Model Activity Task |
Model Activity Task Class 9 Bengali Question and Answers
Download PDFQuestion And Answers:
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ 'অম্বিকামঙ্গল গান শ্রী কবিকঙ্গণ। 'অম্বিকা' হলেন -
(ক) দেবী লক্ষ্মী
(খ) দেবী মনসা
(গ) দেবী চন্ডী
(ঘ) দেবী শীতলা
উত্তরঃ (গ) দেবী চন্ডী
১.২ 'সঘনে চিকুর পড়ে বেঙ্গ- তরকা বাজ'। এক্ষেত্রে 'চিকুর' শব্দের অর্থ -
(ক) চুল
(খ) আকাশ
(গ) বিদ্যুৎ
(ঘ) বৃষ্টি
উত্তরঃ (গ) বিদ্যুৎ
১.৩ যাঁর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস, তিনি হলেন -
(ক) ব্যাসদেব
(খ) জৈমিনি
(গ) দেবী চন্ডী
(ঘ) গজরাজ
উত্তরঃ (খ) জৈমিনি
২. কমবেশী ২০টি শব্দে উত্তর লেখো :
২.১ 'দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার'। - কেন এমন পরিস্থিতি হয়েছিল?
উত্তরঃ " কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি " নামক কবিতায় আমরা দেখি ঘন কালাে মেঘের প্রচন্ড বৃষ্টিতে চারিদিক এতটাই অন্ধকার হয়েছে যে মানুষ নিজের শরীর পর্যন্ত দেখতে পারে না।
২.২ 'বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।।' - প্রজারা কোন বিপাকে পড়েছিল?
উত্তরঃ আলােচ্য প্রশ্নে উল্লেখিত" রড়" শব্দটির অর্থ ছুট বা দৌড়। ঈশান কোনের বিদ্যুৎ চমকিত মেঘ উত্তুরে বাতাসের সংস্পর্শে তীব্রতা পেয়ে সমগ্র কলিঙ্গের প্রাকৃতিক পরিবেশ ভয়ের করে তােলে তাই প্রজারা বিপাকে পড়েছিল।
২.৩ কলিঙ্গদেশে একটানা করদিন বৃষ্টি চলেছিল?
উত্তরঃ প্রশ্নে উল্লেখিত অংশটি কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা " কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি" নামক কবিতার অংশবিশেষ।আলােচ্য কবিতায় আমরা দেখি কলিঙ্গদেশে একটানা সাত দিন বৃষ্টি চলেছিল।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর লেখো :
৩.১ 'চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ'। - 'চারি মেঘ' বলতে কী বোঝ? 'অষ্ট গজরাজ'-এর পৌরাণিক অনুষঙ্গটি কী?
উত্তরঃ প্রশ্নে উল্লেখিত বাক্যটি মুকুন্দরাম চক্রবর্তীর" কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি " নামক কবিতা থেকে গৃহীত। "চারি মেঘ" বলতে চার দিকের মেঘকে বােঝানাে হয়েছে। অষ্ট গজরাজ শব্দের অর্থ হল আটটি হাতি। ভারতীয় পুরাণ অনুযায়ী এই আট গজরাজ বা হাতি হলাে আটটি দিক এর রক্ষাকর্তা। এদের নাম হলাে কুমুদ ঐরাবত, পুদ্রিখাে, পুষ্পদন্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম।
৩.২ 'ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল'। - কোন্ প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে?
উত্তরঃ ভাদ্র মাসে সাধারণত তাল গাছে তাল পাকে। এই সময়ে পাকা তাল গাছ থেকে শব্দ করে মাটিতে পড়ে। এদিকে কলিঙ্গ দেশে বৃষ্টির সময় আকাশ থেকে শিল পড়ছে, এই শিলগুলি এতটাই বড় যে তা ঘরের চাল ফুটো বা বিদীর্ণ করে মাটিতে পড়ছে।কবি এই ঘটনাকে ভাদ্র মাসে তাল পড়ার সাথে তুলনা করেছেন।
৩.৩ 'চন্ডীর আদেশে পান বীর হমুমান'। - চন্ডীর আদেশে বীর হনুমান কী করেছিল?
