Model Activity Task |
Model Activity Task Class 6 History Question and Answers Part 4
PDF Download :
Model Activity Task Class 9 Questions PDF Download Click here
Question And Answers:
১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে :
(ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরােনাে আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে __________ (এশিয়াতে/পূর্ব আফ্রিকাতে/আমেরিকাতে)।
উ: পূর্ব আফ্রিকাতে
(খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন _______ (জাঁ ফ্রাঁসােয়া জারিজ/চার্লস ম্যাসন/দয়ারাম সাহানি)।
উ: জাঁ ফ্রঁসোয়া জারিজ
(গ) হরপ্পা সভ্যতা ___________ যুগের সভ্যতা (প্রাক-ইতিহাস / প্রায়-ইতিহাস / ঐতিহাসিক)।
উ: প্রায় ইতিহাস
ক - স্তম্ভের সাথে খ - স্তম্ভ মিলিয়ে লেখাে।
উ:
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
বন্দর - নগর | লােথাল |
বৃহৎ স্নানাগার | মহেনজোদাড়াে |
উঁচু এলাকা | সিটাডেল |
৩. একটি বা দুটি বাক্যে লেখাে :
(ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হত?
উ: মেহেরগড় সভ্যতায় উৎপাদিত কৃষিপণ্য গুলি দুটি পর্যায় প্রথম পর্যায়ের পাওয়া যায় গম ও যব জাতীয় শস্য। আর দ্বিতীয় পর্যায়ে গম ও জবের পাশাপাশি পাওয়া যায় কার্পাস চাষের নিদর্শন। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদন কেন্দ্র।
(খ) উপমহাদেশের পুরােনাে গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখাে।
উ: ভারতীয় উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে হুন্সগী ভীমবেটকা বাগোর প্রভৃতি স্থানে।
৪. নিজের ভাষায় লেখাে (৩ - ৪ টি বাক্যে) :
তুমি কি মনে করাে, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন?
উ: মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হল আগুনের আবিষ্কার ও তার ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলি সম্পূর্ণ পরিবর্তন হয়েগিয়েছিল।
আগুন আবিষ্কার খােলা আকাশের নিচে বা গুহাবাসী মানুষের শীতে যেমন উষ্ণতা দিয়েছিল ঠিক তেমনি রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে। খাদ্যাভ্যাসে কাঁচা মাংসের স্থানে তারা খেতে থাকল পােড়ানাে মাংস। ফলে শারীরিক গঠনের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছিল।
Official APK Download :
madhyamik suggestion 2021 all Subjects
Thanks for this answers 😃😃. It's very helpful 👍👍🙂🙂
ReplyDeleteOp app for education 😇😇
Deletethank you sir . you are very helpful man
ReplyDeleteThank you sir
ReplyDelete👍
ReplyDeleteThank you so much sir for this amazing answers 😊😊
ReplyDeleteYessssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
DeleteVery helpful app for education😇😇😇😇 👍👍👍
ReplyDeleteThank you sir very much for the answers!!🤩🤩🤩🤩🙏🙏🙏
ReplyDelete