Model Activity Task |
Model Activity Task Class 7 Geography Question and Answers
Download PDFQuestion And Answers:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ অধিবর্ষের বছরটি হলো -
(ক) ১৯৯৬
(খ) ১৯৯৪
(গ) ১৯৯৮
(ঘ) ১৯৯০
উত্তরঃ (ক) ১৯৯৬
১.২ তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হবে -
(ক) সকাল ৭ টায়
(খ) সকাল ১০ টায়
(গ) দুপুর ১২ টায়
(ঘ) বিকেল ৪ টে
উত্তরঃ (গ) দুপুর ১২ টায়
১.৩ যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো -
(ক) ১৭ মার্চ
(খ) ২১ মার্চ
(গ) ২৫ মার্চ
(ঘ) ২৯ মার্চ
উত্তরঃ (খ) ২১ মার্চ
২.১ বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :
২.১.১ ২২ শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়।
উত্তরঃ ভুল
২.১.২ আমাদের দেশে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল।
উত্তরঃ ঠিক
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.২.১ যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো।
উত্তরঃ যে কাল্পনিক রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে তা হলাে পৃথিবীর অক্ষ।
২.২.২ 'বিষুব' কথাটির অর্থ কী?
উত্তরঃ সমান দিন ও রাত্রি
২.২.৩ কোন মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে?
উত্তরঃ জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন?
উত্তরঃ উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে| একারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সয় থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না| একসময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার একসময় মেয়ে পৃথিবী সূর্যের বেশি দূরে চলে যায়।
৩.২ পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন?
উত্তরঃ সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়কালকে বলে এক সৌরবছর। তবে, হিসাবের সুবিধার জন্য পৃথিবীর একবার সম্পূর্ণ পরিক্রমণের সময়কে ৩৬৫ দিন ধরে প্রতি চতুর্থ বছরের দিনসংখ্যার সঙ্গে ১ দিন যােগ করে ৩৬৬ দিন ধরা হয়। এইভাবে, পরিক্রমণ গতির মাধ্যমে বছর নির্ধারিত হয় বলে এই গতির আর এক নাম বার্ষিক গতি।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখো।
উত্তরঃ (উত্তর দিকে আরো ভালোভাবে দেখতে নিচের ছবিটি তে ক্লিক করুন)
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও।
উত্তরঃ যখন উত্তর গােলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গােলার্ধে ক্রমশ দিনগুলাে বড়াে আর রাত ছােটো হতে থাকে। অর্থাৎ দিনের আলাে অনেকক্ষণ পাওয়া যায়। সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। অথচ রাত ছােটো হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গােলার্ধে সূর্যরশ্মি পড়ে অনেক লম্বভাবে। তাই সূর্যের তাপও হয় প্রবল। এসময় উত্তর গােলার্ধে গ্রীষ্মকাল, আর দক্ষিণ গােলার্ধে শীতকাল।
আবার যখন দক্ষিণ গােলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, উত্তর গােলার্ধে তখন ক্রমশ দিন ছােটো আর রাত বড়াে হতে থাকে। দিনের আলাে বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এইসময় উত্তর গােলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এসময় উত্তর গােলার্ধে শীতকাল আর দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকাল।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 2021 geography model activity task class 7 geography answer part 9 model activity task class 7 part 9 geography model activity task class 7 geography answer.
No comments:
Post a Comment