Model Activity Task |
Model Activity Task Class 6 Environmental Science Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 6 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৩=৩
১.১ পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলাে –
(ক) পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি
(খ) পাললিক শিলাস্তরের নীচে পেট্রোলিয়াম জমা হয়
(গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
(ঘ) পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়।
উত্তরঃ (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়
১.২ যেটা SI একক নয় সেটা হলাে –
(ক) কিলােগ্রাম
(খ) মিটার
(গ) সেকেন্ড
(ঘ) ইঞ্চি।
উত্তরঃ (ঘ) ইঞ্চি।
১.৩ সারা শরীর থেকে উঞ্চ ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছােয় সেটি হলাে –
(ক) ডান নিলয়
(খ) বাম নিলয়
(গ) ডান অলি
(ঘ) বাম অলিন্দ।
উত্তরঃ (গ) ডান অলি
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে : ১x৩=৩
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি |
ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র |
খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.৩ অণুচক্রিকা |
গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
|
ঘ) রােগ প্রতিরােধে সাহায্য করা |
উত্তরঃ
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ ইলেকট্রিক ইস্ত্রি | খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি |
২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র | গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি |
২.৩ অণুচক্রিকা | ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা |
|
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮
৩.১ কোনাে ধাতুর আকরিক বলতে কী বােঝায় তা ব্যাখ্যা করাে।
উত্তরঃ যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ‘ওর (ore) বলা হয়।
৩.২ খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্জিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়?
উত্তরঃ
i. এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময়, শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছােতে পারে না।
ii. পুষ্টিস্তরের অন্তর্গত জীবরা মরে যায়।মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে।
৩.৩ জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে?
উত্তরঃ ১.লালায় লাইসােজোম (জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ) ২.পাকস্থলী তে হাইড্রোক্লোরিক অ্যাসিড
৩,৪ “মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে” কারণগুলি কী কী?
উত্তরঃ নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে। কখনও যথেষ্ট খাবার না পেলে, কখনও বা বেশি খাবার খেলে, কখনও বা কোনাে রােগের বা বংশগত অস্বাভাবিকতার কারণে তা হতে পারে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : ৩x২=৬
৪.১ খাতার পৃষ্ঠার মতাে দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বারলৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।
উত্তরঃ বারনৌলীর নীতি অনুসারে,
কোনাে গতিশীল গ্যাস বা তরল, যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। তাই , দুই কাগজের মধ্য দিয়ে ফুঁ-এর বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গায় বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর ওপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁ-এর জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি। তাই কাগজ দুটো জোড়া লেগে যায়।
৪.২ অস্থির কাজ কী কী?
উত্তরঃ i. প্রাণিদেহের অবকাঠামাে গঠন করে এবং চলনে সহায়তা করে।
ii. দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের সকল অঙ্গের ভার বহন করে।
iii. অস্থি বৃহৎ পেশি সংযােগ স্থাপন করে।
iv. অস্থিমজ্জা থেকে লাল রক্তকণিকা উৎপন্ন হয়।
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment