Breaking

[2ND Series] Model Activity Task class 6 History Part 5 Answer


[2ND Series] Model Activity Task class 6 History Part 5
Model Activity Task


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।


model activity task class 6 geography part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 ইতিহাস part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 পরিবেশ ও ইতিহাস part 1 model activity task english class 6 part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 history part 5 model activity task class 6 history part 5

Model Activity Task Class 6 History Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 6 Questions PDF Download 👉 :  Click here



FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:


১. বেমানান শব্দটি খুঁজে লেখাে :

১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ

উ: মহাকাব্য 

১.২ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মণ

উ: গার্হস্থ্য

১.৩ বিদথ, সভা, সমিতি, রঙ্গিন

উ: রত্মিন

২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে :

২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।

উ: সত্য 

২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।

উ: সত্য 

২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলােচনা।

উ: মিথ্যা

৩. একটি বা দুটি বাক্যে লেখাে :

৩.১ বেদের আরেক নাম শুতি কেন?

উ: বেদ শব্দটি বিদ বা জ্ঞান শব্দ থেকে এসেছে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হল বেদ। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ। বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করেন। ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে শুনে বেদকে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি।

৩.২ জনপদ কী ?

: প্রাচীনকালে ভারতবর্ষে গ্রামের থেকে বড়াে অঞ্চলকে জনপদ বলা হত। সেই জনকে কেন্দ্র করেই পরবর্তীকালে ছােটো ছােটো রাজ্য গড়ে ওঠে। তাকেই জনপদ বলা হত। আবার সাধারণ মানুষ যেখানে নির্দিষ্টভাবে বসবাস করে তাকেও জনপদ বলা হয়।

৪. নিজের ভাষায় লেখাে (৩ - ৪ টি বাক্যে) :

বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল ?

উ:  বৈদিক যুগে কৃষি-অর্থনীতির পাশাপাশি ব্যাবসা-বাণিজ্যের গুরুত্বও ছিল বিশেষ উল্লেখযােগ্য। তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদন ততটা ছিল না বলে এই সময় ব্যাবসা বাণিজ্যের ততটা চলন ছিল না।
  সরাসরি সমুদ্র- বাণিজ্যের কোনাে উল্লেখ ঋকবেদে পাওয়া যায় না। তবে পরবর্তী বৈদিক যুগে কৃষির উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যাবসা বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পায়। এই যুগে থলপথে বাণিজ্যের বিশেষ উল্লেখ থাকলেও জলপথে বাণিজ্যের নিশ্চিত কোনাে প্রমাণ নেই। এই যুগে বিনিময়ের ক্ষেত্রে হয়তাে বিভিন্ন প্রকার মুদ্রা (নিষ্ক, শতমান প্রভৃতি) ব্যবহার হত।


1 comment:

  1. স্থলপথ বানান ভুল আছে থলপথ হয়ে গেছে

    ReplyDelete