Model Activity Task |
Model Activity Task Class 6 History Question and Answers Part 7
PDF Download :
Model Activity Task Class 6 Questions PDF Download 👉 : Click here
Question And Answers:
১. ক' স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১ X ৪ = ৪
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
১.১ আর্যসত্য |
(ক) চতুর্থ বৌদ্ধ সংগীতি |
১.২ বসুমিত্র |
(খ) পার্শ্বনাথ |
১.৩ চতুর্যামব্রত |
(গ) মহাবীর |
১.৪ পমহাব্রত |
(ঘ) গৌতম বুদ্ধ |
উত্তরঃ
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
১.১ আর্যসত্য | (ঘ) গৌতম বুদ্ধ |
১.২ বসুমিত্র | (ক) চতুর্থ বৌদ্ধ সংগীতি |
১.৩ চতুর্যামব্রত | (খ) পার্শ্বনাথ |
১.৪ পমহাব্রত | (গ) মহাবীর |
২. শূন্যস্থান পূরণ করাে : ১ X ৪ = ৪
২.১ বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল _____ উপত্যকাকে কেন্দ্র করে।
উত্তরঃ গঙ্গা-যমুনা
২.২ মগধের রাজধানী ছিল ___________
উত্তরঃ রাজগৃহ
২.৩ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন__________ নামে।
উত্তরঃ কেবলিন
২.৪ প্রথম বৌদ্ধ সংগীতির আয়ােজন করা হয়েছিল _________ মৃত্যুর পর।
উত্তরঃ গৌতম বুদ্ধের
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : 2 X ৩ = ৬
৩.১ ‘অষ্টাঙ্গিক মার্গ’ কী?
উত্তরঃ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই আটটি উপায়কে এক সঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ । মার্গ মানে পথ। এইকারণে আটটি পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ ।
৩.২ ‘মজঝিম পন্থা’ বলতে কী বােঝাে?
উত্তরঃ মহাবীর কঠোর তপস্যার উপরে জোর দিয়েছিলেন। অন্যদিকে গীতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লেভার উপায় নয়। আবার, চূড়ান্ত ভােগ-বিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না। গৌতম বুদ্ধ তাই মজঝিম পতিপাদ বা মধ্যপন্থার কথা বলেছিলেন ।
৩.৩ কোন্ সাহিত্য থেকে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায়?
উত্তরঃ জৈন ও বৌদ্ধে সাহিত্যে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায় ।
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ X ২ = ৬
৪.১ মহাজনপদ গড়ে উঠেছিল কীভাবে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক-একটা টা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকেরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছােটো ছােটো জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড়াে রাজ্যে। এই বড়াে রাজ্যগুলিই মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড়াে তাই হলাে মহাজনপদ।
মহাজনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। তাঁদের হাতে অনেক সম্পদ জমা হলাে। সেই সম্পদ ব্যবহার করে তাঁরা নিজেদের ক্ষমতা আরাে বাড়াতে শুরু করে এবং বিভিন্নভাবে যুদ্ধে লিপ্ত হয়। মগধ হলাে একটি উল্লেখযােগ্য মহাজনপদ।
৪.২ বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখাে।
উত্তরঃ
বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল :
• বৌদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও মহাবীর ছিলেন ক্ষত্রিয় বংশজাত।
• বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল।
বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি অমিল :
• বৌদ্ধধর্মে ভােগ ও ত্যাগের মধ্যবর্তী পথ মজঝিম অবলম্বনের কথা বলা হয়েছে। জৈনধর্মে কঠোর তপস্যা, ত্যাগ ও তার পাশাপাশি উপবাসের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
• গৌতম বুদ্ধ কেবলমাত্র জীব বা প্রাণী হত্যারই বিরােধী ছিলেন। জৈনধর্মে কঠোর অহিংসনীতির কথা বলা হয়েছে। জৈনরা জড়বস্তুতেও প্রাণের অস্তুিতে বিশ্বাসী ছিলেন।
Others Subjects:
Bengali English History Geography Environmental Science Health Math
Tag :
model activity task class 10 model activity task class 8 model activity task class 7 model activity task class 6 model activity task class 9 model activity task class 5 model activity task class 4 model activity task class 10 bengali model activity task answer model activity task august 2021 model activity task app model activity task austin saini model activity task abvrp model activity task amader paribesh class 5 model activity task august model activity task amader paribesh class 4 class six a model activity task model activity task bangla model activity task bengali model activity task bengali class 5 model activity task bengali class 8.
No comments:
Post a Comment