Model Activity Task |
Model Activity Task Class 7 History Question and Answers
Download PDFQuestion And Answers:
১. শূণ্যস্থান পূরণ করো :
(ক) 'ইন্ডিয়া' নামটি প্রথম ব্যবহার করেছিলেন __________।
উত্তরঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস
(খ) তাজমল বানিয়েছেন সম্রাট __________।
উত্তরঃ শাজাহান
(গ) বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি __________ মাত্র।
উত্তরঃ জেলা
২. ঠিক বা ভুল নির্ণয় করো :
(ক) 'হিন্দুস্থান' শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো।
উত্তরঃ ঠিক
(খ) পোর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়।
উত্তরঃ ঠিক
(গ) সাসানীয়দের শাসন ছিল ইরানে।
উত্তরঃ ঠিক
৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) :
(ক) ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয়? কী কী?
উত্তরঃ ইতিহাসের সময়কে সাধারণ ভাবে তিনটি যুগে ভাগ করা হয়। যথা- প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।
(খ) কোন সমকালকে আদি-মধ্যযুগ বলা হয়?
উত্তরঃ রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না| ধরাে দুপুর বেলার কথা| সেটা না সকাল না বিকেল| তেমনই ভারতের ইতিহাসে একটা বড়াে সময় ছিলাে, যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ ও পুরােপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলে আদি- মধ্যযুগ।
৪. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য) :
(ক) ইতিহাসের উপাদান কী? উপাদানের বিভিন্ন ভাগগুলির উল্লেখ করো।
উত্তরঃ ইতিহাসের সব উপাদান একরকম নয়| একটি পুরােনাে মূর্তি, পুরােনাে মুদ্রা বা পুরােনাে বই এক জিনিস নয়|তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়| যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য-ভাস্কর্য ও লিখিত উপাদান|পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনাে দিনের অনেক কথা জানা যায়। সেগুলি কে বলে লেখা তামার পাতের লেখা হলে তা হয় তাম্ৰলেখ। আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখা আর কাগজে লেখা গুলিকে বলা হয় TIL লিখিত উপাদান।
(খ) মধ্যযুগের ভারত কেমন ছিলো?
উত্তরঃ আগে অনেকে বলতেন, সেসময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন। কোনাে কিছুতেই নাকি কোনাে উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরাে টুকরাে উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেসময়ের ইতিহাস লিখেছেন। তাতে দেখা যায়, তখন জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ ।
এক দিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার। কুয়াে থেকে জল তােলা, তাঁত বােনা বা যুদ্ধের অস্ত্র- বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লােক। এর সবচেয়ে মজার উদাহরণ হলাে রান্নায় আলুর ব্যবহার। পাের্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়।
দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালাে-মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। কখনও রাজার শাসন নড়বড়ে হয়ে গিয়েছিল। আবার কখনও সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিলেন। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যাবসা-বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কিন্তু শিল্প হােক বা সাহিত্য-- সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না| সেসবের বেশির ভাগই ছিল শাসকের গুণগানে ভরা।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 7 history pdf model activity task class 7 history january task history class 7 class 7 model activity task history part 9 model activity task class 7 history part 1 model activity task class 7 history part 9.
No comments:
Post a Comment