উত্তরঃ কবি মুকুন্দরাম চক্রবর্তীর " কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি " নামক কবিতায় আমরা পূর্বকথায় জেনেছি যে মা চণ্ডীর আদেশে বীর হনুমান তার প্রবল পরাক্রমে কলিঙ্গ প্রদেশ ধ্বংস করার জন্য কলিঙ্গ দেশে গেছেন। প্রসঙ্গত, পুরাণ মতে বীর হনুমান বায়ুর দেবতা পবনের পুত্র। ঝড়ের প্রাবল্যে কলিঙ্গ দেশের বিভিন্ন মঠ ও অট্টালিকা ভেঙে পড়ছে।এককথায় বলা যায় চণ্ডীর আদেশে হনুমান কলিঙ্গদেশ ধ্বংস করতে যায়।
৪. কম-বেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কীভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো।
উত্তরঃ কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা 'অন্নদামঙ্গল' কাব্যের আখেটিক খন্ড থেকে 'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশটি নেওয়া হয়েছে।এই কাব্যাংশটিতে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের যে ছবি তুলে ধরা হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয়ের ছবি: কলিঙ্গদেশ ঘন মেঘে ঢেকে যায়, ঈশান কোণে ঘন কালাে মেঘে আকাশ ঢেকে যায় ঘন ঘন বিদ্যুতের চমকানিতে কলিঙ্গের প্রজারা নিজেদের চেহারা দেখতে পায় না। গুরুগম্ভীর মেঘের গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।টানা সাতদিন ধরে প্রবল বর্ষণে কলিঙ্গদেশ জলে ভেসে যায়।
বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। প্রজারা ভয়ে আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা দেয়। চারপাশের সবুজ প্রকৃতি ধুলায় মলিন হয়ে যায়। ঝড়-বৃষ্টির দাপটে সমস্ত শস্য নষ্ট হয়ে যায়। মুষলধারায় বৃষ্টি দেখে মনে হয়, আট দিকের আটটি হাতি যেন কলিঙ্গদেশকে জলে ভাসিয়ে দিতে চায়— 'চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।' জল ও স্থল মিশে একাকার হয়ে গেছে, মানুষ পথ খুঁজে পায় না। ঘন মেঘের অন্ধকারে চারিদিক এমন হয়ে গেছে যে, সকাল দিন ও রাত্রির ভেদাভেদ মুছে গেছে।
প্রজারা বিপদ থেকে পরিত্রাণ পেতে ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে। সাপের আশ্রয়স্থল জলে ভরে যাওয়ায় সাপ গর্ত ছেড়ে বেরিয়ে চারিদিকে ভেসে বেড়ায়। প্রবল বৃষ্টিপাতে প্রজাদের ঘরবাড়ি, শস্য নষ্ট হয়ে যায়। প্রবল ঝড়ে মঠ, অট্টালিকাও ভেঙে পড়ে। পর্বতের সমান বড় বড় ঢেউ উঠে ঘরবাড়ি সব ধুলিস্যাৎ করে দেয়। প্রজারা এই চরম প্রাকৃতিক বিপর্যয়ে অত্যন্ত দুর্বিপাকে পড়ে। সাতদিন ধরে চলে এরূপ প্রাকৃতিক তান্ডব। নিরুপায় হয়ে কলিঙ্গের মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়।
Others Subjects:
- Model Activity Task Class 9 Bengali Part 9
- Model Activity Task Class 9 English Part 9
- Model Activity Task Class 10 Math Part 9
- Model Activity Task Class 9 Physical Science Part 9
- Model Activity Task Class 9 Life Science Part 9
- Model Activity Task Class 9 History Part 9
- Model Activity Task Class 9 Geography Part 9
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7model activity task class 9 2022 bengali model activity task class 9 bengali part 9 model activity task class 9 history part 9 model activity task bangla class 9 model activity task class 9 bengali part 10 model activity task class 9 bengali second language.
No comments:
Post a Comment