Model Activity Task |
Model Activity Task Class 5 Environmental Science Question and Answers
Download PDFQuestion And Answers:
১. ঠিক বাক্যের পাশে চিহ্ন ' ✓' আর ভুল বাক্যের পাশে '✖' চিহ্ন দাও :
১.১ ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়।
উত্তরঃ ভুল
১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।
উত্তরঃ ঠিক
১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।
উত্তরঃ ভুল
২. বাম স্তম্ভের ডান স্তম্ভের মিল করে লেখো :
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
২.১ মেলানিন ২.২ হিউমেরাস ২.৩ ফিমার
|
ক) হাতের হাড় খ) লিগামেন্ট গ) ত্বক ঘ) পায়ের হাড় |
উত্তরঃ
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
২.১ মেলানিন ২.২ হিউমেরাস ২.৩ ফিমার |
গ) ত্বক ক) হাতের হাড় ঘ) পায়ের হাড় |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো।
উত্তরঃ মানুষের দেহে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তা হল আলনা ও রেডিয়াস।
৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনো দুটো কাজের উল্লেখ করো।
উত্তরঃ
পেশির দুটি কাজ:
1. দেহের আকৃতি প্রদান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে।
2. নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?
উত্তরঃ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা:
1. রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রযােজনীয় পুষ্টি পৌঁছে দেয়।
2. শরীরে ফোঁড়া বা অন্য কোন জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দ্যে রক্ত।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?
উত্তরঃ হাড় হলাে একটি কঠিন অঙ্গ, যা মানুষসহ বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা প্রদান করে। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানাে থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের যে অসুবিধা গুলি হত।
1) হাতের হাড়ের জোড় না থাকলে হাত ভাঁজ করা যেত না। ফলে খেলাধুলাসহ বিভিন্ন কাজে অসুবিধা হত।
2) আঙ্গুলের হাড়ের জোড় না থাকলে কোনাে কিছু ধরতে অসুবিধা হত। 3) পায়ের হাড়ের জোড় না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে ও বসতে অসুবিধা হত।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ পরিবেশ model activity task class 5 november model activity task class 5 math মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 পরিবেশ উত্তর part 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 পরিবেশ উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 পরিবেশ পাট 9.
No comments:
Post a Comment