Breaking

Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 3


Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 3
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

____________________________________________

Model Activity Task Class 10 Life Science Question and Answers Part 3  


PDF Download :


Model Activity Task Class 10 Questions PDF Download👉 Click here👈


Question:


১. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে অযৌন ও যৌন জননের পার্থক্য উল্লেখ

করাে জনিতৃ জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, মাইটোসিস ও মিয়ােসিস এর উপর

নির্ভরতা।"কোনাে কোনাে প্রাণী কোরকোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে"

বক্তব্যটির যথার্থবিচার করাে।

২.সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় টা একটি

রেখাচিত্র এর সাহায্যে উপস্থাপন করাে।ইতর পরাগযােগের দুটি অসুবিধা উল্লেখ করাে।

৩. মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে' পৃথককৃত কোষ বা কলার ছােট টুকরাে থেকে কিভাবে

এমব্রেয়েড' তৈরি হয় টা ব্যাখ্যা করাে।জনন গুরুত্ব উল্লেখ করাে।

৪. রেখাচিত্রের সাহায্যে একটি ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো 


Question And Answers:


নীচের প্রশ্ন গুলির উত্তর লেখাে :

১. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে অযৌন ও যৌন জননের পার্থক্য উল্লেখ

করাে জনিতৃ জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, মাইটোসিস ও মিয়ােসিস এর উপর

নির্ভরতা।"কোনাে কোনাে প্রাণী কোরকোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে"

বক্তব্যটির যথার্থবিচার করাে।

উ:

বিষয়অযৌন জননযৌন জনন
জনিতৃ জীবের সংখ্যাঅযৌন জননে জনিতৃ জীবের সংখ্যা হয় একটি।যৌন জননে জনিতৃ জীবের সংখ্যা হয় দুটি।
গ্যমেট উৎপাদনএই ধরনের জননে গ্যামেট উৎপাদন হয় না।এই ধরনের জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপাদন হয়।

মাইটোসিস ও

মীয়সিসের উপর

নির্ভরতা

এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন হয়।এই প্রকার জননে গ্যামেট উৎপাদন কালে মিয়সিস এবং জাইগােট থেকে অপত্য জীব উৎপাদন কলে মাইটোসিস কোষ বিভাজন ঘটে।



"কোনাে কোনাে প্রাণী কোরকোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে"- বক্তব্যটির যথার্থতা বিচার:

আমরা জানি ইস্ট, হাইড্রা কোরকোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে।

ইস্টের কোৱকোদগম:

এককোষী ছত্রাক ইস্ট এর অসমান বিভাজনের ফলে একটি ক্ষুদ্র করােক (bud) সৃষ্টি হয়। করােকটি মাতৃদেহে সংলগ্ন থাকে। পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট গঠন করে।

হাইড্রা এর কোরকোদগম:

হাইড্রা এর দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি হয়। কোরক টি বৃদ্ধি হলে কোরকের মুখােছিদ্র ও তাকে বেষ্টন করে কর্ষিকা সৃষ্টি হয়।কোরক টি মতৃদেহে থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য হাইড্রা সৃষ্টি করে।


২.সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় টা একটি

রেখাচিত্র এর সাহায্যে উপস্থাপন করাে।ইতর পরাগযােগের দুটি অসুবিধা উল্লেখ করাে।

উ: 

পরাগরেণু >পরাগরেণু এর গর্ভমুণ্ডতে স্থানান্তরন > গ্যামেট উৎপাদন > পুং ও স্ত্রী গ্যামেট এর মিলন ও নিষেক > জাইগােট>ভ্রণ > ফল > বীজ অঙ্কুর > শিশু উদ্ভিদ

ইতর পরাগযােগের দুটি অসুবিধা:

i) পরাগযােগে বাহকের ওপর নির্ভরশীলতার জন্য অনেক সময় পরাগযােগ অনিশ্চিত হয়ে পড়ে।অধিক সংখ্যক পরাগরেণু নষ্ট হয়।

ii)বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে ইতর পরাগযােগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।জনিতৃ বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না।


৩. মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে' পৃথককৃত কোষ বা কলার ছােট টুকরাে থেকে কিভাবে

এমব্রেয়েড' তৈরি হয় টা ব্যাখ্যা করাে।জনন গুরুত্ব উল্লেখ করাে।

উ:  আমরা জানি যে ' মাইক্রো ' কথার অর্থ অতি ক্ষুদ্র। মাইক্রোপ্রপাগেশন শব্দটিতে মাইক্রো পৃথকৃত কোষ বা কলার ছােট টুকরােকে বােঝয় । এই ছােট টুকরাে কৰ্ষণ দ্রবণে বৃদ্ধি ঘটানাে হয়। সাইটোকাইনিন হরমােন দিয়ে তৈরি করা হয়। এই ধরনের পদ্ধতিকে কলা কর্ষণ বলা হয় ।এই কলা কৰ্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশ বিস্তার ঘটানাে হয়।

পদ্ধতি ব্যাখ্যা :

১. প্রথমে উপযুক্ত উদ্ভিদ অঙ্গ - কলা, কোষ,মুকুল যেকোনাে নির্বাচন করতে হবে ।

২.এরপর ঐ পৃথক কৃত কোষ বা কলার ছােট টুকরাে বা উপাদান টিকে কর্ষণ দ্রবণে বৃদ্ধি ঘটাতে হবে। সেই সঙ্গে ক্যালাস গঠন করতে হবে।

মুকুল বা কলা > ক্যাল্যাস > এমব্রয়েড > প্ল্যান্টলেট > পরিণত উদ্ভিদ

জননের গুরুত্ব :

১.জনন পদ্ধতির দ্বারা জীবকূল বংশ বিস্তারের মাধ্যমে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে।

২. জননের মাধ্যমে জীব নিজ প্রজাপতির সংখ্যা বৃদ্ধি করে।

৩, জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় রাখে।


৪. রেখাচিত্রের সাহায্যে একটি ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো

উ:


 

Official APK Download :


madhyamik suggestion 2021 all Subjects


WhatsApp Group :

 Official whatsapp group link : click here

Other Subjects:
Model Activity Task Apk Download
বাংলা দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইংরেজি দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ইতিহাস দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভূগোল দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ভৌতবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 জীবনবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 বাংলা দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইংরেজি দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ইতিহাস দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভূগোল দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ভৌতবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 জীবনবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 বাংলা দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ইংরেজি দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ইতিহাস দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ভূগোল দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 গণিত দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ভৌতবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 জীবনবিজ্ঞান দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3

No comments:

Post a Comment