পারস্পরিক সম্পর্কের বিবরণের সঙ্গে যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। এভাবে দেখলে বােঝা যাচ্ছে ভূগােল একটি সংশ্লেষিত বিষয়।
২. ভূগােলের প্রকৃতি ও পরিধি নির্ণয় করাে।
উত্তরঃ
ভূগােলের প্রকৃতি
ক) বিজ্ঞান ধর্মী - ভূগােলে পৃথিবী, প্রকৃতি ও মানুষের বিভিন্ন দিক ও তাদের মধ্যে সম্পর্ককে বিজ্ঞানসম্মতভাবে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়।
খ) সংশ্লেষিত বিষয় - ভূগােলের ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান এবং জ্যোতিবিদ্যা এই চারটি প্রাকৃতিক বিজ্ঞান এবং রাশিবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং জনসংখ্যা বিদ্যা এই আটটি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় ঘটেছে।
গ) গতিশীল বিষয় - ভূগােল আলােচিত বিষয়গুলির অতিদ্রুত পরিবর্তন ঘটেছে। প্রতিনিয়ত সংযােজিত হচ্ছে নতুন নতুন বিষয় এবং বিষয়গুলির ব্যাখ্যা ও বিশ্লেষণে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন পদ্ধতি ও মডেল। তাই ভূগােল একটি গতিশীল ও পরিবর্তনশীল বিজ্ঞান।
ভূগােলের পরিধি - ভূগােলের আলােচ্যসূচির মধ্যে প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হওয়ায় ভূগােলের বিষয়বস্তু ও পরিধি আজ সুদূর প্রসারিত এবং ক্রমশ বিস্তৃত হয়ে চলেছে। এজন্য অনেকে ভূগােলকে 'সকল বিজ্ঞানের জননী' বলেছেন।
ক) ভৌগােলিক অবস্থান নির্ণয় - বিশ্বব্রহ্মান্ডের সমস্ত জ্যোতিষ্ক, বস্তু ও স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান, আপেক্ষিক অবস্থান ও বিভিন্ন অবস্থানের মধ্যে পারস্পয়ারিক সম্পর্ক ভূগােলে সমীক্ষা, ব্যাখ্যা ও নির্ণয় করা হয়।
খ) আঞ্চলিক পৃথকীকরণ - ভৌগােলিক বৈশিষ্ট্যের সমতা লক্ষ করে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে অঞ্চলে ভাগ করে ভূগােলে তাদের পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা ও অনুশীলন করা হয়। বারিমন্ডল, শিলামন্ডল ও বায়ুমন্ডলের আঞ্চলিক বিভাগ করা হয়।
গ) মানুষ প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ - ভূগােলের প্রধান দুটি বিষয় হল মানুষ ও প্রকৃতি। মানুষের উপর প্রকৃতির প্রভাব, প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের কর্তৃত্ব এবং উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক তথা ক্রিয়া - প্রতিক্রিয়া ভূগােল শাস্ত্রে বিচার বিশ্লেষণ করা হয়।
৩. ভূগােলের প্রধান তিনটি শাখার নাম ও তাদের শ্রেণিবিভাগ করাে।
উত্তরঃ ভূগােলের প্রধান তিনটি শাখা হলাে - (ক) প্রাকৃতিক ভূগােল, (খ) জীব ভূগােল এবং (গ) মানবীয় ভূগােল।
(ক) প্রাকৃতিক ভূগােল : আলােচ্য বিষয়বস্তু অনুসারে প্রাকৃতিক ভূগােলের পাঁচটি শাখা রয়েছে। সেগুলাে নিম্নরূপ-
১. জ্যোতির্বিজ্ঞানীয় ভূগােল
২. ভূমিরূপবিদ্যা
৩. জলবায়ুবিদ্যা
৪. সমুদ্রবিদ্যা
৫. মৃত্তিকা ভূগােল
(খ) জীবভূগােল - জীবভূগােলকে চারটি ভাগে ভাগ করা হয়। যথা -
১. উদ্ভিদ ভূগােল
২. প্রাণী ভূগােল
৩. মানবীয় বাস্তুবিদ্যা
৪. পরিবেশ ভূগােল
(গ) মানবীয় ভূগােল - আলােচ্য বিষয়বস্তু অনুসারে মানবীয় ভূগােলকে আটটি শাখাতে বিভক্ত করা হয়। যথা -
১. রাশিমাত্রিক ভূগােল
২. অর্থনৈতিক ভূগােল
৩. জনসংখ্যা ভূগােল
৪. রাজনৈতিক ভূগােল
৫, ঐতিহাসিক ভূগােল
৬. সামাজিক ভূগােল
৭. দার্শনিক ভূগােল
৮. সাংস্কৃতিক ভূগােল
৪. জনসংখ্যা ভূগােলের ভবিষ্যৎ আলােচনা ক্ষেত্রের ওপর আলােকপাত করাে।
উত্তরঃ মানবীয় ভূগােলের যে শাখায় জনসংখ্যার বিবর্তন, প্রকৃতি, গঠন, বন্টন ইত্যাদি সম্পর্কে আলােচনা করা হয়, তাকে জনসংখ্যা ভূগােল বলে।
আলােচনা ক্ষেত্র - এই শাখায় স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে জনসংখ্যা বন্টন, জনঘনত্ব, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, জনসংখ্যার বৈশিষ্ট্য (জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত) , জীবিকা, ধর্ম রােগগ্রস্ততা, প্রজজন, জনসংখ্যাতত্ত্ব, কাম্য জনসংখ্যা, নির্ভরতা অনুপাত, নগরায়ন, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি জনসংখ্যা সম্পর্কিত বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। জনখংখ্যা ভূগােল জনসংখ্যা বিজ্ঞানের উপর নির্ভরশীল। বিরজু গার্নিয়ের, ক্লার্ক, রিস প্রমুখ জনসংখ্যাবিদ শাস্ত্রটিকে উন্নত করেছেন।
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
No comments:
Post a Comment