Breaking

[2ND Series] Model Activity Task class 5 Environmental Science Part 5 Answer


[2ND Series] Model Activity Task class 5 Environmental Science Part 5
Model Activity Task


   পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের নির্ভুল এবং যুক্তিসম্মত উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই সমস্ত উত্তর গুলিকে ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

   আশাকরি, আমাদের এই প্রচেষ্টাটি সকল ছাত্র ছাত্রীরা পছন্দের সহিত গ্রহন করবে। অনুমান করা যেতে পারে যে, 2021 সালের সমস্ত পরীক্ষা (যেমন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) গুলিতে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই প্রশ্ন আসবে তাই আমাদের তরফ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এইটাই নিবেদন থাকবে যে তােমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন এবং উত্তর গুলাে ভালাে করে প্র্যাকটিস করবে।

Model Activity Task Class 5 Environmental Science Question and Answers Part 5

PDF Download :

Model Activity Task Class 5 Questions PDF Download 👉 :  Click here


 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 পরিবেশ পাট 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 গনিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 আমাদের পরিবেশ part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ পরিবেশ part 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 বাংলা উত্তর


FOLLOW TELEGRAM CHANNEL (4k)

LIVE ANSWERS ON YOUTUBE (36k)

DOWNLOAD MADHYAMIK SUGGESTION APP

DOWNLOAD MODEL ACTIVITY TASK APP


Question And Answers:

১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :

উত্তর:

বাম স্তম্ভডান স্তম্ভ
১.১ জলদাপাড়া(ঘ) গন্ডার
১.২ খড়গপুর(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
১.৩ বিষ্ণুপুর(খ) টেরাকোটার কাজ


২. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :

২.১ মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ।

উত্তর: ঠিক 

২.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।

উত্তর: ঠিক 

২.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।

উত্তর: ভুল

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় ?

উত্তর: বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি কমে যায় এবং ভবিষ্যতে জমি থেকে ভালাে ফসল পাওয়া যায় না। তাছাড়া অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উপকারী পােকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে। যেমন মৌমাছি, রেশম মথ ইত্যাদি।

৩.২ কী উদ্দেশ্যে দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল ?

উত্তর: দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল মূলত বন্যা প্রতিরােধ করার জন্য। এজন্য কিছু জলাধার তৈরি করার কথা ছিল যেখানে জল আটকে রাখা হবে। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে ফলে সারাবছর ওই অঞ্চল চাষের কাজে জল পাবে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৪.১ পর্বতের মাথায় বরফ জমে কেন ?

উত্তর: পর্বতের ওপরের বাতাস প্রচন্ড ঠান্ডা হয়ে পড়ে ফলে বাতাসের জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। সূর্যের কিরণ সাধারণত ওপরের বায়ুকে উত্তপ্ত করতে পারেনা। সূর্যের কিরণ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং পরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয় কিন্তু উপরের বায়ু ঠান্ডা থাকে। যার ফলে পর্বতের বাতাস প্রচন্ড ঠান্ডা থাকে এবং বায়ুর জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। এই জন্য পর্বতের মাথায় বরফ জমে।

No comments:

Post a Comment