Breaking

[3rd Series] Model Activity Task class 8 History Part 6 Answer

Model Activity Task class 8 History Part 6
Model Activity Task


  Accurate and logical answers to all the model activity tasks given by West Bengal Board of Secondary Education for students from class I to class XII are given on our website. All these answers have also been explained through YouTube videos for the convenience of the students.

  Hopefully, our efforts will be welcomed by all students. It can be assumed that questions will come from this Model Activity Task in all the exams of 2021 (eg: Secondary, Higher Secondary) so we would like to ask all the students to answer the questions and answers of this Model Activity Task. Will practice.

Model Activity Task Class 8 History Question and Answers Part 6

PDF Download :

Model Activity Task Class 8 Questions PDF Download 👉 :  Click here


model activity task class 8 history part 6 answers model activity task class 8 history part 6 pdf model activity task class 8 history part 6 august model activity task class 8 history part 6 pdf download
FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো :


প্রতিষ্ঠান

প্রতিষ্ঠাতা

সময়কাল

জমিদার সভা

 

 

ভারত সভা

 

 

ইন্ডিয়ান লিগ

 

 

উত্তর ঃ

প্রতিষ্ঠান

প্রতিষ্ঠাতা

সময়কাল

জমিদার সভা

 রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্নকুমার ঠাকুর।

 ১৮৩৮ খ্রিস্টাব্দ

ভারত সভা

 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমােহন বসু

 ১৮৭৬ খ্রিস্টাব্দ

ইন্ডিয়ান লিগ

 শিশির কুমার ঘােষ এবং হেমন্ত কমার ঘােষ।

 ১৮৭৫ খ্রিস্টাব্দ


২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :

২.১  ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন।

উত্তরঃ সত্য


২.২ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়।

উত্তরঃ সত্য


২.৩ পাঞ্জাবে লালা লাজপত রাই-এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়

উত্তরঃ মিথ্যা


৩. সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০ টি শব্দ) ঃ

৩.১ অর্থনৈতিক জাতীয়তাবাদ কী?

উত্তরঃ ব্রিটিশ শােষন,সম্পদের বহির্গমন অবশিল্পায়ন প্রভৃতি একাধিক কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা বেহাল হয়ে যায়। এই পরিস্থিতি দাঁড়িয়ে, দাদাভাই নৌরজি,মহাদেব গােবিন্দ দত্তের মতাে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের একাধিক নেতা ভারতের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকারকে নানা ভাবে দায়ী করতে থাকেন। তারা ভারতীয় অর্থনীতির ধ্বংসসাধনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালােচনা এবং প্রতিবাদ শুরু করেন। এই অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত।


৩.২ ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল?

উত্তরঃ কোনও ভারতীয় বিচারকের ইউরােপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সি পি বিচার বিভাগীয় ক্ষেত্রে এই দূর করার চেষ্টা করেন তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরােপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয় এই বিলের প্রতিবাদে ইউরােপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘােষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ঐ বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয়পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে করার অধিকার পতসাপেক্ষে ইউরােপীয় বিচারকদের বিচার।


৪. নিজের ভাষায় লেখো (১২০-১৬০টি শব্দ) ঃ

বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও।

উত্তরঃ স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী। আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। এই ধারাটির একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি। আপাতভাবে সমিতিগুলি শরীর চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিত। তার মধ্য দিয়ে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশের ভাবধারা প্রচার করা হতাে। সেই সময়ে মূলত বিভিন্ন সমিতি কে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারাটি গড়ে ওঠে। নিবেদন " নীতির অসারতা হচ্ছিল।অন্যদিকে | স্বদেশী আন্দোলনের পাতীয় কংগ্রেসের " আবেদন বেড়ে চলেছিল উপনিবেশিক দমন-পীড়ন। পাশাপাশি 1908 খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল।

 সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই উপনিবেশিক প্রশাসনকে সস্ত্রস্ত করে ধাক্কা দিতে চেয়ে ছিলেন। তার ফলে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি প্রবল হয়ে ওঠে।

 অত্যাচারী ব্রিটিশ প্রশাসক ও তাদের সহযােগী দেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন বিপ্লবীরা। শুরু হয় ব্যাক্তি হত্যার রাজনীতি। বাস্তবতা শেষ সময়ে জনগণের সামনে উপনিবেশ বিরােধী আন্দোলনের কোনাে কর্মসূচি ছিল না। ফলে উপনিবেশিক দমন-পীড়নের পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসককে ত্রাস সৃষ্টি করা অপরিহার্য মনে করেছিলেন অনেকেই। যদিও বিপ্লবীদের সামনে সেটা একমাত্র পথ ছিল না। সবাই নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থনও করেনি

 রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরােধের মাধ্যমে হিসেবে হিংসার ব্যবহার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহেও লক্ষ্য করা গিয়েছিল। 1876-7। খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাদকে সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরােধের জন্য প্রয়ােজনীয় ছিল টাকা ।সেই টাকা জোগাড় করার জন্যই ফাহাদকে তার দলকে ডাকাতি করতে পাঠান।তবে শেষ অবধি ধরা পড়েন ও তারসহ শাস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

এরপর বিভিন্ন সমিতি ও আখড়ার মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানাে হতে থাকে। বাংলা শরীরচর্চার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করেই বিপ্লবী কার্যকলাপ। সংঘটিত হতে শুরু করে 1702 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনটি ও মেদিনীপুরে একটি দল তৈরি হয়। এগুলির মধ্যে সতীশ চন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান অবশ্য এই সমিতি গুলির বিপ্লবে কার্যকলাপ গােপনে চালানাে হতাে। ৭05 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বাংলার সময় থেকেই প্রতিষ্ঠিত হতে থাকে।

No comments:

Post a Comment