Model Activity Task |
Model Activity Task Class 5 Bengali Question and Answers
Download PDFQuestion And Answers:
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ 'গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো এসেছেন -
(ক) শরৎকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তরঃ (খ) শীতকালে
১.২ 'দেখবি যদি জলদি আয়।' - 'জলদি' শব্দের অর্থ -
(ক) ভোরবেলায়
(খ) তাড়াতাড়ি
(গ) ছুটে
(ঘ) ঘুম থেকে উঠে
উত্তরঃ (খ) তাড়াতাড়ি
১.৩ 'প্রথর প্রত্যুষে।' - 'প্রথর' শব্দের অর্থ -
(ক) কনকনে
(খ) অসহ্য
(গ) তীব্র
(ঘ) আরামদায়ক
উত্তরঃ (গ) তীব্র
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর তল্পিটি তার কাঁধে রয়েছে।
২.২ গল্পবুড়োর ঝোলায় কোন্ পাহাড়ের গল্প আছে?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে।
২.৩ 'এই থলেতে বন্দিনি।' - থলেতে কে 'বন্দিনি' অবস্থান আছে?
উত্তরঃ গল্প বুড়োর থলিতে কেশবতী নন্দিনী বন্দিনি অবস্থায় রয়েছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ গল্পবুড়ো দিনের কোন্ সময়ে গল্প শোনাতে আসেন?
উত্তরঃ গল্পবুড়াে শীতকালের কনকনে ভােরবেলাতে গল্প শােনাতে আসেন।
৩.২ গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কেন?
উত্তরঃ কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়াে কবিতায় চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়াের মুখে ব্যথা হয়েছে কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়াে কবিতায়।
৩.৩ 'বলব নাকো রূপকথা।' - গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না?
উত্তরঃ যারা অলস, বিছানা ছেড়ে গল্প শুনতে উপস্থিত হবে না তাদের গল্পবুড়াে রূপকথার গল্প শােনাবে না।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো।
উত্তরঃ কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়াে কবিতায় বর্ণিত হয়েছে এক গল্প বুড়াের কান্ডকারখানা।শীতকালের ভােরে যখন উত্তরে হাওয়া বইছিলাে, তখন কাঁধে ঝােলা নিয়ে গল্পবুড়াে আসে। গল্প বুড়াের ঝােলায় থাকে নানা রকমের রূপকথার কাল্পনিক চরিত্র ও ঘটনার বর্ণনা। গল্পবুড়াে ঝােলাতে যেসব গল্পসম্ভার এর স্টক নিয়ে এসেছে তা হল- তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সােনার কাঠি রুপোর কাঠি ইত্যাদি।
কড়ির পাহাড় সার-বাঁধা—
মানিক-হীরা চোখ ধাঁধা
সােনার কাঠি ঝলমলে,-
ময়নামতী টলটলে—
তেপান্তরের মাঠখানা-
হট্টমেলার হাটখানা-
আটকাল এই তল্পিটায়,
দেখবি যদি জলদি আয়।
Others Subjects:
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 5 bengali model activity task class 5 bengali part 9 model activity task class 5 bengali 2021 model activity task class 5 bengali part 9 new model activity task class 5 bengali new model activity task class 5 bengali part 9.
No comments:
Post a Comment