Model Activity Task |
Model Activity Task Class 8 Geography Question and Answers
Download PDFQuestion And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ শিলামন্ডলের নীচে গুরুমন্ডলের ওপরের স্তর হলো -
(ক) ভূত্বক
(খ) অ্যাস্থেনোস্ফিয়ার
(গ) অন্তঃগুরুমন্ডল
(ঘ) বহিঃকেন্দ্রমন্ডল
উত্তরঃ (খ) অ্যাস্থেনোস্ফিয়ার
১.২ নীচের ছবিতে তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো -
(ক) রেপিত্তি
(খ) কনরাড
(গ) গুটেনবার্গ
(ঘ) লেহম্যান
উত্তরঃ (ঘ) লেহম্যান
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পুরণ করো :
২.১.১ 's' তরঙ্গ ___________ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।
উত্তরঃ তরল বা অর্ধতরল
২.১.২ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব __________।
উত্তরঃ বেশি
২.১.৩ ভূত্বক ও গুরুমন্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে __________।
উত্তরঃ শিলামন্ডল
২.২ বাক্যটি 'সত্য' হলে ঠিক এবং অসত্য হলে 'ভুল' লেখো :
২.২.১ P তরঙ্গ ভূঅভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
উত্তরঃ ভুল
২.২.২ কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন।
উত্তরঃ ভুল
২.২.৩ সিমা অপেক্ষাকৃত ভারি হওয়ায় সিয়ালের নীচে অবস্থান করে।
উত্তরঃ ঠিক
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তরঃ
৩.২ ক্রোফোসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তরঃ
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
ভূঅভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার ওপরের ঠান্ডা, ভারী পদার্থ নীচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায়। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
পৃথিবীর অভ্যন্তরভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের সন্ধান পেয়েছেন। একেবারে উপরে আছে ভূত্বক। ভূত্বকের নিচে আছে গুরুমন্ডল। আর একেবারে নীচে বা পৃথিবীর কেন্দ্রের চারদিকে অবস্থান করছে কেন্দ্রমন্ডল। এদের বৈশিষ্ট্যগুলি হল:
ক) ভূত্বক:-
১) গভীরতা:- মহাসাগরের নীচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নীচে গড়ে 60 কিমি. গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি।
২) বিযুক্তি তল:- a) সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তিরেখা। b) ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে আছে মােহােরােভিসিক বিযুক্তিরেখা বা মােহ।
খ) গুরুমন্ডল:-
১) অবস্থান:- শিলামন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী অংশ।
২) উপাদানসমূহ:- লােহা, নিকেল ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন প্রভৃতি।
৩) বিযুক্তি রেখা:- a) শিলামন্ডল ও গুরুমন্ডল এর মাঝে মােহােরােভিসিক বিযুক্তি রেখা b) গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং বহিঃগুরুমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে।
(গ) কেন্দ্রমন্ডল:-
১) অবস্থান:- পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থান করছে।
২) গঠনকারী পদার্থ:- ঘন ও ভারী খনিজ অর্ধতরল পদার্থ দ্বারা গঠিত।
৩) বিযুক্তিরেখা:- a) কেন্দ্রমন্ডল গুরুমন্ডল থেকে আলাদা করেছে গুটেনবার্গ বিযুক্তিরেখা। b) বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডল কে পৃথক করে রেখেছে লেহম্যান বিযুক্তিরেখা।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 8 2022 geography model activity task class 8 part 9 geography model activity task class 8 part 9 geography class 8.
No comments:
Post a Comment