Model Activity Task |
Model Activity Task Class 9 History Question and Answers
Download PDFQuestion And Answers:
১. শূন্যস্থান পূরণ করো :
(ক) 'দ্য স্যোসাল কনট্রাক্ট' বইটি লিখেছিলেন __________।
উত্তরঃ রুশো
(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন __________।
উত্তরঃ ষোড়শ লুই
(গ) বুর্জোয়ারা ছিল __________ সম্প্রদায়ভুক্ত।
উত্তরঃ তৃতীয়
(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের __________।
উত্তরঃ 14 ই জুলাই
২. ঠিক-ভুল নির্ণয় করো :
(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভোগী।
উত্তরঃ ঠিক
(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু।
উত্তরঃ ঠিক
(গ) 'কাঁদিদ' নামক বইটি লিখেছিলেন রুশো।
উত্তরঃ ভুল
(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল।
উত্তরঃ ঠিক
৩. স্তম্ভ মেলাও :
উত্তরঃ
৪. সংক্ষেপে উত্তর দাও (২-৩ টি বাক্য) :
(ক) 'অঁসিয়া রেজিম' বলতে কী বোঝো?
উত্তরঃ আঁসিয়া রেজিম-এর অর্থ হল পূর্বতন সমাজ। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরােপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে ‘আঁসিয়া রেজিম' বা পুরাতনতন্ত্র বা old regime বলা হয়।
(খ) 'থার্মিডরীয় প্রতিক্রিয়া' কী?
উত্তরঃ ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রােবসপিয়র ও তার অনুগামীদের গিলােটিনে হত্যার ঘটনাকে থামিডােরীয় প্রতিক্রিয়া বলা হয়।
(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী?
উত্তরঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল, এগুলি হল- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তিস্বাধীনতা।
(ঘ) 'টেনিস কোর্টের শপথ' -এর প্রধাণগুলি কী ছিল?
উত্তরঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভােটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির বিরােধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভােটেরদাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে দেন।
Others Subjects:
- Model Activity Task Class 9 Bengali Part 9
- Model Activity Task Class 9 English Part 9
- Model Activity Task Class 9 Math Part 9
- Model Activity Task Class 9 Physical Science Part 9
- Model Activity Task Class 9 Life Science Part 9
- Model Activity Task Class 9 History Part 9
- Model Activity Task Class 9 Geography Part 9
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task model activity task class 9 history model activity task class 9 history part 9 2022 model activity task class 9 history part 9 2022.
No comments:
Post a Comment